নিয়নবাতি [পর্ব-৩৭] :: খুব সহজেই ঘরে বসে তৈরী করুন নিজের মিনি এফএম রেডিও স্টেশন

টিউন বিভাগ ইলেক্ট্রনিক্স
প্রকাশিত
জোসস করেছেন

এফএম ট্রান্সমিটার কি?
এফএম ট্রান্সমিটার হলো সেই ডিভাইস যা হতে একটি নির্দিষ্ট রেঞ্জে (যেমন 87.5-108 MHz) ফ্রিকুয়েন্সি আউটপুট হয়; এই ফ্রিকুয়েন্সিই আপনার এফএম রেডিওতে পৌছায় আর আপনি নির্দিষ্ট চ্যানেলে (ফ্রিকুয়েন্সিতে) টিউন করতে পারেন। সোজা কথাতে এফএম ট্রান্সমিটার হলো এফএম প্রেরক যন্ত্র।

বাণিজ্যিক এফএম স্টেশনে শক্তিশালী এফএম ট্রান্সমিটার থাকে। ব্যক্তিগতভাবে অধিক দূরত্বের এফএম ট্রান্সমিটার ব্যবহার বেআইনী তাই আজ আমরা মিনি এফএম ট্রান্সমিটার নিয়ে আলোচনা করবো;সো লেটস গো.

কম্পোনেন্ট:
Q1= BC457 [সিনোনিম ট্রানজিস্টারও ব্যবহার করতে পারেন যেমন BC548 কিংবা n-p-n ট্রানজিস্টার]
C1= 102 pf
C2= 22 pf-100pf
R1=330 ohm
R2= 4.7 k ohm
VC1= 0-100 pf [এটা হলো ভেরিয়েবল ক্যাপাসিটর; এটাকে ট্রিমার বা টিউমার নামে পাওয়া যায়]
L1= 0.1 uH [ইন্ডাকশন কয়েল]
MC1= কনডেনসার মাইক
BAT1= 9v ব্যাটারি

এবার নিচের সার্কিট মতো সংযুক্ত করুন [আপনি চাইলে ভেরো বোর্ড নয়তো প্লাস্টিক বোর্ড ব্যবহার করতে পারেন]

উপরের সার্কিট'টি খুবই সহজ এবং অল্প টাকাতে [ব্যাটারি ছাড়া ৫০ টাকার ভেতরে হয়ে যাওয়া উচিত] তৈরী করতে পারবেন।

কিছু বিষয়:
সকল সিরামিক ক্যাপাসিটর এবং সকল রেজিস্টার হবে কোয়াটার ওয়াটের। অনেকেই সফল ভাবে সার্কিট তৈরীর পরও ট্রান্সমিট করতে ব্যর্থ হন কেননা তারা L1 ভালোভাবে তৈরী করতে পারেন না। খুব ভালো যদি ইনডাকশন মেপে ট্যাংক কয়েলটি তৈরী করতে পারেন তবে সেটি সম্ভব না হলে ২২ গেজের কপার ইনসুলেটেড ওয়্যার একটি পেন্সিলে ৮-১০ টার্ন দিন এবং লক্ষ্য রাখবেন যেন দুটি লেগ পরস্পর সমান্তরাল অবস্থানে থাকে।
কনডেনসার মাইকে অনেক সময় +/- চিহ্ন থাকতে পারে, না থাকলেও সমস্যা নেই। অ্যান্টেনা হিসেবে ২৫-৩০ সেমিঃ লম্বা কপারের তার ব্যবহার করতে পারেন। সম্পূর্ণ সার্কিট'টি তৈরী হলে ব্যাটারিতে সংযোগ দিন এবং আপনার এফএম রেডিও On করে অটো টিউন করুন; একটি নির্দিষ্ট স্থানে এসে শো শো শব্দ করলে আপনি MIC1 তে কথা বলুন এবং কিংবা সাউন্ড জেনারেট করুন দেখুন আপনার রিসিভারে [এফএম রেডিওতে] সেটা শোনা যায় কিনা?! যদি শোনা না যায় তবে ট্রিমার'টি ঘুরিয়ে নির্দিষ্ট ফ্রিকুয়েন্সিতে সেট করুন. ব্যাস এনজয় করুন আপনার হোমমেড মিমি এফএম ট্রান্সমিটার!

খেয়াল করুন:
★ অর্নেস্টলি বলতে গেলে এটা প্রফেশনালি এফএম ট্রান্সমিটার নয় এবং সায়েন্স প্রজেক্ট কিংবা ঘরের একটি নির্দিষ্ট এরিয়াতে ব্যবহার করতে পারেন; রেঞ্জ সঠিক করে বলা সম্ভব নয় কেননা এটি রিলেটিভ ব্যাপার তবে ১০০ মিটারের মতোই দূরত্বে সিগন্যাল ট্রান্সমিট করতে পারবেন আশা করি।
★ ইচ্ছাকৃত যাচ্ছে তাই ব্যবহার করে প্রতিবেশীর রেডিও সিগন্যালের বারোটা বাযাবেন না কেননা Right(অধিক) পেয়ে Right (সঠিক) কাজটা করি বলেই তো আমরা মানুষ।

এতোদূর টিউন পড়ে এতো কম রেঞ্জ শুনে নিশ্চয়ই আপনার মন খারাপ হওয়ায় স্বাভাবিক তাই আপনার জন্য 1km এর FM Transmitter সার্কিট'টি ডায়াগ্রাম'টি দিলাম; আশা করি এইবার তো খুশী হয়েছেন [কম্পোনেন্ট ডিটেইল ডায়াগ্রামেই দেওয়া রয়েছে]

ভিজ্যুয়ালাইজেশন:

সবিশেষ সবার জন্য শুভেচ্ছা রইলো।
ফেসবুকে আমি→নিশান আহম্মেদ নিয়ন

আল্লাহ হাফেজ

Level 2

আমি নিশান আহম্মেদ নিয়ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 27 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস