তৈরী করে নিন আপনার ফোন ইন্ডিকেটর

এই সার্কিট টি মুলত তাদের জন্য যারা টিএনটি ফোনের মাধ্যমে কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করে। অনেক সময় দেখা যায় কম্পিউটারে ইন্টারনেট কানেক্ট করেন আর সেই সময় অন্য ঘর থেকে আরেক জন ফোনের রিসিভার তুলত । এ অবস্থায় লাইন টি ডিসকানেক্ট হয়ে যেতো। এতে সমস্যা হতো যে অর্ধেক ডাউন লোড করা কোন তথ্য কিংবা প্রোগ্রাম পূরোটাই মুছে যেত। এটা নিঃসন্দেহে যেকারও জন্য বিরক্তি কর। এই সমস্যার সমাধান দিতে এ সার্কিট ডায়াগ্রাম। এটা তৈরী করতে খুব বেশি খরজ বা সময় লাগবে না। এই সার্কিটতে কেবল দুটি ট্রানজিস্টার ব্যবহার করা হয়েছে।

যেভাবে সার্কিট টি কাজ করে:

যখন ফোন টি ব্যবহার হতে থাকবে তখন লাল এলইডি টি জল্বে এবং যখন ফোন ব্যবহার হবে না তখন সবুজ এলইডি টি জল্বে। আপনি যখন কোথাও ডায়াল করবেন কিংবা অন্য জায়গা থেকে আপনার কাছে রিং আসবে , তখন দুটি এলইডি জলা নেভা করবে। সার্কিট টা চালাতে আলাদা কোন পাওয়ার সাপ্লাইরে দরকার হবে না। , এটি ফোন লাইন থেকে প্রয়োজনীয় কারেন্ট নিয়ে নেয়।

সাবধানতা :

মনে রাখবেন যখন ফোনের সাথে সার্কিট টি সংযুক্ত করবেন , তখন দেখে নিবেন ওই সময় আপনার কোন কল আসবে কিনা , কারন টেলিফনের রিং ভোল্টেজ সাধারনত ৯০ থেকে ১৪০ ভোল্ট হয়ে থাকে এতে সক করার সম্ভাবনা থাকে ।

তৈরী করতে যা যা লাগবে :

  • রেজিস্টার : (R1 - 3.3K ,  R2 - 33k , R3 - 56K , R4 - 22K , R5 - 4.2K)
  • ট্রানজিস্টার : দুটি মান- 2n3392 ( NPN )
  • BR : 1.5 amp 250 piv Brige Rcetifier
  • তার , ফোন করড

সার্কিট ডায়াগ্রাম :

Phone Indicator

Level 0

আমি ফাহিম রেজা বাঁধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 1427 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Domain, Hosting, WebDesign, Logo Design, SEO: http://w3solutionsbd.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks bro..

এই প্রজেক্টার বিস্তারিত এই খানে পাবেন । http://eee-lab.com/radio/telephone-releted/77-phone-line-indicator-2

কাজে লাগবে