৫ বারের বেশী নাকি নাম চেঞ্জ করা যায় না !!!এটাই নাকি ফেসবুকের কানুন!!! কি আজব!!!
অনেক চেস্টা করেও লাভ হয় না !!!! ফেসবুক কিছুতেই নাম চেঞ্জ করতে দেয় না !!! তাই পুরাতন নাম গুলাই দিয়ে বসে থাকতে হয় মাথায় হাত দিয়ে!!!
.
.
.
.
.
....
......
....তাই বলে কি রইব থেমে ???
limit over!!!তাই বলেname change হবে না,সেটা হবেনা ।:p তাই লিমিট ওভার হইয় হোক!!!
চলেন যতবার খুশি ততবার নাম চেঞ্জ করি !!! 😀
অসম্বভব বইলা কোন কথা নাই...Mind it!!!!!
অনলাইনে,ব্লগে,Google এ অনেক খুঁজাখুঁজি করেও আমার ফেসবুক নাম Change করার কনো কার্যকর পদ্ধতি পাইনি। যা পাইসি সব ভুয়া,কাম করে না,মিসাই একটা। 🙁
শেষমেশ নিজেই চিন্তা করে এই টেকনিক পেয়ে গেলাম । (y) আশা করি অনেকের কাজে লাগবে।।বিশেষ করে যারা আমার মত নিত্য নতুন স্টাইলিষ্ট নাম বের করে টাইমলাইনে দিতে চান।।
.
.
.
.
.
.
....চলেন কাজ শুরু করি,
১.প্রথমে লগ আঊট করেন ।
তারপর ফেসবুক হেল্প সেন্টারের এই পেজে এ যান । http://www.facebook.com/help/contact.php?show_form=name_change_v2
২.এবার স্টেপ বাই স্টেপ ফলো করুন ।
(it will be like this)
Last name
৩. login করার পর name change form আসবে উপরের মত। এখানে আপনার পছন্দ অনুযায়ী নতুন নাম লিখুন। এরপর reason for change বক্সে আপনার নাম পরিবর্তন করার কারন ইংরেজিতে লিখুন।
৪। আইডি card এর copy চাইবে ।
৫।যদি থেকে থাকে তাহলে সেটা স্কানার দিয়ে স্কান করে পিডিএফ ফরম্যাটে আপলোড করে দিন। যদি না থাকে তাহলে , আমি তো আছি ই ।
নিচে একটা আইডি card এর copy দিলাম,
আপ্নারা ডাউনলোড করে ফটোশপ দিয়ে এডিট করে নিজের নাম,ছবি,জন্ম তারিখ বসিয়ে নিজের আইডি card এর copy বানিয়ে নিন ।
এবার এটা Upload করে দিন ।
তারপর Send এ ক্লিক করেন ।
৬।কাম খতম ।
তবে খতম করার আগে,একটা কথা ব্লে যেতে চাই; reason for change অংশে এমন কিছু লিখুন যাতে ফেসবুক টিম বুঝতে পারে যে আপনার নাম টা পরিবর্তন করা জরুরি। hsc/ssc result sheet এ যে নাম দেওয়া সে নাম ব্যাবহার করলে ভাল হয়। আর সেটা না চাইলে ফটোশপ দিয়ে শিট এ সেই নাম দিন যা ফেসবুকে দিবেন । ইংরেজিতে উল্লেখ করুন যে আপনার ফামিলি, ফ্রেন্ডস সবাই আপনাকে আপনার পরিবর্তিত নামে চিনে।
আর হ্যা,এটা আমার প্রথম টীউন ।এই টেকটিউন্স এ ।তাই ভুল ভ্রান্তি হলে ক্ষমা করিবেন ।
এটা প্রথম এখানে প্রকাশিত হয়ঃ http://www.facebook.com/FACEBBOOKK.TIPS.TRICKS
আজকের মত টাটা ।
আর দুই মাস পর আমার hsc exam দুয়া করবেন যাতে ভাল রেজাল্ট করতে পারি ।
ভাল থাকবেন সবাই । টাটা বাই বাই ।
🙂
আমি Cyber Bhoot। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই দুবাই থাকি আইডি কথাই পাবো। আইডি ছাড়া হবে না?