বাংলায় প্রযুক্তিকে জানার জন্য টেকটিউনস নিঃসন্দেহে অসাধারন একটি সাইট কিন্তু টেকটিনস এর দিকে তাকালে আমরা প্রযুক্তি বলতে শুধু কম্পিউটার ও ইন্টারনেট সর্ম্পকিত বিষয়কেই বুঝে থাকব। এ ছাড়াও যে প্রযুক্তির আরও বিভাগ আছে এটা যেন টেকটিইনস এর টিউনারা ভুলেই গেছেন । এর মধ্যে প্রযুক্তির অন্যতম একটি বিভাগ হচ্ছে ইলেক্ট্রনিকস বিভাব। টেকটিউনসে এই বিভাগের বেহাল অবস্থা দেখে অবশ্যই সকল ইলেক্ট্রনিস প্রেমিদের মনে ব্যথা লাগবেই। প্রযুক্তির এত গুরুত্বপূর্ন বিভাগ এখানে দৃষ্টির আড়ালে পড়ে আছে।
আর তাই একজন ইলেক্ট্রনিকস প্রেমি হিসেবে টেকটিউনস-এ ইলেক্ট্রনিস বিভাগ কে সমৃদ্ধ করার জন্য আমি এই বিভাগে টিউন করার দায়িত্ব গ্রহন করছি। আশাকরি অনান্য টিউনাররাও আমার সাথে একাত্ত্যতা গ্রহন করে এই বিভাগটিকে জনপ্রিয় করার লক্ষে এগিয়ে আসবেন। সবার প্রতি আমার এই কামনা করে আমি আমার প্রথম টিউন শুরু করছি।
ইলেক্ট্রনিকস বিভাগে যেহেতু এটাই আমার প্রথম টিউন তাই শুরুতেই জটিল কোনো বিষয় নিয়ে আলচনা করতে চাইনা। আজকে আমি শুধু আপনাদের কে ইলেক্ট্রনিকস রিলেটেড একটি Software এর সাথে পরিচয় করিয়ে দিতে চাই।
এটি হচ্ছে Electronic Circuit Maker Software অনেক টিউনাররা হয়ত এটি সর্ম্পকে জানেন। তারপরও জানেননা তাদের জন্য টিউনটি করা। আমরা যারা ইলেক্ট্রনিকস এর স্টুডেন্ট বা ইলেক্ট্রনিকস নিয়ে কাজ করছি তারা প্রায়ই
Circuit Diagram টেস্ট বা তৈরি করার জন্য বিভিন্ন Software ব্যবহার করে থাকি। কিন্তু বেশির ভাগ Software বেশ জটিল। যদিও Circuit Maker এর চেয়েও অনেক ভাল ভাল Software আছে তার পরও এই Software টি আপনার কাছে খুব সহজ মনে হবে এটাই সফ্ট্ওয়্যার টির প্রধান বৈশিষ্ট। তাই দেরি না করে Download করে ব্যবহার করতে থাকুন।Download Link :--> Click
আমি MARUF AHMAD। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 379 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কোন কিছু বলবার মত নেই।
ধন্যবাদ টিউনটির জন্য। হাইস্কুলে থাকতে একটি সার্কিট ডায়াগ্রামের বই দেখে কলিংবেল, মশামারার যন্ত্র, এমপ্লিফায়ার ইত্যাদি বানিয়েছলাম। ইদানিং কম্পুটার নামক যন্ত্রটা অনেককিছু করা থেকেই বিরত রাখছে। আপনি শুরু করেন ।
আরেকটি কথা যে সব পাটর্স বাংলাদেশে পাওয়া যাবে তা দিয়ে বিভিন্ন সার্কিটের ডায়াগ্রাম সহ আলোচনা করলে উপকৃত হবো। সোলার পাওয়ারের উপর ডায়াগ্রাম সহ বিদ্যুত উৎপাদনের পদ্ধতি আলোচনা আমার দরকার কারো জানা থাকলে জানাইয়েন। থ্যাংকু।