কি মনে হয়, সম্ভব এটা? আয়নার সাহায্যে ফেক আইডি সনাক্ত করা? অবশ্যই সম্ভব যদি আপনি আপনার অনুধাবন মনের আয়নাটা খোলা রাখেন। অনুধাবন দেখে ঘাবড়াবেন না। এটা সৃজনশীলের অনুধাবনমূলক প্রশ্ন না। ঘটনাটা বলি। তা না হলে বুঝবেন না।
একবার ফেসবুকে একটা নাম দেখলাম Afsana Parvin Sathi. কি আর করার। পাঠালাম Friend Request যা স্বাভাবিক। পরে ভালভাবে খেয়াল করলাম আর বুঝলাম যে এটা Fake ID. তাই তাকে শুধু Message দিতে থাকলাম এভাবে “Delowar Bhai Kmn Asen?” “Hi, Delowar Bhai”, “Hello, Delowar Bhai”, “Delowar Bhai ki koren?”
পরদিন কি দেখলাম জানেন। দেখলাম Afsana Parvin Sathi এর পরিবর্তে নাম দেয়া আছে Md. Delowar Hossain (সাঈদি না কিন্তু)। এখন প্রশ্ন হলো, আমি কিভাবে বুঝলাম উনার নাম দেলোয়ার হোসাইন।
ফেক আইডি চেনার কিছু কৌশল আছে। আপনার জানা উচিত যে বুদ্ধিমানদের Fake ID কেউ ধরতে পারে না। কেবলমাত্র যারা বোকা তারা Fake ID খুলে ধরা খায়। কৌশলগুলো বলছি।
১. এদের Username হবে এক১, আর Email/Contact এর ID পাবেন আলাদা২। চিত্রের মত। দেখে আপনিই বলবেন যে, “কোথায় শেখ সাদী আর কোথায়.....”
২. Username টা পাবেন মেয়েদের খুব স্টাইলিস একটা নাম। একটু চালাক হলে স্বাভাবিক নাম। তবে শুনেই যেন সবার পছন্দ হয় এইরকম হবে। অন্যদিকে Contact/Email ID তে পাবেন আসল নাম।
৩. Friend সংখ্যার কথা তো বলাই বাহুল্য। তাদের Friend৩ সংখ্যা দেখে মনে হবে যে, সে আর Zuckerbarg একসাথে Facebook খুলেছিল। সেটা কয়েক’শ থেকে শুরু করে কয়েক হাজারেও রুপ নিতে পারে।
যেসব ভাইয়েরা ফেসবুক সম্পর্কে একটু ভাল বোঝেন অর্থাৎ যারা অভিজ্ঞ তারা জানেন যে মাত্র ১০০ এর বেশি Friend হলেই কি অবস্থা হয়। Chat off রাখা ছাড়া উপায় থাকেনা। আর সেখানে কয়েক হাজার! Impossible! এটা একমাত্র অনন্ত জলিল ছাড়া কারো দ্বারা সম্ভব না।
যাকগে। সবাই ভাল থাকবেন। আর টিউন কেমন লাগল জানাতে ভুলবেন না কিন্তু।
ফেসবুকে আমি: Sandpiper Mehedee
আমি মামুন মেহেদী। Civil Engineer, The Builders, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 92 টি টিউন ও 360 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি আপনার অবহেলিত ও অপ্রকাশিত চিন্তার বহিঃপ্রকাশ।
ভাল পোস্ট। কিনতু এখানে যত সহজভাবে উপস্থাপন করা হয়েছে আসলে Fake ID চেনা এত্ত সহজ না। শুধু যারা মফিজ মার্কা পোলাপান তারাই এই ভুলগুলা করবে। তবে একটা Idea চরম আর পুরাই dependable. সেটা হল “FB তে শত শত friend থাকলে আসলেই সেটা Fake account” এই আইডিয়াটা ১০০% কাজ করে। কারণ মেয়েদের Fake ID বেশিরভাগ ক্ষেত্রেই ছেলেরা খুলে থাকে কখনও কখনও মেয়েরাও খুলে। আর Fake ID যারা খুলে তারা স্বাভাবিক ভাবেই শত শর Friend request accept করে। আরও একটা আইডিয়া আমি যোগ করতে চাই। যেমন ধরেন কোন মেয়ের account এ যদি দেখেন খুবই সুন্দর profile picture লাগানো কিনতু picture regulary update হয় না সেগুলাও fake 100% নিশচিন্ত থাকবেন। এখন প্রশ্ন জাগতেই পারে অপরূপা মডেল কণ্যাদের মত সুন্দরী কোন মেয়ের কি FB ID থাকতে পারে না? জি ভাই থাকতেই পারে । এখন অনেক মেয়ে আছে যারা FB তে তাদের pic দেয় না তার বদলে কোন কার্টুন বা কোন গাছ-পালা, animation ইত্যাদির pic লাগিয়ে রাখে। আর মেয়ে যদি অপরূপা মডেল কণ্যাদের মত সুন্দরীই হয় আর তার যদি নিজের pic publicily দিতে অসুবিধাই না থাকে তাহলে সে অন্তত প্রতিদিন না হোক সপ্তাহে না হোক মাসেতো একবার নিজের pic আপডেট করবেই।