টিউনটি তে মুলত নতুনদের জন্য একটি সার্ভিস অফার করা হচ্ছে।
৫০ -১০০ টাকার Arduino এর বৈশিষ্ট-
এটার প্রয়োজনীয়তা কোন ক্ষেত্রে?
যেসব ক্ষেত্রে আপনি একটি ছোট প্রোগ্রাম (যেখানে 1 kb থেকে 7 kb হলেই হয়) বা কাজের জন্য ৩০০ বা ৪০০ টাকার আরডুইনো বোর্ড বসিয়ে দেন, এবং মাত্র একবার প্রোগ্রাম সেট করলে আর পরিবর্তন করার দরকার হবে না। অবার প্রজেক্টটির খরচ নির্ধারিত বাজেটের বাইরে চলে যাচ্ছে.
সেসব ক্ষেত্রে এটির ব্যবহার লাভজনক।
আসল কথা হলো. এটি আরডুনো নয়
একটি AVR microcontroler।
এতে আপনার আর্ডুইনো কোডটি convert করে chip টি তে Write করে দেওয়া হবে।
এবং Arduino এর মত input output সকল পিন নাম্বার থাকবে।
এজন্যই মুলত খরচটা এত কম.
আরডুইনো বোর্ড দিয়ে যা যা করা যায় তার সবই করা যাবে.
যেমন- 1. LED light Controling
and various small project
যারা নতুন বা এই কাজটি জানা নেই তারা আমার সাহায্য নিতে পারেন। আমি Arduino কোড ব্যবহার করে এ সকল IC দিয়ে dotmatrix display, Digital clock & Lighting এর কাজ করি। তবে আমি প্রোগ্রামিং ততটা expert না।
অথবা
আপনি যদি শিখে নেন কিভাবে এই কাজগুলো করা হয়। তাহলে আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে.
কারন সেক্ষেত্রে উল্লেখিত কিছু আই সি ৪০- ১০০ টাকার মধ্যেই পাবেন।
এর বিস্তারিত টিউটোরিয়াল পেতে আমার সাথে যোগাযোগ করতে পারেন। টিউটোরিয়ালের পাশাপাশি যে কোন সমস্যায় আমার সাপোর্ট পাবেন। নিশ্চয় পারিশ্রমিক আশা করব। ধন্যবাদ!
Email- [email protected]
আমি আরিফ মালিথা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।