শুধু একটি বা সিংগেল নাম বা নিক নেম দিয়ে ফেসবুক আইডি তৈরি করুন ।।

কি বিশ্বাস হচ্ছে না ? হবে হবে আবার অনেকে হয়ত এইটা জানেন । আজ আমি দেখাব কিভাবে নিজের নিক নাম বা একটি ওয়ার্ড দিয়ে ফেসবুক এর আইডি বানানো যায় । টেকটিউনসে এইটাই আমার প্রথম টিউন । আর আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কেউ আগে এই নিয়মটি দিয়ে থাকে।


আমরা সবাই জানি যে ফেসবুকে লাস্ট নেম ফাস্ট নেম দিতে হয় আর্থাত ২ টা নাম অবশ্যই দিতে হয় এইটাই ডিফল্ট নিয়ম। কিন্তু আপনি ইচ্ছা করলে শুধু একটি নাম দিতে পারবেন । তাই আর কথা না বাড়িয়ে কাজ এ আসি ।
প্রথমে আপনি ফেসবুকের Account setting এ যান । তারপর নিচের দিকে Language অপশন থেকে language চেঞ্জ করুন English(us) থেকে Bhasa Indonesia সিলেক্ট করে সেভ করুন। এ পর্যন্ত মিনিমাইজ করে রেখে দেন আপাতত।
তারপর আপনি আপনার পিসির কন্ট্রোল পেনেলে যান সেখানে Internet Option এ ক্লিক করুন ।নিচের মত ছবি আসবে ।
তারপর আপনি যে কানেকশন ইউজ করেন অর্থাৎ ল্যান হলে নিচের মত ল্যান সেটিং এ ক্লিক করুন আর ডায়াল আপ হলে ডায়াল আপে ক্লিক করুন তারপর নিচের মত আইপি এড্রেসে 202.90.198.78 অথবা 202.138.232.114 এন্ড পোর্টএ 8080 বসান এবং ওকে ক্লিক করে সেভ করুন ।


তারপর আবার ফেসবুকের account setting page এ যান । এখানে ১ম ঘর টাতে আপনি যে সিংগেল নামে নাম চেঞ্জ করতে চান তা দেন এবং বাকি ২ টা ঘর খালি রাখুন । এরপর অল্টার নাম দিলে দিতে পারেন না দিলে নাই । তারপর পাসওয়ার্ড ঘরে পাসওয়ার্ড দিয়ে simpan parubahan বাটনে ক্লিক করে সেভ করেন ।
তারপর আগের মত ল্যংগুয়েজ টা ইংলিশ করে দিন।
এবার দেখুন আপনার নামটা সিঙ্গেল হয়ে গেছে ।
মুলত এখানে মুল কাজটা হচ্ছে ল্যাংগুয়েজ এবং প্রক্সিটা চেঞ্জ করে নাম টা চেঞ্জ করে নেওয়া।
কোন সমস্যা হলে কমেন্ট করবেন ।

Level 0

আমি t.i.alamin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

চেষ্টায় আছি


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ

Level 0

► ভালো লাগচে… !!
•ফেসবুকে আমি আমার নামের শেষের ডিজিট করবো কিভাবে অর্থাৎ (halim rox) থেকে halimroX / halim roX করতে চাই !! অনেক ট্রাই করেছি কিন্তু হচ্চে না।
• কারো কোন অপশন জানা থাকলে বলবেন… !! 🙂
=================================================================
[email protected]

Level 0

► ভালো লাগচে… !!
•ফেসবুকে আমি আমার ইউজার-নামের শেষের ডিজিট smal থেকে Capital করবো কিভাবে অর্থাৎ (halim rox) থেকে halimroX / halim roX করতে চাই !! অনেক ট্রাই করেছি কিন্তু হচ্চে না।
• কারো কোন অপশন জানা থাকলে বলবেন… !! 🙂
=================================================================
[email protected]

Level 0

Belakang:___________Anda harus memberikan nama belakang. খালি ঘড়ও পুরন করতে বলছে

আমি এই পদ্ধতিতে করতে গিয়ে একবার ধরা খাইছি। আমার আইডি ফেবু মালিক ব্যান করে দিছে। আর না। প্রমান হসেবে আপনার আইডির লিংক দেন আগে।

Level 0

@এফ রহমান ব্রো http://www.faecbook.com/t.i.alamin

or t.i.alamin < lekhe search den…..

হয়নাই.
Anda harus memberikan nama belakang.

Level 0

Thanks. I’ve done.