আমাদের কম্পিউটারের অন্যতম একটি অংশ হলো হার্ডডিস্ক ড্রাইভ বা এসএসডি। আমাদের গুরুত্বপূর্ণ সব তথ্য এবং ফাইল জমা করে রাখার জন্য এই ডিভাইসের প্রয়োজন হয়। আর আমাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন সাইজের স্টোরেজ ডিভাইসের প্রয়োজন পড়ে। এমনকি আমাদেরকে হার্ডডিস্ক ড্রাইভ থেকে নিজের কম্পিউটার কে SSD তে আপগ্রেড করতে হয়।
তো, কথা যাই হোক না কেন, আমাদের একটি SSD, HDD অথবা NvMe এসএসডির প্রয়োজন পড়ে। আর সেটি কেনার জন্য আমরা বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইটে অনুসন্ধান করে থাকি।
আমরা যখন কোন একটি ইলেকট্রনিক্স ডিভাইস বা অন্য কিছু কিনতে যাই, তখন অবশ্যই বাজারের কম দামে সেরা জিনিসটি খুঁজে থাকি। তবে, আপনার নির্ধারণ করা বাজেটে আপনি সঠিক ডিভাইসটি নাও পেতে পারেন। কেননা, এক্ষেত্রে আপনারা হয়তোবা সঠিকভাবে মার্কেটে অনুসন্ধান করতে পারেন না। আর ফলাফল, আপনার বাজেটের মধ্যে সেরা এসএসডি বা হার্ডডিস্ক পান না।
তাই, সুলভ মূল্যে আপনার পছন্দের ডিস্ক টি কেনার জন্য অবশ্যই একটি Disk Price Comparison Tool প্রয়োজন। বাজারে হার্ডডিস্ক এবং মেমোরি কার্ডের দামের পরিবর্তন সব সময় মানুষের মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকে। আর আমরা সবসময় একটু ডিসকাউন্ট দিয়ে পণ্যটি কেনার চেষ্টা করি। আর যারা নিজেদের কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ গুলো আপগ্রেড এবং প্রতিস্থাপন করতে পছন্দ করেন, তারা সাধারণত এই সরঞ্জামগুলি দামের পরিবর্তনগুলো বের করার জন্য আরও বেশি সময় ব্যয় করেন। আর তাদের তথ্যের জন্য বিভিন্ন অনলাইন আলোচনার ফোরাম এবং অনেক ফেসবুক গ্রুপ একটি ভালো উৎস হতে পারে।
আপনি যদি কম দামের স্টোরেজ ডিভাইস এবং সেই দামেই সর্বোচ্চ শক্তি সম্পন্ন Hard disk খুঁজে বের করতে চান, তাহলে আপনি বিদেশি হার্ডডিস্ক এর মূল্য ট্র্যাকিং ওয়েবসাইট "Diskprice" ওয়েব সাইটটি দেখতে পারেন। এই ওয়েবসাইটটি খুবই হেল্প ফুল, তবে এই ওয়েবসাইটটির তেমন চমৎকার ডিজাইন করা হয়নি। যেখানে শুধুমাত্র আপনার ফিল্টার করা চাহিদা অনুযায়ী হার্ডডিস্ক এর মূল্য তালিকা গুলো সাজানো থাকে।
এই ওয়েবসাইটটি মূলত অ্যামাজন থেকে হার্ডডিস্ক এর মূল্যের তথ্য আপনাকে প্রদর্শন করে। তবে, আপনি যদি বাংলাদেশের থেকে থাকেন, তাহলে হয়তোবা অ্যামাজন থেকে আপনার সেই পণ্যটি কেনা সম্ভব হবে না। তবে আপনি এখান থেকে তথ্য নিয়ে, নিজের দেশের কোন সাইটে অনুসন্ধান করতে পারেন অথবা লোকাল মার্কেটে সেই পণ্যটি খুঁজতে পারেন। যদিও, এক্ষেত্রে দাম কিছুটা বেশি হবে। তবে, আপনি এই ওয়েবসাইট থেকে হার্ডডিস্ক মডেল অনুযায়ী দামের একটি ক্রমিক তালিকা দেখতে পাবেন।
অফিসিয়াল ওয়েবসাইট @ Disk prices
এই ওয়েবসাইট এর ব্যবহার অত্যন্ত সহজ। আপনি খুব সহজেই আপনার চাহিদা অনুযায়ী ফিল্টার করে Hard disk অথবা SSD খুঁজে নিতে পারেন। চলুন তবে দেখে নেয়া যাক, এটি আপনি কিভাবে করবেন?
এজন্য প্রথমে আপনি Diskprice ওয়েব সাইটটিতে প্রবেশ করুন। এরপর আপনি উপরের বাম কোনে বিভিন্ন দেশের অ্যামাজনের ডোমেইন নেম দেখতে পাবেন; যেখান থেকে আপনি পছন্দের দেশ টি সিলেক্ট করুন। আপনি এখান থেকে দেশ এবং মুদ্রা পরিবর্তন না করলে, ডিফল্ট মূল্য হিসেবে মার্কিন ডলার প্রদর্শিত হবে। এবার আপনি এখানে দেখতে পাবেন যে, External HDD, Internal HDD, External SSD, M.2 SATA, M.2 NVMe, Hybrid Hard Disk, Solid State Hybrid Drive এবং Internal SSD এর অপশন দেখতে পাবেন। এছাড়াও আপনি এখানে External memory cards, যেমন: microSD, SD এবং USB Flash drive সিলেক্ট করে অনুসন্ধান করতে পারবেন।
এখানে আপনি যদি কোন সেটিং পরিবর্তন না করেন, তাহলে এখানে ডিফল্ট ভাবে New Hard Drive এবং Used Hard Drive এর দাম একত্রে প্রদর্শিত হবে। এক্ষেত্রে আপনি আপনার চাহিদা অনুযায়ী নতুন অথবা পুরাতন হার্ডডিস্ক অনুসন্ধান করতে পারেন। আপনি যদি শুধুমাত্র নতুন স্টোরেজ ডিভাইস খুঁজে থাকেন, তাহলে Used বক্সে আনচেক করে New সিলেক্ট করে ফিল্টার করুন।
এখানে আপনি প্রত্যেকটি হার্ডডিস্কের জিবি অনুযায়ী মূল্য দেখতে পাবেন। এক্ষেত্রে সবচাইতে উপরে সস্তা দামের হার্ড ডিস্ক গুলো পাবেন এবং পর্যায়ক্রমে উচ্চ-দামের ডিভাইস গুলো পাবেন। এখানে আপনি দেখতে পাবেন যে, সেই Hard disk এর দাম, ক্যাপাসিটি, ওয়ারেন্টির সময়, স্পেসিফিকেশন এবং এটি কোন ধরনের। যেখানে, Hard Disk এর নামটি সবার শেষে প্রদর্শিত হবে। আর আপনি যদি সেই হার্ড-ডিস্কটি আমাজন স্টোর থেকে কিনতে চান অথবা সেটি দেখতে চান, তাহলে সেই নামের উপর ক্লিক করুন; এক্ষেত্রে আপনাকে সেই পণ্যটির অ্যামাজন স্টোরে নিয়ে যাবে।
উদাহরণস্বরূপ, এখানে আপনি যেকোনো একটি ক্যাপাসিটির SSD কেনার জন্য ১০০ জিবি Capacity সেট করে দিন। এরপর, আপনি এটির জন্য সবচাইতে সস্তা SSD গুলোর তালিকা উপরে দেখতে পাবেন। এবার আপনি ADATA, HP, WD অথবা আপনার পছন্দের ব্রান্ড টি সিলেক্ট করুন এবং ফিল্টার করুন। যদিও আপনি যেকোনো একটি অপশন যোগ করলে, আপনাকে আর অনুসন্ধান করতে হবে না। এক্ষেত্রে সেখানে Auto Searching হবে।
তবে আপনি যদি একই মডেলের কোন এসএসডি বা এইচডিডি এর দাম বাংলাদেশে খুঁজতে চান, তাহলে আপনি গুগলে অনুসন্ধান করতে পারেন। এক্ষেত্রে অ্যামাজনের মূল্যের চাইতে এদেশে মূল্য কিছুটা বেশি হতে পারে। কেননা, এ ধরনের ইলেকট্রনিক্স পণ্য গুলো মূলত বিদেশ থেকে আমদানি করা হয়।
আমাদের জন্য সেরা স্টোরেজ ডিভাইস বেছে নেবার জন্যই মূলত আমরা এরকম টুলের সাহায্য নিয়ে থাকবো। যার ফলে, আমরা কম টাকায় আমাদের জন্য উপযুক্ত সেরা ডিভাইসটি বেছে নিতে পারি। আর এটি বেছে নেবার কারণ হলো:
আমাদের নিত্যদিনকার ব্যবহার্য একটি ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে হার্ডডিস্ক বা এসএসডি অন্যতম একটি উপকরণ। আর প্রতিনিয়ত আমাদের এই দুইটি ডিভাইসকে আপগ্রেড করার প্রয়োজন পড়ে। আর সেজন্যই আমরা প্রতিনিয়ত নতুন নতুন Hard disk খুঁজে থাকি। তবে, আমাদের চাহিদা এবং বাজেট অনুযায়ী সেরা হার্ডডিস্ক টি খুঁজে পাবার জন্য, Disk Price Comparison Tool আপনাকে অনেক সহায়তা করতে পারে।
আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)