hello everyone!
আজেকের আলোচনার মূল বিষয়- ইলেক্ট্রোনিক্স ও ইলেক্ট্রিক্যালের মধ্যে পার্থক্য।
ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং এর গোড়াপত্তন থেকেই একটা কমন প্রশ্ন লক্ষণীয়, ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রোনিক্স বিষয়ের মধ্যে পার্থক্য কি? আমরা অনেকেই এই দুই বিষয়কে একসঙ্গে গুলিয়ে ফেলি। ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রোনিক্স এর সমন্বয়ে গঠিত হয় ইইই (ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং)। যা প্রায় সকল বিশ্ববিদ্যালয়ের প্রথম সারির পঠিত বিষয়। কিন্তু এখনো ইইই এর নাম শুনলে অনেক বাঙালীর চোখে ভাষে বাসা-বাড়ির ইলেক্ট্রিক মিস্ত্রি! যারা লাইট ফ্যান ঠিক করে, হাউজ ওয়্যারিং করে। এই ভ্রান্ত ধারনার কারন হচ্ছে ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রোনিক্স বিষয়ে আমাদের অজ্ঞতা। তাই আজকের আলোচনার মূখ্য বিষয় এই মধ্যকার পার্থক্য।
আমাদেরকে আগে ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক্স সম্পর্কে পার্টিকুলার জ্ঞান অর্জন করতে হবে।
ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা তড়িৎ প্রকৌশল হল ইঞ্জিনিয়ারিং ফিল্ড বা ক্ষেত্রের সেই শাখা যেখানে সাধারণত বিদ্যুৎ এবং তড়িৎচুম্বকত্ব নিয়ে গবেষণা এবং প্রয়োগ করা নিয়ে বিশদ পড়াশুনা বা জ্ঞান লাভ করা হয়।
ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কাজের উদাহরন হল-
বিভিন্ন নন-লিনিয়ার এবং একটিভ বৈদ্যুতিক সরঞ্জাম ও ইলেকট্রনিক্স উপাদান এবং ডিভাইসের ইলেকট্রনিক সার্কিট, ডিভাইস এবং সিস্টেম ডিজাইন যেমন ইলেক্ট্রন টিউব এবং অর্ধপরিবাহী ডিভাইস, বিশেষ করে ট্রানজিস্টর, ডায়োড এবং ইন্টিগ্রেটেড সার্কিট ইত্যাদি নিয়ে যে শিক্ষা তা ই হল ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং।
আমি নিশাত মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।