সবার জন্য ডিজিটাল ইলেকট্রনিক্স, একটি ডিজিটাল পৃথিবীর সন্ধানে (পর্ব:১) এর মাধ্যমে আমরা ডিজিটাল কাউন্টার সম্পর্কে একটি সাধারণ ধারনা অর্জন করেছি। আমরা বিষয়টির আরও একটু গভীরে প্রবেশ করতে যাচ্ছি। আশাকরি সবাই আমাকে সাহায্য করবেন একটি ডিজিটাল পৃথিবীর সন্ধানে পথ চলতে।
ডিজিটাল কাউন্টারের জন্য ক্লক পালস একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আগেই জেনেছি যে 7490 তে ক্লক পালস গ্রহনের জন্য ১৪ নং এবং ১ নং পিন ব্যবহৃত হয় এবং এর অভ্যন্তরে একটি Mode-2 ও Mode-5 কাউন্টার রয়েছে। 7490 তে Mode-2 কাউন্টারটির জন্য QA আউটপুটটি আর Mode-5 কাউন্টারটির জন্য QB,QC এবং QD আউটপুট তিনটি ব্যবহৃত হয়। আমরা যদি শুধুমাত্র ১৪ নং পিনে ক্লক পালস প্রদান করি তাহলে শুধুমাত্র Mode-2 কাউন্টারটি কাজ করবে এবং প্রতিটি পালসের জন্য শুধুমাত্র QA আউটপুট পরিবর্তন হবে। ফলে আমরা শুধু মাত্র QA আউটপুটকে ব্যবহার করে 7490 কে Mode-2 কাউন্টার রূপে ব্যবহার করতে পারি । যদিও 7490 একটি Mode-10 কাউন্টার তার পরও একে যে(Mode-2 থেকে Mode-10) পর্যন্ত যে কোন কাউন্টার হিসেবে ব্যবহার করা যায় এ তথ্যটি আমরা এতক্ষনে জেনে ফেলেছি। যা হোক আমরা যদি শুধু মাত্র ১ নং পিনে ক্লক পালস প্রদান করি তাহলে একইভাবে শুধুমাত্র Mode-5 কাউন্টারটি কাজ করবে এবং এক্ষেত্রে Mode-2 এর কোন পরিবর্তন হবে না । ফল স্বরূপ আমরা QB,QC,QD আউটপুট তিনটি ব্যবহার করে 7490 কে Mode-5 কাউন্টার রূপে ব্যবহার করতে পারছি।
কিন্ত এখন কথা হল আমরা 7490 কে কিভাবে Mode-10 হিসেবে ব্যবহার করব। এ কাজটি করতে আমাদের বেশি কিছু করতে হবে না শুধুমাত্র QA আউটপুট মানে ১২ নং পিনকে ১ নং পিনের সাথে তার দিয়ে সংযোগ দিয়ে দিলেই হল। QA,QB,QC,QD চারটি আউটপুটের মাধ্যমে আমরা 7490 কে Mode-10 হিসেবে ব্যবহার করতে পারব।
আমার অন্য লেখাগুলো :
১. জটিল হল অতি সহজের সুসজ্জিত মহা সমাবেশ।
২. সবার জন্য ডিজিটাল ইলেকট্রনিক্স, একটি ডিজিটাল পৃথিবীর সন্ধানে (পর্ব:১)
আমি অসীম কুমার পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 147 টি টিউন ও 469 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি অসীম কুমার পাল। ইলেকট্রনিক্স এবং ওয়েব ডিজাইনকে অন্তরে ধারণ করে পথ চলতেছি। স্বপ্ন দেখি এই পৃথিবীর বুকে একটা সুখের স্বর্গ রচনা করার। নিজেকে একজন অতি সাধারণ কিন্তু সুখী মানুষ ভাবতে পছন্দ করি।
হূমম পড়লাম চমৎকার টিউন।