মাত্র ১৬০ টাকায় তৈরি করুন আপনার Fan এবং Light এর জন্য Remote চালিত সুইচিং Circuit

প্রথমেই আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম । আশাকরি আপনার সবাই ভালোই আছেন । আজকে আপনাদের সাথে শেয়ার করব TV Remote চালিত একটি সার্কিট ডায়াগ্রাম । অর্থাৎ এর সাহায্যে TV / CD / DVD Remote এর মাধ্যমে আপনারা ফ্যান-লাইট ON / OFF করতে পারবেন । অর্থাৎ Remote ফ্যান-লাইট সুইচের বিকল্প হিসাবে কাজ করবে । এখানে আমি যথাসম্ভব চেষ্টা করেছি আপনাদের সত্যিকারে কাজে লাগার মত এবং কতটা কম খরচে তৈরি করা যায় এমন একটা সার্কিট ডিজাইন করতে। আর সার্কিটটিকে যথাসম্ভব আপনাদের বোধগম্য করে সম্পূর্ণতা দান করার চেষ্টা করেছি । যাই হোক এখানে আমি মাত্র ১৬০ টাকার মধ্যে একে বানানোর চেষ্টা করেছি । যার ইলেকট্রনিক্সে সৌখিনভাবে কাজ করে থাকেন আশাকরি সার্কিটটি তাদের ভাল লাগবে । আর কথা না বাড়িয়ে সার্কিটটি সম্পর্কে একটু আলোচনা করা যাকঃ

সার্কিটটির মূল হৃদবিন্দু হলো CD 4017 আই-সি । এটি একটি Counter IC . সার্কিটটিকে TSOP 1738 , CD 4017 এবং দুইটি Relay এর মাধ্যমে সাজনো হয়েছে । সার্কিটটিতে 230Volt থেকে সেকেন্ডারীতে 9V – 0 – 9V প্রদানকারী একটি ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে । ট্রান্সফর্মারটিকে কমপক্ষে 300mA হতে হবে – তবে যদি এটি 500mA বা 600mA হয় তবুও কোন সমস্যা নেই । সাধারণতঃ চার্জারের ভিতরে 6V 4.5Ah ব্যাটরীকে চার্জ করার জন্য এই 9V এর ট্রান্সফর্মার ব্যবহার করা হয় । আপনার কাছে যদি পুরাতন চার্জারের কোন ট্রান্সফর্মার থাকে তবে আপনি র্নিদ্বিধায় সেটি ব্যবহার করতে পারেন । ট্রান্সফর্মারের আউটপুটটিকে ব্রিজের সাথে সংযোগ করা হয়েছে । ব্রিজ কিভাবে তৈরি করতে হয় সে সম্পর্কে আমি নিম্নে উল্লেখ করলামঃ

ব্রিজ তৈরি করার নিয়মঃ

ব্রিজ তৈরি করার জন্য 1N4007 মানে চারটি ডায়োড লাগবে । আর ডায়োডের থাকে দুটি প্রান্ত (n-টাইপ ও p-টাইপ) থাকে। এক প্রান্তে ডায়োডের গায়ে সাদা দাগ থাকে । প্রথমে 2টি ডায়োড নিয়ে সাদা দাগ প্রান্তকে পেঁচিয়ে যুক্ত করুন । এখন অপর 2টি ডায়োড নিয়ে সাদা দাগের বিপরীত প্রান্তকে পেঁচিয়ে যুক্ত করুন । এখন এই যুক্ত ডায়োডগুলোর মুক্ত প্রান্ত 2টির সাথে, অপর যুক্ত ডায়োডের মুক্ত প্রান্ত 2টি যুক্ত করুন । এটা যেকোন দিকেই যুক্ত করলেই হবে । তাহলেই আপনার ব্রিজ তৈরি হয়ে যাবে যার থাকবে চারটি প্রান্ত । যে যুক্ত প্রান্তে শুধুমাত্র ডায়োডের সাদা দাগ প্রান্ত থাকবে তা Br বা V [+ ] অংশ । আমি এটিকে ডায়াগ্রামে লাল রেখার মাধ্যমে দেখিয়েছি । আবার যে যুক্ত প্রান্তে ডায়োড 2টির কোন সাদা দাগ প্রান্ত থাকবে না (বলতে পারেন কালো সাইড) তা Br  বা V [--] অংশ এবং ডায়াগ্রামে আমি এটাকে কাল দাগের মাধ্যমে দেখিয়েছি । আর আপনার ট্রান্সফর্মারটি যদি তিন তার বিশিষ্ট হয়ে থাকে তবে মাঝের তারটিকে এই কালো বা V [--]অংশের সাথে সংযুক্ত করুন । ট্রান্সফর্মারটির দুই প্রান্তের যে দুটি তার থাকলো তা এখন ডায়োডের অপর দুই যুক্ত প্রান্তের সাথে সংযোগ করুন। এই যুক্ত প্রান্ত গুলোর প্রত্যেকটিতে ডায়োডের একটি সাদা দাগ প্রান্ত অপরটি কালো সাইড থাকবে । আমার Circuit Diagram টির সাথে মিলিয়ে দেখেন ।

সার্কিটের বর্ণণাঃ

এরপর সার্কিটটির ডায়াগ্রাম অনুযায়ী এতে একটি ক্যাপাসিটর এবং ভোল্টেজ রেগুলেটর IC – 7805 সংযুক্ত করুন । আমি ডায়াগ্রামে 7805 এর যে পিন কনফিগারেশন দিয়েছি সে হিসেবে এটিকে সার্কিটে সংযুক্ত করুন । 7805 এর ৩ নম্বর পিন একটি ১০০ ওহমস্ রেজিষ্টর হয়ে এটিকে Remote Sensor TSOP 1738 এর ২ নম্বর পিন V+ এর সাথে যুক্ত করুন । এবার TSOP এর ৩ নম্বর পিনটিকে BC557 এর বেসের সাথে সংযুক্ত করুন । আমি ডায়াগ্রামে BC557 এবং BC547 ট্রানজিষ্টরদ্বয়ের পিন কনফিগারেশন দিয়ে দিয়েছি । আপনার সে অনুপাতে ট্রানজিষ্টর এবং  IC এবং বাকী অন্যান্য পার্টসগুলো সংযুক্ত করুন ।

এখানে একটু লক্ষ্য করুন – TSOP এবং BC557 এবং IC এর পাওয়ার 7805 এর পর অর্থাৎ ৫ ভোল্ট থেকে দেওয়া হয়েছে এবং শুধুমাত্র Relay দুটিকে 7805 এর পূর্বে অর্থাৎ ৯ ভোল্ট থেকে পাওয়ার দেওয়া হয়েছে । সার্কিটটিতে D3 থেকে D6 পর্যন্ত ডায়োডগুলোর দিকে ভালোভাবে খেয়াল করুন এবং এগুলোর সঠিক পোলারিটি অনুযায়ী সার্কিটে সংযুক্ত করুন – কারণ এই ডায়োডগুলো লাগাতে ভূল হলে সার্কিটটি ঠিকভাবে কাজ করবে না । D1 এবং D2 ডায়োড দুটি অবশ্যই ডায়াগ্রাম অনুযায়ী সঠিকভাবে সার্কিটে সংযুক্ত করুন – কারণ এই দুটি ডায়োড ঠিকভাবে না লাগলে BC547 ট্রানজিষ্টরটি পুড়ে যেতে পারে । আর সার্কিটটিতে D1 থেকে D6 পর্যন্ত সবগুলো ডায়োডই 1N4148 মানের ডায়োড ব্যবহার করা হয়েছে । 1N4148 হলো Crystal Diode অর্থাৎ বাজারে হালকা লাল কাচের মতো যে ডায়োডগুলো পাওয়া যায় সেগুলোই । এই ক্রিষ্টাল ডায়োডগুলোর যে প্রান্তে কালো দাগ রয়েছে সেটাই হলো n প্রান্ত এবং ডায়াগ্রামে ডায়োডের যে পাশে একটা রেখা রয়েছে সেটাই হলো n প্রান্ত । আর LED1 ঠিকভাবে সংযুক্ত করুন তা না হলে এটি জ্বলবে না এবং LED2 এবং LED3 সাবধানতার সাথে সংযুক্ত করুন – তা না হলে Relay গুলো কোন কাজ করবে না । LED এর দুটি লেগের মধ্যে যে লেগটি বড় সেটি হলো পজেটিভ (V+) আর যেটি অপেক্ষাকৃত ছোট সেটি হলো নেগেটিভ (V-) এবং ডায়াগ্রামে LED এর যে পাশে একটা রেখা রয়েছে সেটা হলো নেগেটিভ (V-) প্রান্ত । R8 এবং R9 রেজিষ্টর দুটি যদি বাজারে ১৮০ ওহমস্ না পান তবে এর পরিবর্তে ২২০ ওহমস্ ব্যবহার করতে পারেন । আর ডায়গ্রামে কানেকশনগুলো Colourized করা হয়েছে যাতে আপনাদের বুঝতে কোন অসুবিধা না হয় ।

সার্কিট ডায়াগ্রাম

এই ডায়াগ্রামটি দেখতে সমস্যা হলে নিচের লিংক থেকে বড় (১৩৪৫ x ১০২৪ ) রেজুলেশনের ডায়াগ্রামটি ডাউনলোড করে নিনঃ

http://www.ziddu.com/download/14660067/IRSwitch.JPG.html

Remote Sensor – TSOP 1738 :

TSOP 1738 এর পিন কনফিগারেশন আমি ডায়াগ্রামে দিয়েই দিয়েছি তবু আপনাদের সুবিধার্তে এখানে আবারও লিখে দিলাম । TSOP 1738 এর তিনটি পিনের মধ্যে ১ নম্বর পিনটি হলো Ground বা GND , ২ নম্বর পিনটি হলো V+ বা Positive এবং ৩ নম্বর পিনটি হলো Signal Out .

বাজারে অতি সহজেই আপনি TSOP1738 কিনতে পারবেন । তবে 1738 না পেলে এর পরিবর্তে আপনি TSOP 1138 / 1238 / SFH-506-38 লাগাতে পারবেন । কিন্তু এগুলোর পরিবর্তে আপনি যদি TSOP 1838 / RPM 7238   ব্যবহার করতে চান তবে আপনাকে অবশ্যই সর্তকতা অবলম্বন করতে হবে । কারণ এই দুইটির PIN Configuration আলাদা । এই দুটির PIN Configuration নিম্নে দেওয়া হলোঃ

TSOP 1838 / RPM 7238  >>  PIN1 ( Signal Out ) --- PIN2 ( GND ) --- PIN3 ( V+ )

এই Remote Sensor গুলো খুবই Sensitive Device , তাই Parts নাম্বার এর সাথে সঠিকভাবে PIN Configuration অনুযায়ী Circuit টি তৈরি করবেন ।

Relay এর কিছু বর্ণনাঃ

আপনার অনেকেই হয়তে Relay এর সাথে পরিচিত নন বা Relay ব্যবহার করেন নি । যার এখনো Relay ব্যবহার করেননি এই সংক্ষিপ্ত বর্ণনাটি তাদের কাজে আসতে পারে । Relay মূলত একটি সূইচ । Relay এর দুটি প্রান্ত থাকে - একপাশে থাকে Pole প্রান্ত এবং অপর পাশে থাকে Throw প্রান্ত । Pole প্রান্তে দুইটি কানেক্টর থাকে যেখানে Relay কে ON / OFF করার জন্য প্রয়োজনীয় বিদুৎ সরবরাহ করা হয় । এখানে এই ডায়াগ্রামে BC547 এর Collector থেকে Relay এর যে প্রান্তে সংযোগ করা হয়েছে সেটাই হলো Pole প্রান্ত । এই Pole প্রান্তের কোন পোলারিটি নেই অর্থাৎ কোন নেগেটিভ – পজেটিভ ভেদাভেদ নেই । আপনি যেকোন পাশ Collector এর সাথে লাগাতে পারেন ।

Relay এর অপর পার্শ্বে রয়েছে Throw প্রান্ত । Throw প্রান্তে তিনটি কানেক্টর রয়েছে । এই তিনটি কানেক্টরের আলাদা আলাদা নামও রয়েছে । একটি হলো Common (C) , দ্বিতীয়টি হলো Normally Connected (NC) এবং তৃতীয়টি হলো Normally Open (NO) . এখন এই Throw প্রান্তেই একপার্শ্বে শুধুমাত্র একটি কানেক্টর থাকবে – সেটিই হলো Common বা সংক্ষেপে C . আর অপর পার্শ্বে থাকবে দুইটি কানেক্টর যাদের মধ্যে একটি হবে Normally Open (NO) এবং আর একটি হবে Normally Connected (NC) . এখন কিভাবে বুঝা যাবে কোনটা NC এবং কোনটা NO ? এটা আপনার মাল্টিমিটার দিয়ে সহজেই বুঝা যাবে । মাল্টিমিটারের Knob টি 1X এ ঘুরিয়ে নিয়ে Probe এর একমাথা C এর সাথে ধরুন এবং আরেক মাথা অপর পাশের যেকোন একটি কানেক্টর এর সাথে ধরুন । Relay বন্ধ বা খোলা থাকা অবস্থায় Common এর সাথে যে কানেক্টরটি sort অর্থাৎ মিটার কাটা উঠবে সেটাই হলো NC বা Normally Connected এবং অপরটি হলো NO বা Normally Open . ডায়াগ্রাম এর দিকে লক্ষ্য করুন আমি মেইন AC থেকে Input লাইনটি Common (C) এর সাথে সংযোগ করেছি এবং Normally Open (NO) থেকে ফ্যান বা লাইটের সাথে সংযোগ করেছি । অর্থাৎ Relay যখন ON হবে তখন Relay এর C, NO এর সাথে Connect হবে এবং ফ্যান বা লাইট চলবে । এই সার্কিটটিতে ৬ ভোল্টের Relay ব্যবহার করা হয়েছে ।

ব্যবহারের নির্দেশাবলীঃ

# গরম কালের জন্যঃ

যেহেতু এখন গরম কাল চলছে সেহেতু সার্কিটটিকে গরম কালের উপযোগী করে তৈরি করা হয়েছে । সার্কিটটি যেকোন TV / CD / DVD এর Remote এর সাহায্যে পরিচালনা করা যাবে । Remote এর যেকোন Button একবার চাপলেই প্রথমে শুধু লাইটিটি জ্বলে উঠবে । এবার Remote এ দ্বিতীয়বার চাপলে লাইটটি বন্ধ হয়ে যাবে কিন্তু ফ্যানটি চালু হয়ে যাবে । Remote এ যদি তৃতীয়বার চাপ দেন তাহলে লাইট এবং ফ্যান দুটোই একসাথে চলতে থাকবে । আর চতুর্থবার চাপলে IC Reset হয়ে যাবে অর্থাৎ ফ্যান এবং লাইট দুটোই বন্ধ হয়ে যাবে । পুনরায় প্রসেসটি একইভাবে চলতে থাকবে । যেহেতু আপনাদের কখনও শুধু লাইট , কখনও শুধু ফ্যান , কখনও বা দুটোই একসাথে চালানোর প্রয়োজন হতে পারে সেটার সুবির্ধাতে সার্কিটটিকে এভাবে সাজানো হয়েছে ।

এখানে LED1 রিমোর্ট থেকে কোন Signal পেল কিনা তা নির্দেশ করার জন্য ব্যবহার করা হয়েছে । যখন লাইট জ্বলবে তখন তার নির্দেশক স্বরূপ LED2 ব্যবহার করা হয়েছে আর LED3 ফ্যানের জন্য ব্যবহার করা হয়েছে । যখন লাইট এবং ফ্যান দুটোই একসাথে চলবে তখন LED2 এবং LED3 দুটোই একসাথে জ্বলতে থাকবে । এখানে আপনারা আপনাদের পছন্দের রংয়ের LED ব্যবহার করতে পারেন ।

# শীত কালের জন্যঃ

শীতকালে যদি ফ্যানটি বারবার ঘুরে উঠে তাহলে যে কাউকেই বিরক্ত লাগাটা স্বাভাবিক । সার্কিটে শুধুমাত্র দুটি জায়গায় কানেকশন পরিবর্তন করলেই সহজেই এই ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন । ডায়াগ্রামের দিকে ভালোভাবে লক্ষ্য করুন – IC এর 4 নং পিনের সাথে ডায়োড D4 এর যে কানেকশনটি রয়েছে তা খুলে দিন ।  এবার 15 নং পিনের সাথে 10 নং পিনের সাথে যে কানেকশনটি রয়েছে তার 10 নং পিনটি থেকে কানেকশন খুলে 4 নং পিনের সাথে যুক্ত করে দিন । অর্থাৎ 4 নং পিন থেকে ডায়োড D4 খুলে দিতে হবে এবং 10 নং পিনের পরিবর্তে 15 নং পিনের সাথে 4 নং পিনটি যুক্ত করতে হবে । বাকি সবকিছু অপরিবর্তিত থাকবে । এরফলে Remote Button এ একবার চাপলে শুধুমাত্র বাতিটি জ্বলবে এবং পরবর্তী চাপে নিভে যাবে – ফ্যান ঘুরে উঠার কোন ঝামেলা থাকবে না । গরমকালে সংযোগটি আবার ডায়াগ্রামের অনুরূপ করে দিন ।

সর্তকতাঃ

১। সার্কিটটিতে Transformer এর Primary এবং Relay এর Throw অংশে High Voltage রয়েছে । আপনার অবশ্যই এখানে সর্তকতার সাথে কাজ করবেন ।

২। Relay এর Throw অংশে নিশ্চিতভাবে C , NC এবং NO পিনগুলো সনাক্ত করে সঠিকভাবে কানেকশন দিন । নতুবা যেকোন র্দুঘটনা ঘটতে পারে ।

৩। সার্কিটে যে ডায়োডগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে যুক্ত করুন তাছাড়া সার্কিটটি কাজ করবে না ।

৪। সার্কিটে যে LED এর বাতিগুলো রয়েছে সেগুলো সঠিক পোলারিটি অনুযায়ী সার্কিটে লাগান অন্যথায় সার্কিটটি কাজ করবে না ।

৫। TSOP 1738 এ যেন কোন ভাবেই ৫ ভোল্টের বেশী প্রবেশ না করে সেদিকে বিশেষ দৃষ্টি রাখবেন ।

বিভিন্ন যন্ত্রাংশের মূল্যঃ

আমি আগেই বলেছি আপনাদের কাছে যদি কোন ৯ ভোল্টের ট্রান্সফর্মার থাকে তবে আপনারা সেটিই ব্যবহার করতে পারেন । সবার সুবির্ধাতে মূল্যগুলো উল্লেখ করা হলোঃ

৯ ভোল্ট ট্রান্সফর্মার -------------------------------------->  ৬০  টাকা

7805 ( Regulator IC ) ----------------------------->   ১০  টাকা

Remote Sensor ( TSOP 1738 ) -------------------->  ১৫  টাকা

২ টি ৬ ভোল্টের Relay -------------------->( ২০ x ২ ) =    ৪০  টাকা

CD 4017 ( IC ) -------------------------------------->   ২৫  টাকা

বাকী অন্যান্য পার্টস ------------------------------------->    ১০  টাকা

সর্বমোট =  ১৬০  টাকা

Level 0

আমি তরঙ্গ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 265 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vai (CD 4017) bosanur beparta akto clear kore boleden noyto jara nuton tara parbena. karon hocche IC er pin 1 konta r pin 16 konta ta kaho e bujhte parbena. IC er upore je U kore kata thake oi dagta kata hoynai. Diagram ta o akto re format kore den tahole e hoyejabe.

tobe sondor hoyeche……. I love Electronics. ami apnar schematic ta songrokkhon kore rakhlam.

    আসলে IC কে বিভিন্নভাবে ড্রইং করা হয়ে থাকে । যখন কোন IC কে তিন/চার জায়গায় বিভক্ত করে দেখানো হয় তখন IC নাম্বারের সাথে a, b, c ইত্যাদি জুড়ে দেয়া হয় । যখন IC এর উপর U আকৃতির চিহ্ন দেওয়া হয় তখন সাধারণত IC এর পিন নাম্বারগুলো দেখানো হয় না । আর যখন IC তে সরাসরি পিন নাম্বারগুলো উল্লেখ করে দেওয়া হয় তখন U আকৃতির চিহ্নটির আর তেমন কোন বিশেষ প্রয়োজন হয় না । যাইহোক আমি IC এর উপর U আকৃতির চিহ্ন দিয়ে ডায়াগ্রামটি পুনরায় আপলোড করে দিলাম ।

    আপনার সুমন্তব্যর জন্য আপনাকে ধন্যবাদ । 🙂

ধন্যবাদ। চেস্টা করবো বানানোর।

    আপনাকেও স্বাগতম । বানানোর পর আশারাখি সার্কিটটি আপনার যথেষ্ট ভাল লাগবে । 🙂

vai apnar kase ki toiri kora ase apnar namber ta den amake my email…[email protected]….01611182403

    হা হা হা … । 🙂 ভাইয়া সার্কিটটি বর্তমানে আমার দেওয়ালের সাথে লটকানো অবস্থায় আছে । সার্কিটটি আমি দিয়েছি আপনাদের বানানোর জন্য । একটু চেষ্টা করে দেখুন তাহলেই পারবেন – তেমন কঠিন কোন কিছু নয় । 🙂

অনেক ভাল । কাজের টিউন । অনেকে উপকৃত হবে । এক কথায় অসাধারণ হয়েছে । অনেক শুভকামনা রইলো…….

    আরে আকবর ভাই যে !! কি সৌভাগ্য আমার !! আপনার কমেন্ট পেয়ে আমি সত্যিই নিজেকে ধন্য মনে করছি । 🙂

    Remote Sensor এর জায়গায় স্পিকার লাগিয়ে দিলে হাততালি বা তুড়ি মেরে লাইট অন অফ হবার সম্ভাবনা কতটুকু?

    Speaker এর পরিবর্তে ভালো মানের Microphone ব্যবহার করতে হবে । এমনকি এটাতে GSM / CDMA সিস্টেমও ব্যবহার করা যাবে । তবে Microphone বা GSM / CDMA সিস্টেমের সমস্যা হলো এটাতে শব্দ যদি এক সেকেন্ডের বেশী হয় তবে False Triggering হতে পারে । অর্থাৎ লাইটটি অন হয়ে পুনরায় বন্ধ হয়ে যেতে পারে । আবার ঘরের ভিতরে যদি অন্য কোন শব্দ হয় সেক্ষেত্রেও এটা False Triggering করতে পারে – যেটা আপনার কাছে অনেক ঝামেলাকর মনে হতে পারে ।

    মারুফ ভাই আপনাকে ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য । 🙂

dukhitoo vai eto boro 1ta kaj amar mathay dukbe na…………….tar poreo try korbo jodi banate pari………

    বর্ণনার দেওয়ার জন্য টিউনটি বড় মনে হচ্ছে – আসলে কাজটি কিন্তু খুবই সোজা । 🙂 আপনি শুরু করেন তারপরে আমরা তো আছিই । 🙂

osadharon valo hoiche.
Kintu tv volume barate gelam othoba channel change korlam, er thokon fan bondho hoye gelo. Tokhon ki korbo?

    ধন্যবাদ ফিরোজ ভাই । আপনি TSOP এর চারিদিকে শক্ত মোটা কাগজের বেষ্টনী দিয়ে দিন – শুধুমাত্র সামনের দিকটায় ১ ইঞ্চি পরিমাণ ব্যাসে ফাঁকা রেখে চোঙ্গার মত করে কাগজটিকে ২ ইঞ্চি পরিমান সামনের দিকে বাড়িয়ে দিন । তাহলেই এটি সোজাভাবে প্রেরিত সিগন্যাল গ্রহণ করবে অন্যদিক থেকে নয় । সবচেয়ে ভাল হয় যদি আপনি সার্কিটটি কোন প্লাষ্টিক বক্সে রাখতে পারেন ।

er ekti kotha,7805 to dekchi valoi hit hocche. Ete koto maper hit sink lagabo.

    ফিরোজ ভাই দেখছি সত্যিই অনেক কাজের লোক !! মাত্র ৮ মিনিটেই আপনি সার্কিটটি বানিয়ে ফেলেছেন !! ইলেকট্রনিক্সে আপনার অনেক দক্ষতা আছে বলতে হবে !! এই সার্কিটে 7805 টি বেশি গরম হওয়ার কথা নয় । হতে পারে আপনার 7805 টি বেশ পুরানো অথবা ত্রুটিপূর্ণ । আপনি 7805 টির পূর্বে একটি 104PF লাগাতে পারেন । PF টির একটি লেগ 7805 এর ১ নং পিনের সাথে সংযুক্ত করুন এবং আরেকটি লেগ Ground এর সাথে যুক্ত করুন । অনুরুপভাবে আরেকটি 104PF, 7805 এর ৩ নং পিনের সাথে সংযুক্ত করে দেখুন আগের মত গরম হয় কিনা । যদি তারপরেও গরম হয় তবে বাজারে ৫ টাকা দামের যে Heat sink গুলো পাওয়া যায় তার একটি কিনে লাগিয়ে দিলেই হবে ।

vai apner prosonsa sunte valo laglo. Kintu jotota bolechen oto oviggo ami noi.
Asol ghotona holo ami onek age 5v jonno 7805 baboher kortam, tokhon dekhtam seti khuv hit hoto. Er hit sink somporke amar valo oviggota nei. Nosto power supplyer hit sink gulo ete kaje lagano jabe?

    পাওয়ার সাপ্লাইয়ের Heat Sink গুলো অনেক বড় হয়ে থাকে । এটা 7805 এর সাথে লাগানোটা ঝামেলাকর মনে হতে পারে এবং জায়গাটা অনেক বেশি লাগবে । তবে আপনি যদি লাগাতে পারেন তবে কোন সমস্যা নেই ।

ইহা বড়ই জটিল …….ভালই লাগালো. চালিয়ে যান…….

    হা হা হা … । 🙂 আসলে অনেক কিছুই বাইরে থেকে দেখতে জটিল মনে হলেও ভিতরটা অনেক সহজ । সার্কিটটি তৈরি করেই দেখেন – তেমন কোন জটিল কাজই নয় । 🙂

ভাই সারকিট ই তো বুঝলাম। কিন্তু remot কিভাবে কাজ করেব তা বুজতে পারছি না। remot এতো একিটি power button থাকে।……

    রিমোর্ট কিভাবে কাজ করবে তা বুঝার জন্য "ব্যবহারের নির্দেশাবলী" অংশটি ভালোভাবে পড়ে দেখুন । এটি শুধু Remote এর Power button নয় – এটি Remote এর যেকোন Button এর সাহায্যেই কাজ করবে । Remote এর যেকোন Button একবার চাপলে শুধু লাইটটি জ্বলবে , আবার যেকোন Button দ্বিতীয়বার চাপলে লাইটটি নিভে যাবে এবং শুধু এবার ফ্যানটি চলবে এবং যেকোন Button তৃতীয়বার চাপলে লাইট এবং ফ্যান উভয়ই চলতে থাকবে । যেকোন Button চর্তুথবার চাপলে ফ্যান এবং লাইট উভয়ই বন্ধ হয়ে যাবে । প্রসেসটি পুনরায় একইভাবে চলতে থাকবে । আশাকরি বুঝতে পেরেছেন ।

    কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ ।

আপনাদের কেউ কি আছেন যে আমাকে এটি বানিয়ে দিতে পারবেন। আমার খুবই উপকার হবে।

    আপনার আশেপাশে টুকটাক ইলেকট্রনিক্সের কাজ করে এমন কাউকে এই ডায়াগ্রামটি দিলেই আপনাকে বানিয়ে দিতে পারবে । 🙂 এটা তৈরি করা তেমন কঠিন কিছু নয় ।

Level 0

ভাই আমি একি সাথে ১,২,৩,৪ ফ্যান ,লাইট, এবং ফ্যান,লাইট মোট ৪টি লাগাটে চাই । তাহলে আমি কি করব দয়া করে্বল্বেন কি ?

    ফরিদি ভাই , আপনি Remote কতবার চাপলে কোন নির্দিষ্ট Load টি চালাতে চান সেটা যদি ক্লিয়ার করেন তাহলে আমি আপনাকে ডায়াগ্রামটি তৈরি করে দিতে পারি । আপনি মোট ২ টি লাইট এবং ২ টি ফ্যান চালাতে চান সেটা বুঝতে পারছি – তবে এটা কিভাবে চালতে চান সেটা বুঝতে পারিনি – এটা কি এককভাবে নাকি সবগুলো একসাথে নাকি জোড়ায় জোড়ায় – ঠিকভাবে আমি এটা বুঝতে পারিনি । আর পারলে আপনার মেইল ঠিকানা লিখে দিয়েন ।

Level 0

ভাই আমি একক ভাবে চালাতে চাই । এবং ফ্যান গলুর power কমাতে এবং বাড়াতে ও চাই Remote এর সাহায্যে। যদি আনি আমাকে সাহায্য করেন ।আমার মেইল হল [email protected]

ভাই আপ না কে ধন্যবাদ ।

    অর্থাৎ আপনি একটি শুধুমাত্র একটি করে ডিভাইস ON করতে চাচ্ছেন এবং যেকোন একটি ডিভাইস ON থাকলে বাকী তিনটি ডিভাইস বন্ধ থাকবে – তাই না ?? কিন্তু ভাইয়া এটার মাধ্যমে আপনি Remote দিয়ে ফ্যান রেগুলেট করতে পারবেন না । ফ্যান রেগুলেট করতে চাইলে সেক্ষেত্রে PIC অর্থাৎ প্রোগ্রামেবল IC লাগবে । PIC সাধারণত বাজারে পাওয়া যায় না – আর পাওয়া গেলেও এগুলো প্রোগ্রামিং করার জন্য প্রোগ্রাম কার্ড এবং প্রোগ্রাম সফট্যায়রটি থাকতে হবে – যেগুলো বাজারে পাওয়া প্রায় অসম্ভব !! 🙂

কাউন্টারের ফাংশনটা বুঝলাম না।

    এখানে IC টি Remote Button একের পর এক চাপার Sequence অনুযায়ী কাজ করছে – এটাই হলো কাউন্টিং ফাংশন ।

Level 0

ভাই তাহলে এখন কি ভাবে তা সম্ভব কিংবা এই কাজটি করার জন্য কি কনো বই বাজারে পাওয়া জাবে কি ? যদি বলেন তাহলে উপকার হয় ।

আপনাকে ্ধ্যবাদ।

    আজকাল কলা গাছ কাহাকে বলে তা থেকে শুরু করে অনলাইনে কিভাবে টাকা কামাইতে হয় তার বইও পাওয়া যাচ্ছে । আপনি খুজে দেখেন পেতেও পারেন । তবে আপনি যে ধরনের ডিভাইস চাচ্ছেন সে ধরনের ডিভাইস বাজারে কিনতে পাওয়া যায় – যেগুলোর মূল্য ১ থেকে ২ হাজার টাকার মধ্যে । আপনার জন্য সে ধরনের ডিভাইসই উপযোগী ।

Level 0

ভাই আমি একক ভাবে ৪টি লাইট ,ফ্যান ওন ও অপ করতে চাই তাহলে আমাকে কি কাজ করতে হবে । Please ববেন কি ভাই ?

    আমি ডায়াগ্রামটি পুনরায় আপনার জন্য তৈরি করে ৩/৪ দিনের ভিতর আপনার মেইল ঠিকানায় পাঠিয়ে দিব । 😉 যেকোন বাটন একবার চাপলে প্রথমে লাইট জ্বলবে , এরপর আবার যেকোন বাটন একবার চাপলে ফ্যান ঘুরবে , পুনরায় যেকোন বাটন একবার চাপলে অন্য একটি লাইট জ্বলবে এবং যেকোন বাটন আরও একবার চাপলে অন্য একটি ফ্যান ঘুরবে – আমি সেভাবে আপনাকে ডায়াগ্রামটি তৈরি করে দিচ্ছি । আপনি ৩/৪ দিন পর আপনার মেইল ঠিকানায় খোঁজ করিয়েন । 🙂

    ডায়াগ্রামটি আপডেট করে আপনার মেইলে পাঠানো হয়েছে । আপনার মেইল চেক করুন । 🙂

ধন্যবাদ।

Level 0

আপডেট ডায়াগ্রামটি এখন ও আমার মেইলে আসেনি ।ভাই Please এক বার দেখবেন কি ?

ধন্যবাদ।

Level 0

ভাই আপ নাকে অনেক ধন্যবাদ ।

Thanks,Ai Rokom 1 ti Dorkari Jinish Shobaike Dewaar Janno.Torongo vhai Ami Ekhane notun.Eta E Amar 1st Comments.Amar Janar Ecchhe TSOP 1738 Er Jaygay Microphone Use Korte Cai Tahole microphone er 2 pa/terminal konta kothay use korbo janale upokrito hotam.R Regular Ei Rokom Important Jinish Upload kore Amader k Dhonno korte vhulben na.Abaro Dhonnobad.

Viy ami apnar link thaka download karta parcina.e mail karl valo haba [email protected]

Level 0

ভাই দয়াকরে পিসিবি বোর্ড এর ডিজাইন দিতে পারবেন? তাহলে খুবই উপকৃত হতাম। আর এটা কি বাজারে পাওয়া যাবে?

ভাই রিমোট এর ব্যাপারে কিছু তো বললেন না …. রিমোট কোনটা ব্যবহার করব?

Level 0

তরঙ্গ ভাই আপনার নাম্বারটা পেতে পারি ?

vi sob bosailam bt relay amni amni on of hoi, R relay ar NC open hoi bt NO conect hoi na

Level 0

taranga bhai.. ami kit ta baniye c6i kintu chalu hochhe naaa…… ar 4 ta light jalanor kit ar ek bar dao na bhaiii…

Level 0

Dear Brother this is nice post but I need a 5 channel Remote control circuit. Will plz give me that? If you can plz mail me this email address: [email protected]
Mob: 01714162835

Level 0

Dear Brother this is nice post but I need a 5 channel Remote control circuit with fan regulator. Will you plz give me that? If you can plz mail me this email address: [email protected]
Mob: 01714162835

Level 0

nice tune

Level 0

আমার একটা সমস্যা হচ্ছে যখন লাইন দিচ্ছি তখন লিড ২ অথবা ৩ জলছে,যদি ২ জলে থাকে তাহলে রিমোট চাপার সাথে সাথে ৩ জলছে ,৩ এতসময় পর্যন্ত জলছে যত সময় ঠিক যত সময় ধরে রিমোট এর বাটন চাপা হচ্ছে ,আবার বাটন চাপা শেষ হলে ৩ বন্ধ হয়ে যাচ্ছে , এভাবে একাধিক বার চাপার পর ৩ জলে থাকছে আবার একাধিক বার চাপার পর বন্ধ হচ্ছে ,সমস্যা হল এভাবে যদি অন অফ করতে হয় তাহলে তো একাধিক বার কানেক্ট ডিসকানেক্ট হয় তাহলে তো ফ্যান লাইট সব নষ্ট হয়ে যাবে ‘
আমার জানা মতে আমি সার্কিট ঠিক ভাবেই সংযোগ দিয়েছি ,আপনি যদি অনুমান করে থাকেন আমার কোথাও ভুল হচ্ছে দয়া করে সমাধান দিবেন আমি কৃতজ্ঞ থাকব । আমার ই মেল [email protected]

Level 0

CD 4017 ( IC ) পাইনা তাই সম্পুরন কতে পারিনি

Level 0

CD 4017 ( IC ) পাইনা তাই সম্পূর্ণ করতে পারিনি ……………………।

Level 0

bro pcb desing ta den

Ami Parts Pai na Please Amake Ekti Toiry Kore Din Kinte Chai, 001950839247 [email protected]

ami sudhi pin 2 theke output niyechi, light on hoy kintu 2,1 minute por automatic off hoye jay, ki korbo sir?

vi, circuit diagram ta download kora jassa na ,please jodi diagram ta akto mail a ditan tahola vlo hoto, [email protected]

ভাইয়া ডায়াগ্রাম টা দেখতে পারছি না।বারবার এরোর দেখাচ্ছে।সার্কিট ডায়াগ্রামটা আমাকে মেইল করবেন প্লিজ ভাইয়া।আমার ইমেইল [email protected]