ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-৬৭]::ট্যাংক কে যখন পানির দরকার তখন পানি উঠবে, যখন পানির দরকার নাই তখন পানি উঠবে না

আমার টেকটিউনস এর বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা

আমি আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি

আজকে আপনাদের কে একটি ছোট টিউনস উপহার দিব

যদিও টিউনস ছোট্ট কিন্তু খুবই প্রয়োজনীয় একটি টিউনস।

আজকে আমি যে প্রজেক্টটি দেখাবো এই প্রজেক্টটি

টিউনের শিরোনাম দেখে হয়তো অনেকেই বুঝতে পেরেছেন

মোটর দিয়ে কিভাবে অটো সিস্টেমে পানি উঠাব,

ট্যেংকে যখন পানি কমে যাবে তখন অটোমেটিক সিস্টেমেই
মোটর ঘুরতে থাকবে এবং পানি উঠতে শুরু করবে

আবার যখন পানিতে ট্যাংক ভরে যাবে অটো সুইচ বন্ধ হয়ে যাবে কখনো ট্যাংক ভরে উপর দিয়ে পানি পরবেনা

তার আগে অটোমেটিক সিষ্টেমে পানি উঠা বন্ধ হয়ে যাবে,

আমাদের আজকের এই প্রজেক্টটি বানাতে হলে যা লাগবে আসুন দেখে নেই

প্রথমে আমাদের একটি আইসি দিয়ে ছোট সার্কিট বানাতে হবে এই সার্কিট থেকে তিনটি

তার আসবে পানির ট্যাংক ভিতরে একটি প্লাস্টিক  পাইপ এর মধ্যে, প্লাস্টিক পাইপ এর মধ্যে আমরা কিভাবে তার গুলা লাগাব এবং ট্যাংক ভিতরে প্লাস্টিক পাইপ কিভাবে সেট করব আসুন কয়েকটি ছবি দেখি

 

ছবিতে দেখুন ট্যাংক উচ্চতা অনুযায়ী একটু ছোট একটি প্লাস্টিক পাইপ

কেটে নিবেন যেন ট্যাংক এর ভিতরে পাইপ টি দার করে রাখা যায়

সার্কিট থেকে আসা তিনটি তার প্লাস্টিক পাইপ এর মধ্যে পেচিয়ে দিবেন

সার্কিট বানাতে হলে- সার্কিট কিভাবে কাজ করে আমার এই ভিডিওটি দেখুন।
ভিডিওর শেষে সম্পূর্ণ সার্কিট ডায়োগ্রাম দেয়া আছে।

https://www.youtube.com/watch?v=1E_0PFrSxRE

 

 

Level 3

আমি সেন্টু খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 23 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস