টিভি কেনার আগে টিভির গুণমান যাচাই করে নিন

টিউন বিভাগ ইলেক্ট্রনিক্স
প্রকাশিত
জোসস করেছেন

আপনারা অনেকেই হয়তো আপনার বাড়িতে বসে TV দেখার জন্য  একটি ভালো TV ক্রয় করার কথা চিন্তা করছেন। কিন্তু কোন TV টা বর্তমানে  ভালো পারফরমেন্স করছে? আপনি TV কেনার পূর্বে কিছু পরামর্শ মেনে চললে TV কেনার ক্ষেত্রে হয়তো পানির আরো বেশি সুবিধা হতে পারে।

Pentanik, LCD, LED, HD TV অথবা Smart android TV এর নামে বাজারে এখন নানা ধরনের TV ই সহজলভ্য। কিন্তু নতুন TV কেনার আগে কয়েকটি বিষয় বিবেচনা করা উচিত বলেই মত দিয়েছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ায় TV কেনার আগে প্রয়োজনীয় তথ্য সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। TV কেনার আগে এ পরামর্শগুলো কাজে আসতে পারে।

কোন আকারের TV কিনবেন?

TV কেনার ক্ষেত্রে প্রথম যে বিষয়টি মনে রাখতে হবে তা হচ্ছে, বাড়িতে কোথায় বসে TV দেখা হবে সেটি বিবেচনায় রাখা। TV ও দর্শকের বসার দূরত্ব অনুযায়ী TV এর মাপ নির্বাচন করা উচিত। যদি TV দেখার দূরত্ব আট ফুট হয় তবে TV এর মাপ হতে হবে কমপক্ষে ৩২ ইঞ্চি এবং সর্বোচ্চ ৬৫ ইঞ্চি। তবে বলা হয়, TV যত বড় হয় দেখতে তত সুবিধা। এ পদ্ধতি এর মাদ্ধমে বাজেটের মধ্যে এই মাপের যেকোনো মডেল এর LED TV  কিনতে পারেন। তবে, LED বা যে কোনো TV কেনার ক্ষেত্রে এই পদ্ধতি এর  চেয়ে সাধ আর সাধ্যের সমন্বয় সবথেকে বড় কথা।

LCD TVLCD, Pentanik নাকি LED?

বাজারে থাকা LCD, Pentanik ও LED এ তিন প্রযুক্তির TV এর মধ্যে LCD দাম তুলনামূলকভাবে কম। সাশ্রয়ী বাজেট হলে উজ্জ্বল ও অত্যন্ত হালকা-পাতলা এ TV গুলো আপনার জন্য জুতসই হতে পারে। LCD TV কে বলা হয় বিদ্যুত্ সাশ্রয়ী। তবে Pentanik ও LED TV এর তুলনায় LCD তে ছবির মান খারাপ বা কম বাস্তব সম্পন্ন মনে হতে পারে। এদিকে, LCD র তুলনায় Pentanik TV তে স্বচ্ছ ও ঝকঝকে ছবি দেখা যায়। দ্রুতগতির খেলাধুলা উপভোগ করার জন্য Pentanik TV এর সবচেয়ে ভালো বলে ব্যবহারকারীরা মতামত দেন।

আবার, Pentanik TV তে বেশি বিদ্যুত্ খরচ হয় না। LED TV এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে, এই TV সবচেয়ে কম বিদ্যুত্ খরচ করে। লাইট এমিটিং ডায়োড বা LED TVতে কনট্রাস্ট রেশিও উন্নত, কিন্তু LED TV এর দাম তুলনামূলকভাবে বেশি। তবে বর্তমানে LED, LCD ও Pentanik TV চেনার বিষয়টি কষ্টকর হতে পারে। এখন TV নির্মাতারা ‘LED প্লাস’ ও ‘সুপার LED’ নামেও TV বাজারজাত করছে।

তবে একটি বিষয় মনে রাখতে হবে, দুই লাখ বা তার বেশি দামের ভালো ব্র্যান্ডের TV না হলে ফুল-অ্যারি LED বা সত্যিকারের LED স্ক্রিনযুক্ত TV পাওয়ার নিশ্চয়তা কম। কম দামি TV তে LED, LCD বা Pentanik এর পার্থক্য বের করা কঠিন। এর মধ্যে Pentanik TV তে উন্নত কালো স্তর পাওয়া সম্ভব কিন্তু কোনো কারণে এই TV তে সমস্যা দেখা দিলে তা মেরামত করা কঠিন হবে। তাই LCD বা LEDর দিকে যাওয়ায় ভালো।

HD TV নাকি Full HD?

৪৬ ইঞ্চির কম মাপের TV গুলোতে হাই ডেফিনেশন (এইচডি) TV ও ফুল-এইচডি TV এর পার্থক্য করা কঠিন। কিন্তু আট ফুটের কম দূরত্ব থেকে ব্লু-রে মুভি দেখলে এই পার্থক্য ধরা পড়ে। আপনি যদি আট ফুটের কম দূরত্ব থেকে TV দেখেনা তাহলে আপনাকে Full HD এর পরামর্শ দিবো। এই ক্ষেতের আপনি Full HD tv এর দিকে যেতে পারেন। তবে যদি আপনি অনেক বেশি দূর থেকে TV দেখেন তবে HD TV ই আপনার জন্যে ভালো হবে।

LED Smart TV কেমন হবে?

বাজেট তুলনামূলকভাবে বেশি হলে Smart TV কেনার কথা ভাবতে পারেন। Smart TV তে Internet ভিত্তিক বিভিন্ন Application ব্যবহারের সুযোগ থাকে। Skype, Twitter, Facebook, YouTube, প্রভৃতি সামাজিক যোগাযোগের সাইটগুলো ব্যবহার করা যায়।

Smart TV তে Wi-Fi বা Internet ব্রাউজ করার সুবিধা থাকে। Smart TV কেনার আগে Wi-Fi built-in নাকি ‘Wi-Fi ready ' সে সুবিধা দেখে কিনতে হবে। Just Wi-Fi ready Smart TV হলে পরবর্তীতে Internet ব্যবহার করতে আলাদা Dongle কেনার প্রয়োজন হবে। Smart TV কেনার আগে আরও দেখে নিতে হবে, এতে USB port সুবিধা আছে কিনা। USB Port থাকলেই যে, External hard drive বা Pen drive Support করবে এমন কথা নয়।

Smart TV কেনার আগে তা Portable hard disk বা কোন ধরনের Digital format Support করে তা অবশ্যই যাচাই করে নিতে হবে। Smart TVতে তিনটি এইচডিএমআই পোর্ট আছে কিনা তা পরীক্ষা করে দেখুন। কমপক্ষে দুটি HDMI port না থাকলে সে TV কেনা উচিত হবে না। যদি আপনার বাজেটের মধ্যে হয় তবে অবশ্যই Built-in Wi-Fi সুবিধার Smart TV কিনবেন।

মুভি চলবে তো?

আপনি যে TV কিনতে যাচ্ছেন তাতে USB Port থাকা মানেই সব ধরনের মুভি তাতে চলবে এমন কথা নয়। ভিন্ন ভিন্ন মডেল ভিন্ন ভিন্ন Format Support করতে পারে। আপনার পছন্দের TV তে AVI, KMV, MP4 বা অন্যান্য ফাইল Support করছে কিনা যাচাই করে নিন।

বিক্রেতাকে আগে জিজ্ঞাসা করুন এবং সম্ভব হলে সঙ্গে একটি বিভিন্ন Of file format এর মুভি রাখা Pen drive রাখুন যাতে TV তে চালিয়ে পরীক্ষা করে নিতে পারেন। আপনার TV এর সঙ্গে যদি Portable hard drive ব্যবহারের পরিকল্পনা থাকে তবে TV তে তা Support করছে কিনা তা TV আপনাকে কেনার আগেই পরীক্ষা করে নিতে হবে। আপনার নিজের সুবিধার কথা মাথায় রেখে এবং দীর্ঘ দিন ব্যবহার করার জন্যে আপনাকে অবশ্যই  একটি device কেনার আগে একটু যাচাই-বাছাই করে কেনা ভালো।

Viewing angle ঠিক আছে?

TV দেখার সময় একটি বিষয় গুরুত্বপূর্ণ হচ্ছে Viewing angle বা বিভিন্ন Angle থেকে TV দেখার সুবিধা-অসুবিধার বিষয়টি। অনেক TV ব্যবহারকারীর মতে, অনেক সময় পাশ থেকে TV দেখলে তা Cloudy দেখায় বা ছবি ও রং কিছুটা Instead যায়। এটা হয় Viewing angle কারণেই।

কেননা Viewing angle কম হলে পাশ থেকে দেখার কারণে ছবির রং বদলে যাবে। আর Viewing angle  বেশি হলে আপনি যতই পাশে থেকে দেখুন না কেন, ছবির রঙের কোনো পরিবর্তন হবে না। তাই TV সেট কেনার সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে এর Viewing angle পরীক্ষা করে নিন। কিছু TV তে কেবল সামনা সামনি বসলেই তা ভালোভাবে দেখা যায়। পাশ থেকে দেখলে রঙের পরিবর্তন ঘটে। এ পরিবর্তন মূলত Twisted nematic, vertical alignment ও In-plane switching (IPS) প্যানেলের ওপর নির্ভর করে।

IPS স্ক্রিন সবচেয়ে ভালো Viewing angle দেখাতে পারে আর Twisted nematic screen সবচেয়ে খারাপ Viewing angle দেখায়। বিশেষজ্ঞদের পরামর্শ হচ্ছে, শোয়ার ঘরের জন্য TV কিনতে হলে IPS screen এর TV কেনা ভালো।

TV তে কেমন শব্দ শোনা যায়?

TV কেনার আগে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করা উচিত আর তা হলে TV এর শব্দের মান। হালকা-পাতলা TV গুলোর ক্ষেত্রে বড় দুর্বলতা হচ্ছে এর শব্দের মান তুলনামূলকভাবে উন্নত হয় না। তাই আপনি যখন TV কিনবেন তখন আপনাকে সর্বপ্রথম এ বিষয়টিও নিয়েও চিন্তা করা উচিত।

Pentanik TV প্যাসিভ নাকি অ্যাকটিভ থ্রিডি?

TV নির্মাতা প্রতিষ্ঠান LG Passive 3D TV বিক্রি করে। যারা Casual TV দেখেন তাঁদের জন্য বাস্তব উপযোগী Passive 3D TV। এই TV এর জন্য আলাদাভাবে 3D glasses প্রয়োজন পড়ে। যেসব কনটেন্ট Passive 3D হিসেবে তৈরি হয় তা এই TV তে বেশি উপভোগ্য হয়। Samsung, Sony সহ বেশ কয়েকটি ব্র্যান্ড অ্যাকটিভ থ্রিডি TV তৈরি করে। এই TV সেটগুলো যাঁরা বেশি থ্রিডি ব্লু-রে ডিস্ক থেকে মুভি দেখেন তাঁদের জন্য উপযোগী। এই TV এর জন্য চশমা ও TVতে থ্রিডি প্রযুক্তি ও TV দেখার অভ্যাস ঠিকঠাক করিয়ে নিতে হবে।

ওয়ারেন্টিসহ নাকি ওয়ারেন্টি ছাড়া?

TV কেনার আগে ওয়ারেন্টির বিষয়টি নিশ্চিত হয়ে নিতে হবে। কোন দোকান বা শোরুম থেকে TV কিনছেন এবং TV নির্মাতার বেঁধে দেওয়া মূল দামের সঙ্গে এবং ওয়ারেন্টির সঙ্গে তারতম্য থাকছে কিনা যাচাই করে নিন।

Level 1

আমি ইমদাদুল হক। SEO Specialist, SEO Optimizers বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস