বন্ধুরা কেমন আছেন সবাই ? আমি আশা করি সবাই ভাল আছেন, আমি মোঃ সেন্টু খান আজ আপনাদের কে অল্প পার্টস এর মধ্যে খুব প্রয়োজনীয় একটা প্রজেক্ট দেখাব, এই প্রজেক্টটি সকলেই তৈরী করে ব্যবহার করতে পারবেন,কেমন হয়,যদি রাত নামলে অটোমেটিক ভাবেই বাতি গুলো জ্বলে যায়,আবার রাত ফুরিয়ে দিনের আলো ফুটে ওঠা মাত্র বাতি গুলি নিভে যায়? বেশ মজা হয়,তাই না? হাঁ,এবার আমি এমনই একটি প্রজেক্ট আপনাদের সামনে উপস্থাপন করছি।
মাত্র কয়েকটি পার্টস নিয়ে গঠিত এ সার্কিটটি বেশ কাজের যে সকল ক্ষেত্রে সময় মতো- অরথাৎ অন্ধকারের সময় জ্বালাতে হয় যেমন বাগানে,রাস্তায় অথবা ঘড়ের বাহিরে ইত্যাদি স্থানে সে সকল স্থানে এ ধরনের একটি প্রজেক্ট একান্ত অপরিহার্য। কারণ অনেক সময় অসতর্কতা বশত সময় মত বাতি জ্বালানো না হলে যেমন অসুবিধা হয় তেমনি বাতি নিভানোর ভুলে বিদ্যুৎ অপচয়ও বাড়ে।
অনেক সময় দেখা যায় দিনের বেলায় রোড লাইট জ্বলে থাকে এভাবে বিদ্যুৎ অপচয়ও বাড়ে। আসুন আর কথা না বাড়িয়ে সার্কিটটি দেখি কিভাবে তৈরী করব। প্রথমে পার্সগুলার সাথে পরিচিত হয়ে নেই
সার্কিট টিতে মূলত কাজ করছে এই (LDR) টি এল,ডি,আর। এই সার্কিট টিতে মূলত কাজ করছে একটি এল,ডি,আর এলডিআর এর উপরে যখনি দিনের আলো পড়বে তখনি সার্কিট এর সাথে লাগানো বাতি গুলো নিভে যাবে আবার যখন এলডিআর এর উপর রাতের অন্ধকার পরবে তখনই সার্কিট এর সাথে লাগানো বাতিগুলো উজ্জল হয়ে জলে উঠবে।
সার্কিট লাগানো ভলিউম অথবা ভেরিএবল রেজিস্টার ঘুরিয়ে এডজাস্ট করতে হবে কতটুকু এলডিআর এর উপর দিনের আলো পরলে সার্কিট এর সাথে লাগানো বাতিটি নিভে যাবে আবার কত টুকু রাতের আঁধার পরলে বাতিটি উজ্জ্বল হয়ে জ্বলে উঠবে
ট্রায়াক (TRIAC)
একটি বিষয় খেয়াল করবেন অবশ্যই একটি সার্কিটের উপর আপনার ঘরের সব বাতির লোড দিবেন না এখানে দেখতে হবে আপনি যে ট্রায়াক সার্কিটে লাগাবেন এম্পিয়ার কত ট্রায়াক এর এম্পিয়ার সাথে মিল রেখে অবশ্যই লোড দিবেন সবচাইতে ভালো হয় একটা বাতির জন্য একটা সার্কিট ব্যবহার করা এখানে কয়েকটি ট্রায়াকের নাম্বার দিয়ে দিলাম= BT137 অথবা BT136 আথবা BT16 সবচাইতে ভালো হয় একটা বাতির জন্য একটা সার্কিট ব্যবহার করা
ড্রায়াক (DRIAC)
DRIAC D-84 ব্যবহার করতে পারেন সামান্য কয়েকটি পার্স দিয়ে নিজেই তৈয়ার করতে পারবেন করতে পারবেন কিন্তু খুব সাবধান সার্টিটি যেহেতু 220v AC সরাসরি বিদ্যুৎ দিয়ে চলবে সার্কিটটি কোথাও খালি হাত দিয়ে ধরা যাবে না আমার অনুরোধ থাকবে ছোট বাচ্চারা এবং বিদ্যুৎ সম্বন্ধে যাদের একেবারেই ধারনা নাই আপনারা কখনো প্রজেক্টটি তৈরী করার চেষ্টা করবেন না
R2=47k
VR=500k
প্রজেক্টট ভিডিও লিংক ভিডিওটি দেখলে হয়তো তৈরী করতে সহজ হবে
আমি সেন্টু খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 23 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সেন্টু ভাই, আপনার প্রজেক্ট গুলো সত্যি অসাধারণ। আমি আপনার প্রজেক্ট গুলো বহুদিন ধরে অনুসরণ করি। আপনার প্রজেক্ট থেকে আমি নিজেও কিছু প্রজেক্ট তৈরি করেছি। ধন্যবাদ ভাই। এগিয়ে জান। ইলেকট্রিক্যাল
সেন্টু ভাই,
আপনার প্রজেক্ট গুলো সত্যি অসাধারণ। আমি আপনার প্রজেক্ট গুলো বহুদিন ধরে অনুসরণ করি। আপনার প্রজেক্ট থেকে আমি নিজেও কিছু প্রজেক্ট তৈরি করেছি। ধন্যবাদ ভাই। এগিয়ে জান। ইলেকট্রিক্যাল