ফেসবুক টুইটার ব্লক করে দেয়া হল ।

ইউটিউবের পর এবার বাংলাদেশ থেকে ফেসবুক টুইটার দুটোই ব্লক করে দেয়া হল । মোবাইল থেকে একসেস করা গেলেও পিসি থেকে যাচ্ছে না । ভিপিএন দিয়ে আইপি চেঞ্জ করে ঢুকলাম ।

Facebook blocked

কিছুক্ষনের মধ্যেই ফেসবুক,মোবাইল নেটওয়ার্ক,ডিস সংযোগ সবকিছু বন্ধ করে দেয়া হবে !!

এই মাত্র খবর পেলাম ঢাকায় সিদ্ধেশ্বরী ও বাড্ডা এলাকায় ফেসবুক সার্ভার ডাউন।
পুনশ্চঃ কদিন ধরেই ফেসবুক বন্ধ হয়ে যাবার একটা আশঙ্কা কাজ করছে অস্থির মনে। এখন যে খবর পেলাম তা সত্য ।

Level 2

আমি নাহিদ হোসেন। Graphics Designer, Rajshahi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 266 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

A stupid learner


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

সব বন্ধ করে দিলে চলব কিভাবে………

    Level 2

    @Shawon: যেভাবে চলছে এখন ! 🙁

    Level 2

    ভয়ে আছি কখন না আবার বিদ্যুত্‍ সংযোগ বন্ধ করে দেয় । free অক্সিজেন নিচ্ছি বলে বাতাসে অক্সিজেন ঘাটতি তৈরির চেষ্টা করে দেখা যেতে পারে । ডিজিটাল+ হয়ে যাবে সরকার ।

facebook off……:(

    Level 2

    না সিহান ভাই। বাংলাদেশ এখনও সেই ডিজিটাল হতে পারেনি। ওটা তো জাকারবারগ এর হাতে। :p

মোবাইল নেটওয়ার্ক , ডিস এগুলোর সংবাদ কোথায় পেলেন ?

Level 2

সরকার কী ফেসবুক বন্ধ করে দেশটাকে আরো একধাপ সামনে এগিয়ে ডিজিটাল করল ।

Level 0

vai kivabe dhuksen aktu clear kre janaben…..

    Level 2

    হা, nibir3288 ভাই। VPN proxy’r যে কন সফট ইউজ করেন।

হুম। অ্যাকসেস করা যাচ্ছে না। ডিস সংযোগও বন্ধ। মতিঝিল।

    Level 2

    আমরা আবারো আদিম অনুভুতি পেতে চলেছি পাঠক

ভাই অনেক চেষ্টা করছি ডোকার জন্য কিন্তু পারিনি ! রহস্যটা তাহলে এইটা???
যাই হোক ভাই কিভাবে ফেইসবুক বন্ধ থাকা অবস্থায় চালানো যাবে সেটা নিয়ে টিউন করলে উপকৃত হতাম!
ফেসবুক ছাড়া সময় যে যায় না ভাই

    Level 2

    tzonet: প্রক্সি আইপি ইউজ করেন । প্রক্সির
    ট্রিক্স টি টি তেই পাবেন ।

Level 0

ফেসবুক অফ হয় নাই সব জায়গায়। কিউবি আর বাংলা লায়নে দিয়ে প্রবেশ করা যাচ্ছে না। থ্রিজিসহ অন্যান্য ইন্টারনেট ব্যবহারকারী প্রবেশ করতে পারছে।

Log in korar others kono way asey ki ? thakle janaben please.

    Level 2

    প্রক্সি আইপি ইউজ করেন পোলা । প্রক্সির ট্রিক্স টি টি তেই পাবেন ।

ভাই আমি ফেসবুক ইউস করতে পারছি!
আপনারা যদি কেউ Nimbuzz বা Facebook chat এ ফেসবুক অ্যাকাউন্ট এড করে থাকেন তাহলে ফেসবুক ব্যাবহার করতে পারবেন!
আমি Nimbuzz দিয়ে ফেসবুক Chat করছি

    Level 2

    শুধু চ্যাট ! তাও আবার ফোনে । মোন মানে না ।tzonet.blogspot.com

Level 0

ভূয়া কথা

খবর খানি শুনার পর মনের মধ্য অনেক ব্যাথা পাইলাম। মিডিয়া বণ্ধ করা মানে তো চুরি বাটপারি বেশী করে করা ….. যেন কেউ না জানতে পারে। দেশে কি হইতেছে। যাক বাবা আমার তো দেশের কেন রাজনৈতিক কথা বলার দরকার না। আসলে কি জানেন যদি মনে করেন মঙ্গল গ্রহ হতে পাথর খন্ঘ বাংলাদেশ বরারব আসতে ছে। তখন তো সবার আগে আমি ফেসবুকে জানতে পারতাম। অথবা মিডিয়া দিয়া জানতে পারতাম।
তখন হয়তো বা বাচার জন্য ইন্ডিয়া অথবা নেপাল গিয়া সাতার দিয়া উঠতাম। আর দেখতাম বাংলার উপর কত বড় একখানা পাথর । সবার উপরে কথা আমি তো বাচতে পারতাম। বৈা কাছে ভাত খাইতে যাই। টা টা

খবর সত্য, আমি বাংলালায়ন দিয়ে ফেসবূকে লগ ইন করতে পারছি না।

ফেইসবুকে মোবাইল থেকে ঢুকতে পারছি কম্পিউটার থেকে ঢুকতে পারছি না।
ফেইসবুক বন্ধ করে দেওয়া হল না কি?

Level 2

@মুফতি ভূইয়া: প্রক্সি আইপি ইউজ করেন । প্রক্সির
ট্রিক্স টি টি তেই পাবেন ।

খবর সত্য। আজকে একটা স্টাটাস দিবো ভাবছিলাম। কিন্তু সার্ভার ব্লক। খুব কস্ট পেলাম।

    Level 2

    আহারে গরম গরম কমেন্ট পাওয়া হলো না আপনার ।নিরব থাকেন । পরে সুযোগ পাইলে মাইরা দিয়েন একখান স্ট্যাটাস । কমেন্ট কইরা দিব 1

Level 0

জুম এবং বাংলালায়ন দুইটার একটা দিয়া ও পারছি না! ফেসবুক এ ডুকার চেষ্টা করে না পেরে একটা সন্দেহ ডুকে মনে। তাই, টিটি তে আসলাম, দেখতে অন্য সবার কি অবস্থা!

অবস্থা বড়ই শোচনীয় এবং বলা চলে ভয়ংকর!

    Level 2

    রিভার্স চলছি Sun- Moon ভাই । বিদ্যুত্‍ সংযোগ টা যে খোলা রাখছে এটাই বা কম কি ।

Level 0

Oooi……mia ato vab nen kn…..?soja vabe bolle-e paren………

    Level 2

    আমি মোবাইলে আছি তাই সাপোর্ট দিতে পারছি না । দুঃখিত হামিম ভাই । নিচে কমেন্ট বক্সে সাইকেল এর পাইলট ভাই একটা লিংক দিয়েছে । আর পোষ্ট এর নিচে অর্থাত কমেন্টমেন্ট এর নিচে রিলেটেড পোষ্টগুলা চেকে করেন । বেশ কয়েকটা ডিটেইল পোষ্ট হয়েছে এ ব্যাপারে ।

mobile diye ekhono access kora jacche.

Level 0

1 hour dore computer a facebook calate par c na… 🙁
but dish line asy…
assa mobile diye ki face-book calano jabe ?

    Level 2

    কম্পিউটার এই চালান জহির ভাইয়া । শুধু প্রক্সি ইউজ করা লাগবে এই যা ।

সরকার কাজ টা ভাল করেনি বুঝা যায় । আমার এখানে কারেন্ট নাই ডিশ চ্যানেল ও বন্ধ ছিল ।

রাজনৈতিক সংঘাত এর ভোগ এখন সাধারন জনগন । আল্লাহ কেন এদেশে জন্মাইলাম !!!

প্রক্সির সফটওয়্যার থাকতে এত কিছুর চিন্তা মাথায় নেওয়ার দরকার কি!!!
যদিও আমি,প্রক্সি ছাড়াই ফেবু আর টুইটার ব্রাউজ করতে পারছি
প্রক্সির সফটওয়্যার কারো লাগলে নিয়ে নিতে পারেন।

http://www.tinyurl.com/c94z594/

    Level 2

    ধন্যবাদ পাইলট । মোবাইলে আছি । তাই কোন হেল্প করতে পারছিলাম না । সবার সাহায্য হবে একটু ।

Level 2

আমার মনে হয় সরকার জনগনকে বৃদ্ধাঙ্গুল দেখায়ে দিল ।সাকিব ভাই । ব্লগার রা যতই ওড়াউড়ি করুক নাটাই কিন্তু ডিজিটাল সরকার এর হাতে ।

fb te in hoche na.Ray hoer por theke kotogulo chennel stop..Ngonj

    Level 2

    ক্ষমতা যদি নাই দেখাবে তাহলে তা আর রেখে লাভ কি Asif Imteaz ? রায় শুনছেন এখন ঘুমান । কিচ্ছু বলা যাবে না । এটা গনতান্ত্রিক বাংলাদেশ ।

আমিও আমার কিউবি দিয়ে ঢুকতে পারছি না। সরকার এগুলো কি করছে? 🙁

    Level 2

    ডিজিটাল সরকার তার পাওয়ার দেখাচ্ছে প্রীতম । যতই লম্ফ ঝম্ফ করেন লাটাই কিন্তু ডিজিটাল সরকার এর হাতে । এইটাই সারমর্ম ।

Level 0

এইসব ফালতু কথা বলে অন্যদের বিভ্রান্ত করবেন না। এইমাত্র ফেবুতে লগ্ ইন করলাম আর টুঁইটারও দেখা যাচ্ছে। আর BTRC সাইতে ভিসিট করে তেমন কোন তথ্য পেলাম না। সরকার কোন সাইট বন্ধ করবে আর তার কোন প্রেস রিলিস দিবে না সেটাতো হবার নয়।

আপনি আপনার লকাল আই এস পি কে আচ্ছা মত ধোলাই দেন। একটা রাম ধলাই পাইলে তারা ঠিক হয়ে যাবে। এইসব আবাল কুবাল মার্কা আইএস পি থেকে আপনারা কেন যে লাইন নেন বুঝি না।

আর দ্বিতীয় টিউন করার আগে ঠিকমত অনুসন্ধান করে তারপর করবেন। মিত্থা তথ্য দিয়ে মানুষ কে বিভ্রান্ত করবেন না।

    @newboy:
    ভাই আপনি কি সরকারি লোক? কে আপনি? আপনার পরিচয় কি?
    না বুঝে কথা বলেন কেন? এখান এর সব মানুষ বলতেসে ফেসবুক এ লগিন করতে পারতেসে না। আর আপনি বলতেসেন ফালতু কথা।
    এতগুলা লোক কি মিথ্যা কথা বলতেসে?!

আমি মোবাইল থেকে ফেসবুক ব্যবহার করতে পারতেছি ।তবে আজকে সকালে কম্পিউটারে ব্যবহার করতে পেরেছিলাম ।

কয় দিনের জন্য?কিছু জানেন? :->

    Level 2

    না Iron maiden । এই বিষয়ে BTRC এখন পর্যন্ত কোন প্রেস রিলিজ দেয় নি ।

যারা ফেসবুক টুইটার ব্যবহার করতে পারছেন না তারা এটা ডাউনলোড করে নিন। মাত্র ২এমবি 🙂

ওহহহ লিঙ্ক দিতেই ভুলে গেছি http://www.hide-my-ip.com/hidemyip.exe

    Level 2

    ধন্যবাদ @মেহেদী । মোবাইলে আছি । তাই কোন হেল্প করতে পারছিলাম না । সবার সাহায্য হবে একটু ।

Ami bhai computer diye e use korteche………………….zoom

Level 0

এইসব ফালতু কথা না বলে আগে আপনার আইএস পি কে আচ্ছা মত ধোলাই দেন। আর অপেক্ষা করেন। ৩ ঘণ্টা পরে আবার ট্রাই করেন। আর BTRC এর অফিসিয়াল সাইট তা দেখে নিবেন অবশ্যই।

দেশে ভালো ভালো আইএস পি থাকতে পাবলিক যে কেন আলতু ফালতু আইএস পি থেকে লাইন নেয় তা বুঝি না।

    Level 2

    এ তো দেখা হাতে হ্যারিকেন লইয়া ঘুরতেছেন মিয়াভাই :O । চারপাশের খোঁজ খবর রাখেন কিছু নাকি নাকে তেল দিয়া ঘুমাইছিলেন । ভেজাল তেল এ তো ঘুম এ আসার কথা না । বালক শিশু এবার একটু কোল থেকে নামেন । না হলে উপরের কমেন্ট তো পড়তে পারবেন নাকি ? 😛

use “ultrasurf”

@ nahid vai 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀

Level 0

কুতার পুরি হাসিনা তরে আমি কাছে পাইলে কিভাবে বন্ধ করেন ফেইসবুক শিকালাম ওনে

সব বন্ধ………………………..।

ডিজিটাল সরকার ডিজিটাল নিয়ম……………

Level 0

সবার কমেন্ট গুলো পড়ে, ভাবলাম আমিই ভাল আছি। কারণ আমার ফেইসবুকে লগিন করা ছিল। সবগুলো কমেন্ট পড়ে শেষ করে গেলাম ফেইসবুকে । গিয়ে যে পেইজটা লগিন করা ছিল, সেটাতে একটা রিলোড দিলাম। কাজ আর হইল না। আবার রিলোড দিলাম। শেষ পর্যন্ত অনুভব করলাম, আমিও দেখা যায় আপনাদের কাতারে আছি। তবে ডিশ লাইন ঠিকই আছে। মাঝখানে একবার কারেন্ট গিয়ে ছিল দশ মিনিটের জন্য। এখন ডিশলাইন ঠিকমতই চলছে । কিন্তু আমার ফেইসবুক তো আর চলে না।

@asif alam vai চিন্তা করেন কেন। http://www.hide-my-ip.com/hidemyip.exe এটা নিয়ে নিন।

Level 0

ভাই সব, আমি মাত্র টেকটিউন্সে পোস্ট করা এই টিউনটি পড়ে অনুসরন করে ফেইসবুকে লগিন করতে সফল হয়েছি। টাই করে দেখতে পারেন। https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/35175

আমিও qubee দিয়ে ঢুকতে পারতেছিনা না 🙁

Level 2

যেই পরিমাণ ব্লক আসতেছে শেষে চায়নার মতো গ্রেট ফায়ারওয়াল বসায় নাকি আল্লাহ ভাল জানেন।

Level 0

http://flyproxy.com এই সাইটে গিয়েও ফেইসবুকে ঢুকা যায় ।

আমার এখানেও ফেবুতে প্রব্লেম ছিল। তারপর উইন্ডস দেই। এখন চলসে।

Digi nai ase tal tal = digital

colse toba onek slow 🙁

Level 0

ami to fb and twitter use korchi kono samossa chara.

vai ami toh facebook use korchi…..kono prbz nai…!!!

Level 0

open

আমি তো ঠিকই ফেসবুক টুইটার ব্যাবহার করছি। কোন সমস্যা নাই।