ফেসবুকের যেসব পেজ এবং গ্রুপসমূহ ব্যবহার না করলে ফেসবুক ব্যবহারজীবনই বৃথা!

হ্যাঁ, এ কথা সত্য যে ফেসবুক খাটি একটা বিনোদন কেন্দ্র। অনলাইনের ভাষায় এ ধরণের ওয়েবসাইটকে বলা হয়- সোশ্যাল ওয়েবসাইট। কিন্তু আজকাল এতো এতো প্রয়োজনীয় ব্যাপার হয়ে পড়েছে ফেসবুক যে, গুণীজনরাও ফেসবুকের কথা অস্বীকার করতে পারেন না। তাই চলুন ফেসবুকে আপনার কাজে লাগতে পারে এরকম কিছু প্রয়োজনীয় তথ্যে চোখ বোলাই।

  • বি ডিজাইনার (https://www.fb.com/groups/bedesigner/): আপনি যদি একজন ডিজাইনার হতে চান তাহলে এই গ্রুপে জয়েন করতে পারেন।
  • ওডেস্ক হেল্প (https://www.fb.com/groups/odeskhelp/): আপনি যদি ওডেস্ক মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সিং করতে চান তাহলে এই গ্রুপে জয়েন করে ওডেস্ক রিলেটেড যেকোনো হেল্প পেতে পারেন। গ্রুপের ডকগুলো আপনার কাজে আসবেই।
  • চাকরি করবো না চাকরি দেবো (https://www.fb.com/groups/uddokta/): এটি একটি উদ্যোক্তা গ্রুপ। আপনি যদি ক্যারিয়ার হিসেবে জব অপছন্দ করেন এবং নিজেই কিছু করতে চান তাহলে আপনাকে অবশ্যই এই গ্রুপে যোগ দিতে হবে। গ্রুপের ডকগুলো পড়ে আপনার জীবনের চিন্তা-চেতনা নতুনরূপে উপস্থাপিত হবে এ নিশ্চিত করে বলা যায়।
  • বিসিএস আওয়ার গোল (https://www.fb.com/groups/bcsourgoal.largest/): যাদের লক্ষ্য বিসিএস। তারা এই গ্রুপে চলে আসুন। পিএসসির সর্বশেষ খবরসহ, নিয়মিত পড়াশোনা সবকিছু হবে এখানে।
  • বইপোকা (https://www.fb.com/groups/boipokagroup/): বই পড়তে পছন্দ করেন? বই সম্পর্কে আরও আরও তথ্য জানতে চান? প্রয়োজনীয় বইটা খোঁজে পাচ্ছেন না? তাহলে জয়েন করতে পারেন এই গ্রুপে। সব প্রশ্নের সমাধান পেয়ে যাবেন বইপোকাদের কাছ থেকে। আর আপনিও হয়ে যান বইপোকা।
  • মজা লসস্? (https://www.fb.com/moja.losss): আর একটা ফানি প্যাজ। শুধুমাত্র আনন্দ পেতে।

এরকম আরও আরও যতো প্রয়োজনীয় গ্রুপ/ফ্যানপেজ শুধু আপনার জন্য অপক্ষো করছে। যেগুলো সত্যিই আপনার প্রয়োজন।

Level 0

আমি পান্থ বিহোস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মূলত গল্প লিখতেই অনলাইন ব্লগিং জগতে প্রবেশ। এখনও লিখি তবে গল্প না, কোড... ;) । ওয়েবসাইট বানানো আমার পেশা। সেই সাথে ডোমেইন-হোস্টিং-এর ছোট্ট বিজনেস আছে। আমার জানার পরিধি ওয়ার্ডপ্রেস পর্যন্তই। এই ব্যাপারে কোনো হেল্প লাগলে আমাকে নক করতে পারেন। চেষ্টা করবো। ও আরেকটি কথা বলতে ভুলে গেছি, আমি ভালোবাসি বই,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

“টিনের চালে কাক” এটা ফানি পেজ তাইনা?

Level 0

হাহাহা…………………

Level 0

পরের তিনটা সর্ম্পকে কি বলবেন!

thanks