নিজে নিজেই বানাও ডিজিটাল ক্যামেরার স্ট্যান্ড

হ্যাঁ বন্ধুরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো 🙂 আবার আমি তাওসিফ তুরাবি তোমাদের মাঝে ফিরে এলাম। এবার এসেছি আমি একটা ডিআইওয়াই টিউটোরিয়াল  নিয়ে। ডিআইওয়াই বা ডু ইট ইয়োরসেলফ টিউটোরিয়াল বাংলাদেশে খুব একটা জনপ্রিয় না এবং ফিল্মেমকাররাও এদিকে মনোযোগী না খরচের কারণে।

কিন্তু তবুও অনেকেই করছে। আর একটা ফানি ফ্লিম বা শর্টফিল্মের থেকে অনেক বেশি শিক্ষণীয়। আমিও ভাবলাম, কম খরচে সবার জন্য ডিআইওয়াই টিউটোরিয়াল বাংলায় শুরু করলে কেমন হয়? যে ভাবা সেই কাজ, এখন ইউটুব চ্যানেলে ডেইলি ভিজিটর ২০০ এবং সাবস্ক্রাইবার ৮৩ দুই মাসের মাঝে 🙂 যাই হোক আমরা টিউটোরিয়ালে আসি।

আমরা আজকে একটা পুরনো রিচার্জেবল ডেস্ক ল্যাম্পের বেইস ব্যবহার করে বা রিসাইক্যাল করে একটা ডিজিটাল ক্যামেরার হোল্ডার বা স্ট্যান্ড বানাবো। এর জন্যে আমাদের ঐ স্ট্যান্ডটি ছাড়া কিছুই লাগবে না। সেটাকেই আমরা একটা প্লায়ার্স দিয়ে ঠিক ঠাক করে ব্যবহার করতে পারবো। তো টিউনের শেষে আমি ভিডিও টিউটোরিয়াল দিয়েছি, কারন এটা সহজে লিখে আর ছবি দিয়ে বোঝান সম্ভব না।

ভিডিও দেখে ভালো লাগলে টিউমেন্ট করবেন এই টিউনে। তাহলে আমি নতুন ভিডিও আনার উৎসাহ পাব 🙂 সাথে থাকবেন আর আইডিয়া দিবেন পরের ভিডিওর জন্য। ধন্যবাদ টেকটিউনস ফর দিস হিউজ এন্ড অসাম প্লাটফর্ম।
সাইনিং অফ 😀
আমি আছি ফেসবুকেঃ http://facebook.com/tawsif.torabi

Level 0

আমি ব্লগার তাওসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 97 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস