আমার ধারণা এই ব্লগটা যারা পড়বে তাদের অনেকেরই বিদ্যুৎ আছে আবার নাই (গ্রামের বাড়িতে), বিদ্যুৎ থাকলেও আমাদের বড় একটা সময় বিদ্যুৎহীন কাটাতে হয় এ দেশে । কিছু করার নাই, এটাই আমাদের নিয়তি । লোডশেডিংয়ের সময় মোমবাতি জ্বালিয়ে বা মোবাইলের আলো দিয়ে পড়াশোনা করেন না এমন লোকের সংখ্যা অনেক কম । লোডশেডিংয়ের সময় জ্বালানোর জন্য বিভিন্ন ধরনের বাতি বাংলাদেশে পাওয়া যায় তবে কোনটাই টেকসই নয় । এগুলোর ব্যাকআপ পাওয়ারও খুবই কম । আমি আপনাদের সাথে আজ Glorious Green LED Solar নিয়ে বিস্তারিত তথ্য শেয়ার করতে চাই । তবে সবকিছুর আগে আপনাদের আমার জানাতে হবে Glorious Green LED Solar আসলে কি?
Glorious Green LED Solar এমন একটা ইলেকট্রিক ডিভাইস যা লেড আলোর মাধ্যমে আপনায় ৬-৮ ঘন্টা ব্যাকআপ দিবে (প্রতি ফুল চার্জে) আর এর মাধ্যমে আপনি লোডশেডিংয়ের সময় বা অন্য যে কোন সময় মোবাইল চার্জ করতে পারবেন । চার্জের জন্য সূর্যের আলো বা সাধারণ বিদ্যুৎ দুইটায় আপনি ব্যবহার করতে পারবেন ।
০১. এর লাইফটাইম আলো দেয়ার ক্ষমতা ১০০০,০০০ ঘন্টা!!
০২. এই ডিভাইস সূর্যের সাহায্যে চার্জ করা যায়
০৩. চার্জের জন্য আপনি বিদ্যুৎ বা সূর্যরশ্নি যে কোনটা ব্যবহার করতে পারবেন
০৪. মোবাইল ফোনে চার্জ দিতে পারবেন (অনেক ভাল সুবিধা)
০৫. প্রতি full charge এ আপনি ৬-৮ঘন্টা লেড আলোর বাতির সুবিধা পাবেন
০৬. পরিবেশ বান্ধব ডিভাইস
০৭. আলোর মাত্রা নিয়ন্ত্রনের “সুইস” আছে
০৮. রিচার্জেবল ব্যাটারি সংযুক্ত করা আছে
০৯. আপনি বাংলাদেশে এই ডিভাইসটি পাবেন এখানে ।
৬-৮ ঘন্টা দীর্ঘ সময় আপনি আলো পাবেন Glorious Green LED Solar থেকে । এটা নিসন্দেহে আপনাকে সব ধরনের লোডশেডিং থেকে রক্ষা করবে, এমনকি যাদের বিদ্যুৎ নাই তারা ও এটা দিয়ে প্রতিরাতের কাজ সামলাতে পারবেন । আর মোবাইলে চার্জ সুবিধা অনেকের যন্ত্রনার অবসান ঘটাবে বলে আমার বিশ্বাস । আপনার এই ডিভাইসটি কিনতে পারবেন এখান থেকে ।
আমি প্রফেশনাল AC1। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Well. This is very helpful post. I was thinking to have one for me but already purchased an IPS so no need now.