বন্ধুরা কেমন আছেন সবাই আশাকরি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি
আমার টেকটিউনস এর সকল বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা
আজকে আপনাদের কে সুন্দর একটি প্রজেক্ট দেখাব সিম্পল ইনভার্টার,
সিম্পল ইনভার্টার এই প্রজেক্টটি তৈরি করুন কোন রকম ইলেকট্রনিক্স পার্টস ছাড়াই
এই ইনভার্টার বানানো একেবারে সহজ এই সিম্পল ইনভার্টারটি বানাতে আপনার হাতে গোনা কয়েকটি পার্স লাগবে
এই পার্টস গুলো সব জায়গায় কিনতে পাওয়া যাবে এবং সবাই বানাতে পারবেন
আসুন এবার দেখে নেই এই সিম্পল ইনভার্টার বানাতে আমাদের কি পার্স লাগবে এক নজরে দেখে নেই-
ইনভার্টার বানাতে প্রথমে লাগবে একটি ট্রান্সফরমার যদি ৬ ভোল্ট চালাতে চান তাহলে ৬ ভোল্ট ট্রান্সফরমার একটি
তারপর লাগবে একটি মোটর ট্রান্সফরমার ভোল্টের সাথে মিল রেখে
ট্রান্সফরমার ভোল্টের সাথে মিল রেখে 6 অথবা 9 ভোল্ট ব্যাটারি একটি
সার্কিট অন অফ করার জন্য একটি সুইচ
ব্যাটারি সংযোগ দেওয়ার জন্য মিনি ব্যাটারি ক্লিপ দুইটা
ইনভার্টার চেক করার জন্য LED ৫ ওয়াট AC ২২০v বাতি একটি
পেন্ডেল হোল্ডার একটি
আজকের সিম্পল এই ইনভার্টার ছবি
সিম্পল এই ইনভার্টার কিভাবে কাজ করে ভিডিওটি দেখুন
আমি সেন্টু খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 23 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যা দিয়ে কিছুই করা যাই না তা বানানোয় ভাল।