(আজকের সার্কটটি হল অটোমেটিক ব্যাটারি চার্জার)
বন্ধুরা আশাকরি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি,
এখন একটি বিশেষ ধরনের ব্যটারী চার্জার সার্কিট দেখব এটি একটি স্বয়ংক্রিয় (অটোমেটিক) এবং, স্থির ভোল্টেজ
আউটপুট দেয় (রেগুলেটেড) শর্ট সার্কিট প্রোটেকটেড ইত্যাদি। এই চার্জার থেকে 6 এবং 12 volt এর ব্যটারী চার্জার করা যায়। 6 এবং 12 volt এর ব্যটারী চার্জার করার জন্য শুধু মাত্র একটা জেনার ডায়োড পরিবর্তন করলেই চলে। অর্থাৎ জেনার ডায়োড ছাড়া সার্কিট দুটির ক্ষেত্রেই একই থাকবে। এই সার্কিটি খুবই নিরাপদ কোন
কারণে যদি সার্কিটের আউটপুট টার্মিনল +ve ও -ve পরস্পর
ঠেকে যায় তাহলেও সার্কিট পুড়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভবনা
থাকে না। অর্থাৎ পোরো শর্ট সার্কিট প্রোটেকশন এই সার্কিটে রয়েছে।
৬ ভোল্ট ১২ ভোল্ট শর্ট সার্কিট প্রটেক্ট ব্যাটারি চার্জার 6 volts 12
শর্ট সার্কিট প্রোটেকশন না থাকলে যে কোন ইলেকট্রনিক্স মূল্যবান সার্কিট এভাবে পুড়ে নষ্ট হয়ে যেতে পারে।
6 এবং 12 volt এর যে কোন ব্যটারী চার্জ করা যায়।
এই চার্জারের সাাহায্যে যে কোন ধরনের গাড়ি ও ইনভার্টারের ব্যাটারিকে চার্জ করা যায়।
আজকের শর্ট সার্কিট প্রজেক্ট সার্কিটটি তৈরি করতে কি কি পার্টস গুলো লাগবে দেখে নেই
SCR 400 volt একটি
BC-557 ট্রান্জিস্টর একটি
BC-548 ট্রান্জিস্টর একটি
রেক্টিফায়ার ডায়োড একটি
25E-20w রেজিস্টর একটি
যিনার ডায়োড একটি
100uf 25v ইলেক্ট্রলাইটিক কেপাসিটর একটি
560E 1w রেজিস্টর একটি
10k রেজিস্টর একটি
FUSE একটি
সার্কিট ডায়গ্রাম
সার্কিট বুঝতে কোন রকম সমস্যা হলে আমার ইউটিউব চ্যানেল দেখুন বিস্তারিত জানতে পারবেন এবং নিজেই তৈয়ারি করতে পারবেন,
https://www.youtube.com/watch?v=CKFJSiVyNJA
৬ ভোল্ট ১২ ভোল্ট শর্ট সার্কিট প্রটেক্ট ব্যাটারি চার্জার,
ব্যটারী যাতে খুব ভাল ভাবে এবং সম্পূর্ণ চার্জ হতে পারে, সেইজন্য চার্জারের আউটপুট ভোল্টেজ 6-ভোল্টে এর ব্যাটারীর ক্ষেত্রে 7.2-ভোল্ট এবং 12-ভোল্ট এর ক্ষেত্রে 14-ভোল্ট রাখা আছে। হাই অ্যাম্পিয়ার রেটে চার্জিং, চার্জর ওয়ারিং কে দ্রুত নষ্ট করে দিতে পারে, চার্জার ট্রান্সফরমারের উপরও খুব চাপের সৃষ্টি করে সেইজন্যই এই সার্কিট চার্জিং কারেন্টকে নির্দিষ্ট অ্যাম্পিয়ার এর মধ্যে বেদে রাখে।
এই চার্জারের সাাহায্যে যে কোন ধরনের গাড়ি ও ইনভার্টারের ব্যাটারিকে চার্জ করা যায়।
আমি সেন্টু খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 23 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।