ফেসবুক,দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় সোসাল নেটওয়ার্ক । ফেসবুক হ্যাকিং থামাতে গুগোলের মত করে ফেসবুক ও চালু করে একটা মোবাইল মেসেজিং সিকিঊরিটি সিস্টেম "Login approval"
log in করলেই আগে মোবাইলে একটা কোড যায়,যা ছাড়া একাউন্টে প্রবেশ করা যায় না ।
আমরা অনেকেই সাইবার ক্যাফে বা অন্য কোথাও ফেসবুক ইউজ করি নানা কারনে । হ্যাকারদের কবল থেকে বাচতে ''Login approval" এর চেয়ে ভাল উপায় আর হয়না । তাই অনেকেই আমার মত চালু করেন Login approval
কিন্তু,সেই কোড আজকাল আস্তে প্রায়ই সবারই মাঝে মাঝেই ৫-৬ঘন্টা দেড়ি হয় ।আমার অ তাই হত,পড়তে হত মহা যন্ত্রনায় ।
এটুকুও ঠিক ছিল । কিন্তু সবচেয়ে বড় অসান্তিতে পড়লাম যখন ১১-০১-২০১৩ তারিখের পর আমার কোড আসা বন্ধ হয়ে গেল । অনেক দিন না আসায় ভাবলাম হয়তবা আমার সিম এর সমস্যা । কল দিলাম ১২১ এ যেহেতু আমার জিপি সিম । তারা বলল ফেসবুক এর বেপারে কোন সাহায্য করতেই পারবে না,সরি ।
অনেক ব্লগ থেকে জানতে পাড়লাম এই সমস্যা এখন প্রায় সবারই যারা যারা Login approval" চালু করেছেন । কোড আসে না !!!!
টেকটিউনস এর অনেক পোষ্টে কমেন্ট করেও কোন সারা পাইনি আমি ও আমার মত অনেকে জাদের কোড আসে না ।
ফেসবুক আইডী হ্যাক হলে তাও কিছু একটা করে (ইমেইল,সিকিউরিটি কোসচেন এর এন্সার দিয়ে ইত্যাদি) আইডি ঠিক করা যায়,কিন্তু এটা?কোড ছাড়া তো ঢোকাই যায় না!!!!
তাহলে এটা কি হ্যাক এর থেকেও বড় সমস্যা নয়???????
আরো একটা অপসন থাকে তা হল ফোন কল সিস্তেম,ফোন করে আপনাকে কোড বলে দিবে,অথচ কোন ফোন ও আসে না ।
আরো একটা অপসন আছে,
ট্রাই এনাদার অপশন এ ক্লিক করলে আসে।
Contact us এ ক্লিক করলে একটা ফরম দেইবে ।
ফরম থাকে এই রকম থাকে,
ফরম পূরন করে সেন্ড এ ক্লিক করলে আসে,
তাহলে উপাই কি????আইডি কি ফিরে পাওয়ার আর কোন উপায় নাই???
ফেসবুকের এই কাজের জন্য তিব্র নিন্দা জানাই,সেই সাথে টেকটিউনস এর গন্য মান্য জ্ঞাণি & hacker ভাইদের সাহায্য কামনা করছি ।
কেঊ কি নাই যে আমাদের এই সমস্যা সমাধানের কিছু একটা উপায় বের করতে পারেন????
দয়া করে সাহায্য করুন ।
আমি Cyber Bhoot। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই, আমার ও একই Problem ছিল, কিন্তু আমি আগে থেকে রবি সিম ও Approve করে রেখেছিলাম, তাই এবারের মত বেচে গেছি। আপনার কি একাধিক সিম Approve করা আছে? রবি থেকে FB লিখে ৩২৬৬৫ এ SMS করতে হয়।যদি করা না থাকে তাহলে আর উপায় আছে কিনা আমার জানা নাই। GP সিম ফালতু।