আসলামুআলাইকুম,
সবাই নতুন বছরে ভালো আছেন আশা করছি। আজ যে টিপসটি আপনাদের সাথে শেয়ার করব এটা সাধারনের মাঝেই অসাধারণভাবে আবিষ্কার করে ফেলেছি। ফেসবুকে যারা শত শত লাইক, কমেন্ট, একটিভ ফ্রেন্ড চান এই টিপস শুধুমাত্র তাঁদের জন্য।
আমরা ফেসবুকে প্রায় সময়ই দেখে থাকি যে কিছু কিছু আইডির স্ট্যাটাস বা ফটো আপডেটে অনেক অনেক লাইক, কমেন্ট। আমরা একটা স্ট্যাটাস দিলে কয়েক মিনিটের মধ্যে ২-১ টা লাইক পাওয়াই কষ্টকর। অন্যদিনে ওইসব সেলিব্রেটি ফেসবুক আইডি স্ট্যাটাস আপডেটের ৩-৪ সেকেন্ডের মাঝেই ২০+ লাইক সাথে কিছু কমেন্টও পেয়ে যায়। এর কারণ কি? প্রথমত এদের ফ্রেন্ড লিস্ট লম্বা অর্থাৎ এদের ফেসবুক বন্ধুর পরিমাণ অনেক বেশি। এদের সকল ফেসবুক ফ্রেন্ডদের মোটামুটি ৮০% একটিভ এবং লাইকার। এছাড়া এদের অনেকে ভালো লেখে এবং ফলোয়ার সংখ্যাও আকাশছোঁয়া। আমরা এগুলো দেখে প্রায়ই এরকম আইডির মালিক হতে চাই। তাই আমাদের প্রথম প্রয়োজন অধিক পরিমাণে ফেসবুক ফ্রেন্ড এবং ফলোয়ার। শুধু বেশি ফ্রেন্ড হলে হবেনা। চাই অধিক পরিমাণে একটিভ এবং লাইকার ফ্রেন্ড।
ইদানিং সময়ে ফেসবুকে এড মি (
Add Me) করে গলা ফাটায় থাকে অনেকে। এদের সবাই চায় ওইরকম বিশাল ফ্রেন্ড লিস্টের মালিক হইতে। আর সেজন্যই তো সারাদিন এড মি এড মি করে চিৎকার করেও কিছুতেই থামেনা। এই এড মি ফ্রেন্ডদেরকে মাথায় রেখে সাম্প্রতিক সময়ে প্রচুর গ্রুপ চালু হয়েছে। যারা এই টিপস কাজে লাগানোর জন্য অধির আগ্রহে পড়ছেন পোস্টটি তাদেরকে বলে রাখছি, আপনাকে এইসব গ্রুপ সম্পর্কে ধারণা থাকতে হবে। যা হোক কাজের কথায় আবার আসি। এইসব এড মি গ্রুপগুলোতে একটিভ এবং লাইকার ফ্রেন্ডরা একে অপরের বন্ধু হওয়ার প্রচেষ্টা চালায়। আমিও আমার ব্লগ চালু করার আগে এইসব গ্রুপে একটিভ থাকতাম। কারণ তখন তো ব্লগ নিয়ে ব্যস্ত থাকতাম না। কিন্তু আমার ব্লগ খোলার পর থেকে ব্যস্ততার পরিধি এতোটাই বেড়ে গেছে যে এখন ফেসবুকেই সময় দিতে পারিনা। তবুও সময় পেলেই ফ্রেন্ড বাড়ানোর জন্য লেগে পড়ি। এরকম একটি এড মি গ্রুপে যোগ দিয়েছিলাম প্রায় ৩-৪ মাস আগে। গ্রুপটির নাম
>>>>রিকোয়েস্ট বাজার<<<< । যতদূর মনে পড়ে আমার যোগ দেয়ার সময় গ্রুপে সদস্য সংখ্যা ছিল প্রায়
১৭০০০ জন। আর এই ৩-৪ মাসের ব্যবধানে গ্রুপটির সদস্য সংখ্যা এই পোস্ট লেখার সময় পর্যন্ত
৩৯,১১৭ জন ! এছাড়া প্রতি সেকেন্ডেই বেড়ে চলছে সদস্য সংখ্যা। এখন পর্যন্ত আমার দেখার মধ্যে এই গ্রুপ বাংলাদেশী সবচেয়ে বড় গ্রুপ বলে মনে হচ্ছে। যাই হোক এড মি এড মি করতে করতেই কিছুদিন আগে নিজের অজান্তেই একটা টিপস আবিষ্কার করে ফেলেছি এই বড় গ্রুপটিতে। আমি একদিন কোন কারণ ছাড়াই গ্রুপটির পোস্টগুলোতে লাইক দেয়া শুরু করলাম। ও, তার আগে একটি কথা বলে রাখি, এই বিশাল গ্রুপটির কিন্তু প্রায় সবাই একটিভ। তাই প্রতি সেকেন্ডেই গ্রুপে বন্ধু হওয়ার নানারকমভাবে অসংখ্য আবেদনমূলক পোস্ট পড়তেই থাকে। ওই যে বললাম, আমি কোন কারণ ছাড়াই লাইক দেয়া শুরু করতেই একের পর এক ফ্রেন্ড রিকোয়েস্ট পেতেই থাকলাম। আমিতো বিস্ময় বালক হয়ে বসে থাকলাম। এড মি এড মি চিৎকার করে পোস্ট দিয়ে যে কয়েকটা রিকোয়েস্ট পেতাম তার থেকে এই অজান্তে আবিষ্কার করা টিপসের মাধ্যমে অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট পেয়ে থাকি। আপনি চাইলে চেষ্টা করে দেখতে পারেন। প্রথমে
এখানে ক্লিক করে গ্রুপে গিয়ে যোগ দিন। তারপর সময় পেলেই গ্রুপে ঢুকে ওইমুহূর্তে আপডেট করা পোস্টগুলোতে চোখ বুজে লাইক দিয়ে যান। তবে অবশ্যই মাথায় লাইক ব্লকের কথা মনে রাখবেন। লাইকের সীমারেখার মাঝে থেকে লাইক দিয়ে যান আর ফ্রেন্ড রিকোয়েস্ট লুফে নেন। তবে মাঝেমাঝে পোস্ট দিবেন এবং নিজেও অন্যদের এড করবেন। এই পদ্ধতিটি সম্পূর্ণ নিজের অভিজ্ঞতায় অজান্তে আবিষ্কার করেছি। তাই আমার ব্লগের পাঠকদের জন্য শেয়ার করলাম। টিপসটি কাজে লাগিয়ে সফল হলে আমাকে জানাবেন প্লিজ।
লাইকের সীমারেখা