মোবাইল, কম্পিউটার বাদ দিয়ে আজ অন্য একটা বিষয় নিয়ে লিখতে বসেছি । এটা ইন্টারেস্টিং, এবং যারা detective বিষয়ে আগ্রহ আছে তাদের জন্য অনেক ভাল একটা বিষয় । আপনি কথা বলছেন, আপনার পাশে অন্য একজন কলম হাতে বসে আছে । এরপর একদিন দেখলেন আপনার কথাগুলো কম্পিউটারে চলছে!!বুদ্ধিমান ভিজিটররা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আমি “PEN SHAPE Camcorder” এর কথা বলছি । আজ এটা নিয়েই যতোটা পারি বলার চেষ্টা করবো ।
একটা PEN SHAPE Camcorder মূলত তিনটা বিভাগে বিভক্ত থাকে, ১.ব্যাটারি, ২.ভিডিও ৩.অডিও । আপনি শুধূ কলমে (আসলে ক্যামরো) একটা সুইচ দিবেন এটা যদি হলুদ সিগন্যাল দেয় তবে বুঝবেন রেকর্ডিং শুরু হয়ে গেছে, আবার চাপ দিলে নীল আলো জ্বলবে আপনি তখন বুঝতে পারবেন ক্যামেরা standby mode এ আছে (কিছু ক্যামেরায় আলোর বিষয়টা আলাদা আছে) । যে কোন জায়গায় আপনি এ ক্যামেরাটা ব্যবহার করতে পারবেন । বিশেষ করে এমন সব place-এ যেখানে আপনাকে কখনোই ক্যামেরা ব্যবহার করতে দিবেন না । অনেকেই হয়তো ভাবছেন ভিডিও বা শব্দের মান ভাল হবে তো ? এই প্রশ্নের উত্তর আমি নিচে দেয়ার চেষ্টা করবো ।
মূলত লিথিয়াম আয়ন ব্যাটারি দ্বারা PEN SHAPE Camcorder গুলো চলে । কতক্ষন চলবে এটা নির্ভর করবে আপনার ক্যামেরার কোয়ালিটির উপর । তবে সাধারণ ক্যামেরাও ২/৩ ঘন্টা সময় আপনাকে ব্যাকআপ দিবে । ইন্টার্নলি বিভিন্ন সাইজের মেমোরি দেয়া থাকে । নিচে আমি আপনাদের একটা PEN SHAPE Camcorder এর ফিচার দিচ্ছি এটাতে ১৬ গিগাবাইট মেমোরি আছে । এটা আসলে খুব কম না আপনি দীর্ঘ সময় এ মেমোরি দিয়ে রেকর্ড করতে পারবেন । ভিডিও কোয়ালিটি একটা ভালমানের ক্যামেরার ৬৪০*৪৮০ পিক্সেলের হয়ে থাকে, তবে আপনি যদি আরও ভাল ক্যামেরা কিনতে চান তবে এক্ষেত্রে resolution আরও বেশী পাবেন এটাই স্বাভাবিক । মোটামুটি সব PEN SHAPE Camcorder এর আউটপুট ফরম্যাট avi. জায়গা কম লাগে আর এ ফরম্যাটে ফুটেজটাও অনেক ভাল আসে (যদিও এটা আপনার ক্যামেরার মানের উপর বেশী নির্ভর করে) । ভিডিও রেকর্ডিং এর গতি 15fps – 30fps পর্যন্ত হয়ে থাকে । তবে 25fps রেকর্ডিং এর PEN SHAPE Camcorder ই বাজারে ভালো চলে আর এগুলো সার্ভিসও ভালো দেয় ।
অডিও এর বিষয়ে কিছু কথা বলি, আপনি প্রত্যাশার থেকে অনেক ভাল সাউন্ড কোয়ালিটি পাবেন । প্রায় ২০ মিটার দূরের শব্দও এটা ভালমতে ধারণ করতে পারে । তবে এটা বলে রাখা ভাল আপনি কখনোই HD Brand এর ক্যামেরার মতো সাউন্ড কোয়ালিটি পাবেন না আর এটা আশা করাও ঠিক না ।
আমি নিচে একটা PEN SHAPE Camcorder এর ফিচার দিচ্ছি, আপনার ইচ্ছা করলে দেশেই এটা কিনতে পারবেন. দাম কিন্তু বেশী না বরং অনেক কম
Sensor | CMOS 3M Pixel |
Sensitivity | 3 lux |
Lens Type | Pinhole |
Focal Length | 5.5 mm |
Max Video Rec Quality | 640 x 480 পিক্সেল |
Max Video Rec Speed | 25 f/s |
Memory Type & Size | Flash, 16GB (Internal) |
Memory Usage | 1.5 GB per hour |
Video Format | AVI |
Compatibility | PC (Windows XP/Vista/7) |
Batt Type and Life | Lithium Ion and 2 ঘন্টা |
Special সুবিধা | স্টিল ক্যাপচার সম্ভব |
Price in Bangladesh | Clcik here for Update Price |
Warrenty | N/A |
বাংলাদেশে এই ল্যাপটপের দাম | এখানে ক্লিক করে জেনে নিন বাংলাদেশে বর্তমান বাজার দর |
আমি প্রফেশনাল AC1। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই অনেক সুন্দর লিখেছেন । আমি একটা কিনবো PEN SHAPE Camcorder ।
ভাই মোট কত যাবে কিনতে?