ইলেকট্রনিক্স এর জাদুগিরি [র্পব-৬০] :: লংরেঞ্জ FM ট্রান্সমিটার এন্টেনা তৈয়ার করুন নিজের হাতে

ইলেক্ট্রনিক্স এর জাদুগিরি

আসালামু আলাইকুম,

আমার সব বন্ধুদের জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদের আগাম শুভেচ্ছা আপনাদের কে বেশ কয়েকটি FM ট্রান্সমিটার সার্কিট ডায়াগ্রাম দিয়েছি এর মধ্যে লংরেঞ্জ ট্রান্সমিটরও রয়েছে কিন্তু লংরেঞ্জ ট্রান্সমিটর এন্টেনা ছাড়া ভাল কাজ করে না এর জন্যই আজ আপনাদেরকে লংরেঞ্জ FM ট্রান্সমিটারের সাথে ব্যবহারের জন্য একটি এন্টেনা নিজের হাতে বানাতে পারেন, এ জন্য একটি ভিডিও দিয়েছি ভিডিওটি দেখে হয়তো সহজে তৈরী করতে পারেন ছবিটি দেখে যদিও কঠিন মনে হয় আসলে এত কঠিন না একটু চেষ্টা করলে আপনিও হয়ত তৈয়ার করতে পারবেন।

FM অরজিনিয়াল এন্টেনার ছবি টি দেখুন

এবার আসুন দেখে নেই আমরা নিজের হাতে কিভাবে লংরেঞ্জ FM টান্সমিটার এন্টেনা তৈরী করব, ছবিটি দেখে নেই

এলুমিনিয়াম ঢাকনা

কেবল যেক যেভাবে সেট করবেন

অ্যালুমিনিয়াম টিউব

নিজের হাতে বানানো এন্টেনা

লংরেঞ্জ FM এন্টেনাটি সহজে তৈয়ার করতে হলে নিচের ভিডিও টি  দেখুন

আশা করি FM লংরেঞ্জ ট্রান্সমিটার এন্টেনা ভিডিওটি দেখে তৈয়ার করতে পারবেন, সবাই ভাল এবং সুস্থ থাকুন আজকের মত এখানেই বিদায় নিলাম।

Level 3

আমি সেন্টু খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 23 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

khuvi sundor hoyeche vhi

সেন্টু ভাই আপনে অসাধারন টিউন করেন আপনার কাছে আমাদের অনুরোধ আপনে আ্ইপিএতৈরি বিষয়ে একটি টিউন করেন বিশেষ করে নাতাসা সার্কিট বোড় অথবা বিম ট্রেক্স বোড় তাবে টিউন করবে ডিটেল বিশেষ করে ট্যানেজফারমার সাকিটটেরন সাথে কি ভাবে সংযোগ করতে হয় সে সব বিস্তারিত দেখাবেন

আইপিএস তৈরির কোন টেকনিশিয়ান যদি থাকেন যদি নতুনদের শিখাতে চান যদি আপনার দ্বারা কেউ উপকার পাক তাহলে আপনার ফোন নং আমাকে দেন আমার ফোন 01710457402

সেন্টু ভাই আপনার লং রেন্জের কি এফএম ট্যানেজমিটার সাকিট বোড আছে থাকলে দাম কত

আসছালামুওলাইকুম,

ভাইয়া আপানার সব টিউটোরিয়াল গুলো ভাল লাগে।

ভাইয়া এক টা রিয়কুয়েষ্ট ছিল ।সে টা হল আপনি জানেন যে এখন সবাই প্রায় কম বেশি টিউটোরিয়াল বানায়, সেই সাথে দরকার ভাল সাউন্ড সিস্টেমের জন্য, রেকর্ডিং মাধ্যম, ভাল করে ভোকাল টা রেকর্ডিং না হয়াতে ভাল ভাবে প্রেজিন্টিশন করা সম্ভব হয় না। তা যদি, আপনি দেখাতেন, কি ভাবে একটি ভালমানের, এবং সর্ব নিম্ন ব্যায়ে একটি, রেকর্ডিং এর জন্য মাইক বানানো যায়। এবং যা দিয়ে কথা বলার জন্য খুভ পরিষ্কার ভাবে কথা ফুটিয়ে তলা যায়, এই বিষয় নিয়ে আসা করি একটু তারা তারিই টিউনটা দিয়ে দিবেন। অথবা, মানুষের মবাইলের যে হেডফোন গুলো থাকে তার সাথে কম্পিউটারের ২ টি জ্যাক ইনপুট করে, ১ টি জ্যাক বের করে কানেক্ট করার জন্য, একটি কনভারটার বানানর সিস্টেম টা দেখায় দিবেন। এই সিস্টেম টা দেখালে আমার মত অনেকেই উপকৃত হত।