আসসালামু আলাইকুম, বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে খুব সহজে নিজের জন্য একটি USB টেবিল ল্যাম্প তৈরি করতে হয়। এই ল্যাম্পটি তৈরিতে যেগুলো উপকরন ব্যবহার করা হয়েছে তা আপনি খুব সহজেই হাতের কাছে পেয়ে যাবেন।
এই ল্যাম্পটি ৫ ভোল্ট এ চলবে। USB ডাটা ক্যাবল ব্যবহার করা হয়েছে। সুতরাং এতে যেকোনো USB SOURCE হতে পাওয়ার সাপ্লাই দেয়া যাবে। যেমনঃ mobile charger, power bank, OTG supported Smartphone/Tab, Desktop/Laptop computer etc.
চলুন কথা না বাড়িয়ে কাজ করেই বুঝি। এই ল্যাম্পটি তৈরি করতে যা যা লাগবে:
কার্যপ্রণালীঃ
আমি এখানে বিস্তারিত আলোচনা করছি তারপরেও কারও যদি বুঝতে সমস্যা হয় তাহলে তাহলে ভিডিওটি দেখতে পারেন অথবা টিউমেন্ট করবেন। আমি উত্তর দেয়ার চেষ্টা করবো
আমাদের মেইন কাজ শেষ এখন আমাদের স্ট্যান্ড এবং LED এর আলো জেন চোখে না লাগে এর জন্য ছাউনি বানাতে হবে যা আপনারা নিচের পিকচার টা দেখলেই বুঝতে পারবেন
এই প্রোজেক্টটি করার মাধ্যমে Electronics hobbyist এবং beginner দের গবেষণার সুযোগ থাকবে।
এই টিউনটি ভাল লাগলে অবশ্যই জোসস করেবেন।
চ্যানেল লিঙ্ক Channel
আমি ranabd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 56 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।