অর্ণবের ইস্কুল [পর্ব-১৪] :: ঘরে বসেই তৈরী করুন বার্নিং লেজার লাইট আর আগুনকে বশ করে নিন নিজের হাতের মুঠোয়

ছোটবড় আমরা প্রায় সকলেই লেজার লাইট ব্যবহার করি; এই আধ-ধামরা বয়সে এখন পর্যন্ত রাতের আধারে লেসার লাইট নিয়ে দুষ্টমি করতে আমার খুব ভালো লাগে।
তবে বিজ্ঞান হলো সেই ভয়ংকর সুন্দর সৃষ্টি যেখানে সৌন্দর্যের সাথে সাথে মিশে থাকে ভয়নাক আর হাঁড় কাপানো কিছু উদ্ভাবন যেমন আলোক বর্ণালী পরমাণুর পিছে থাকা নিউট্রন দিয়েই তৈরী হয় পারমানবিক বোমা!
ঠিক তেমনি একটা মজাদার সায়েন্টিফিক ক্রিয়েশন হলো "বার্নিং লেজার লাইট"।

বার্নিং লেজার আসলে কি?
মূলত আমরা যেসকল বার্নিং লেজার লাইট ব্যবহার করি সেগুলি শুধুমাত্র আলোক বর্ণালীর খেলা করে আর বার্নিং লেজার লাইটে আলোর সাথে সাথে তাতে আগুন জ্বালিয়ে দেবার ক্ষমতা থাকে অর্থাৎ বার্নিং লেজার লাইটের আলোতে আপনি যা ইচ্ছা তাতে আগুন ধরিয়ে দিতে পারবেন বা পুড়িয়ে দিতে পারবেন।
আশাকরি:
উপাদন:
(১) লেজার ডায়োড ১ পিস
(২) ভোল্টেজ রেগুলেটর আইসি LM317T ১পিস
(৩) ১০০ ওহম পটেনশিওমিটার ১পিস
(৪) ১০ ওহম রেজিস্টার ২পিস
(৫) 1N4001 রেকটিফাইয়িং ডায়োড ১পিস
(৬) 47uf 35v ক্যাপাসিটর
(৭) ৬ ভোল্ট পাওয়ার ব্যাটারি
(৮) কিছু ওয়্যার (পরিমানমত)
কাজ:
সবার আগে পুরাতন ডিভিডি প্লেয়ার হতে লেজার ডায়োড আলাদা করে নিন। সাধারণত এটি আপনি ইলেকট্রনিক্স মেরামতের দোকান হতে সংগ্রহ করে নিতে পারেন।
মার্ক করা লাল বৃত্তের অংশটুকু খেয়াল করুন:

লেজার ডায়োড চিহ্নিত করুন এবং সাবধানে তা আলাদা করুন:

লেজার লাইট বিচ্ছিন্ন করুন:

এরপর নিচের সার্কিটের মতোন সংযুক্ত করুন :

এরপরো যদি এমন লেজার ডায়োড তৈরী করতে সমস্যা হয় তাহলে নিচের সরল লেজার বার্ণার তৈরীর ভিডিওটি সহায়ক হতে পারে।


সতর্কতা :মজা কিংবা ফান করার জন্য এটা কারোর চোখে/ ত্বকে দিবেন না।
আগুন তথা ফায়ারিং বিপদ সম্পর্কে সচেতন থাকবেন।
তথাপি সার্কটের কোন অংশ বুঝতে প্রবলেম হলে টিউমেন্টে জানাবেন।

ফেসবুকে আমার বন্ধু হউন→অর্ণব আহসান
আমার কমিউনিটিতে নিমন্ত্রণ রইলো→অর্ণব আহসান
আল্লাহ হাফেজ

Level 5

আমি আসিফ ইব্রাহীম। Tech Expert, Bangladesh Cyber Security, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 20 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 10 টিউনারকে ফলো করি।

Technology Expert


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস