আসসালামু আলাইকুম। প্রথমেই বলে রাখি এটা শুধু Google Chrome Browser ব্যাবহারকারীদের জন্য। এই টিউনে আমি আপনাদের সাথে Google Chrome এর একটি মজার Extension শেয়ার করব। এর মাধ্যমে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট এর নানা কালার করতে পারবেন। ফেসবুকের এক নীল রং আর কত? এই এক Extension এর মাধ্যমে আপনি নানা রকম কালার করতে পারবেন। Extension পেতে প্রথমে যান এখানেঃ https://chrome.google.com/webstore/detail/my-facebook-colors/moeajaekjdlphfakimpkagaabjoaohpc?hl=en-US
সাধারণ নিয়মে এটি Google Chrome-এ Add করুন।
তারপর https://www.facebook.com/-এ যান। দেখুন এটি উপরে Bookmark-এর পাশে শো করছে। এতে ক্লিক করুন।
তারপর এই ডায়ালগ বক্সটি আসবে। এ থেকে আপনি আপনার ইচ্ছা মত কালার সিলেক্ট করে নিন। আগের মত ফিরিয়ে আনতে Reset to default-এ ক্লিক করুন। আমি আমার ইচ্ছামত একটা কালার সিলেক্ট করলাম।
ব্যাস হয়ে গেল।
সম্পূর্ণ পোস্টটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভাল থাকুন।
ফেসবুকে আমিঃ http://www.facebook.com/mahadi.alhassan.56
আমার পেজঃ http://www.facebook.com/amazignature?hl
আমি মেহেদি হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 276 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।