বেসিক ইলেকট্রনিক্স! এর গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর [পর্ব-০২]

টিউন বিভাগ ইলেক্ট্রনিক্স
প্রকাশিত
জোসস করেছেন
Level 2
মাস্টার ইলেকট্রিশিয়ান, হোভার ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন লিমিটেড, চট্টগ্রাম

সুপ্রিয় পাঠকবৃন্দ,

আসসালামু আলইকুম আশাকরি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালোই আছি। আজকে আমি বেসিক ইলেকট্রনিক্স এর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তাহলে চলুন শুরু করা যাক।

 

১। ইন্ডাকটর কোন কারেন্টকে বাধা দেয়?
উত্তর : পরিবর্তনশীল কারেন্টকে অর্থাৎ এসিকে।

২। ইন্ডাকট্যান্স কী?
উত্তর : ইন্ডাকটরের কারেন্ট প্রবাহের পরিবর্তনকে বাধা দেয়ার বৈশিষ্ট্য বা ধর্মকে ইন্ডাকট্যান্স বলে।

৩। ইন্ডাকট্যান্সের একক কী?
উত্তর : ইন্ডাকট্যান্সের একক হেনরী (H)।

৪। সেমিকন্ডাকটর ডায়োডকে রেকটিফাইং ডায়োড বলা হয় কেন?
উত্তর: এর মধ্য দিয়ে শুধুমাত্র একদিকে কারেন্ট প্রবাহিত হতে পারে বলে।

৫। এল. ই. ডি. এর পূর্ণ নাম কী? উত্তর : লাইট ইমিটিং ডায়োড়।

৬। কোন ধরনের ডায়োডের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হলে তা থেকে আলো নির্গত হয়?
উত্তর : লাইট ইমিটিং ডায়োডের।

৭। ট্রানজিস্টর কী?
উত্তর : ট্রানজিস্টর তিন টার্মিনাল, তিন স্তর বিশিষ্ট একটি সেমিকন্ডাক্টর ডিভাইস, যা অ্যামপ্লিফায়ার হিসেবে কাজ করে।

৮। ট্রানজিস্টর প্রতীকে ইমিটারে তাঁর চিহ্ন দ্বারা কি বুঝানো হয়।
উত্তর : কারেন্ট প্রবাহের দিক।

৯। পরিমাপক যন্ত্র কাকে বলে?
উত্তর : যে যন্ত্রের সাহায্যে কোন কিছু পরিমাপ করা হয়, তাকে পরিমাপক যন্ত্র বলে।

১০। অ্যামিটার দ্বারা কি মাপা হয়?
উত্তর : কারেন্ট।

১১। অ্যামিটারকে বর্তনীতে কিভাবে সংযোগ করা হয়?
উত্তর : সিরিজে।

১২। অ্যামিটারকে প্যারালালে সংযোগ করা হয় না কেন?
উত্তর : কারণ এর কয়েলের রেজিস্ট্যান্স খুব কম। প্যারালালে সংযোগ করা হলে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয়ে এটা পুড়ে যেতে পারে।

১৩। ভোল্টেজ পরিমাপক যন্ত্রের নাম কী?
উত্তর : ভোল্টমিটার।

১৪। ভোল্টমিটারকে বর্তনীতে কিভাবে সংযোগ করা হয়?
উত্তর : প্যারালালে।

১৫। ভোল্টমিটারকে বর্তনীতে প্যারালালে সংযোগ করা হয় কেন?
উত্তর : এর অভ্যন্তরীণ কয়েল রেজিস্ট্যান্স খুব বেশি। তাই একে সিরিজে সংযোগ করা হলে এতে অতিরিক্ত ভোল্টেজ ড্রপ হয়। ফলে লোড সার্কিট পূর্ণ ভোল্টেজ পায় না।

১৬। AVO মিটার কী?
উত্তর : অ্যামিটার, ভোল্টমিটার এবং ওহমমিটারের সমন্বয়ে গঠিত একটি মিটার। একে মাল্টিমিটারও বলা হয়। এর মাধ্যমে কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স পরিমাপ করা যায়।

১৭। ডিজিটাল মিটার কী?
উত্তর : যে মিটারের আউটপুটে সংখ্যামানে পাঠ পাওয়া যায়, তাকে ডিজিটাল মিটার বলে।

১৮। CRO এর পূর্ণ নাম কী?
উত্তর : ক্যাথোড রে অসিলোস্কোপ।

১৯। CRT এর পূর্ণনাম কী?
উত্তর : ক্যাথোড রে টিউব।

২০। অ্যানালগ মিটারকে কিভাবে রেখে পাঠ নিতে হয়?
উত্তর : আনুভূমিক ভাবে।

 

আশাকরি আপনাদের ভাল লেগেছে। ভালো লাগলে আপনাদের মতামত জানাবেন। পরবর্তী টিউন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ!

Level 2

আমি মোঃ মোজাহেদুল ইসলাম মিয়া। মাস্টার ইলেকট্রিশিয়ান, হোভার ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন লিমিটেড, চট্টগ্রাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি স্পষ্টভাবে নিখুঁত নই, তবে সীমিত সংস্করন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস