আমরা ফেসবুক ব্যাবহার করিনা এমন মানুষ নেই বললেই চলে।আর তাদের খুশি করতে ফেসবুক প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।আর এর ফসল হিসেবে ফেসবুক কর্তৃপক্ষ ফেসবুক ব্যবহারকারীদের জন্য নিয়ে আসছে নতুন নতুন পরিবর্তিত ব্যবস্থা,এবার ফেসবুক নতুন দুটি সুবিধা আনতে যাচ্ছে। ‘Save for Later‘ এবং Unfollow নামের নতুন দুটো ব্যবস্থা নিয়ে আসতে যাচ্ছে।
বিশ্ব বিখ্যাত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ‘Save for Later‘ নামে নতুন ব্যবস্থা সংযুক্ত করতে যাচ্ছে ইতোমধ্যে এই সুবিধা পরীক্ষামূলক ভাবে ফেসবুকের কিছু সংখ্যক ব্যবহারকারী পেতে শুরু করেছে।
‘Save for Later‘ এই ব্যবস্থায় ফেসবুক ব্যবহারকারীরা যদি নিউজ ফিডে কোন লিঙ্ক ক্লিক করে ঐ সময়ে পড়ার সময় না পান তবে পরবর্তীতে পড়ার জন্য সেভ করে রাখতে পারবেন। বর্তমানে ফেসবুকের গবেষণায় দেখা গেছে ফেসবুকে শেয়ারকৃত বিভিন্ন লিঙ্ক শেয়ারের ক্ষেত্রে ফেসবুক ব্যবহারকারীরা তাতে ক্লিক করেন না। কিংবা ঐ সংবাদ বা সূত্র তাৎক্ষণিক ভাবে পড়ে দেখেন না।
‘Save for Later‘ ব্যবস্থায় আপনি ফেসবুকে আপনার নিউজ ফিডে আসা কোন লিঙ্ক যা আপনার কোন বন্ধু কিংবা কোন পেইজ শেয়ার করেছে তা তাৎক্ষণিক পড়তে না চাইলে এবং পরে ফ্রি সময়ে পড়ার ইচ্ছে থাকলে পড়তে পারবেন কারণ সকল লিঙ্ক শেয়ারের ক্ষেত্রে যুক্ত হবে একটি আলাদা Save for Later‘ নামের বাটন!
ফেসবুক ইতোমধ্যে যে সব ব্যবহারকারীদের এই সুযোগ দিয়েছেন তাদের ক্ষেত্রে ফেসবুক প্রত্যাশা অনুযায়ী সাফল্য পেয়েছেন, বর্তমানে দেখা যাচ্ছে অনেক ফেসবুক ব্যবহারকারী যাদের পরীক্ষামূলক ভাবে Save for Later‘ সুবিধা দেয়া হয়েছে তারা বিভিন্ন লিঙ্ক সেভ করে রেখে পরে নিজের সুবিধা মত সময়ে ঐ লিঙ্কে গিয়ে ঘুরে আসছেন।
ফেসবুক যদিও এই Save for Later‘ সুবিধা পরীক্ষামূলক ভাবে কিছু সংখ্যক ব্যবহারকারীদের জন্য চালু করেছে তবে আশা করা যাচ্ছে খুব শীগ্রই এই সুবিধা সকল ব্যবহারকারীদের জন্য উম্মুক্ত করে দেয়া হবে।
ফেসবুকে নতুন ফিচার হিসেবে আসছে ‘আনফলো’ বাটন। কাউকে পছন্দ না হলে বা তার কোনো কিছু অনুসরণ করতে না চাইলে এ বাটনটি ব্যবহার করা যাবে।
কারো আপডেট নিউজ ফিড থেকে সরিয়ে ফেলার ক্ষেত্রেও এ বাটনটি ব্যবহার করা যাবে। শিগগিরই এ বাটনটি ফেসবুক ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে বলে এক খবরে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ফেসবুকে বর্তমানে ‘হাইড অল’ বাটনটির সাহায্যে নিউজ ফিড বা কোনো আপডেট লুকিয়ে রাখতে পারেন ব্যবহারকারী। এ বাটনটির পরিবর্তে ‘আনফলো’ বাটন যুক্ত করতে চাইছে ফেসবুক কর্তৃপক্ষ যা ব্যবহারকারীকে নিউজ ফিড ফিল্টার করার সুবিধা দেবে এবং অপছন্দের অ্যাকাউন্ট ‘আনফলো’ করা যাবে সহজেই।
ফেসবুকের একজন মুখপাত্র আনফলো বাটনের খবর নিশ্চিত করেছেন রয়টার্সকে।
শিগগিরই ফেসবুক প্রোফাইলের লাইক বাটনটির পাশে এই ‘আনফলো’ বাটনটি দেখতে পাবেন ফেসবুকের ব্যবহারকারীরা।
আমি আছি আপনার কাছাকাছি,শুধু খুজে নিন। 😎
আমি আদিল শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একটু বেশিই অসামাজিক।
Thanks for share