ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-৫৭] :: 12v মোটর ও প্লাস্টিক বক্স দিয়ে পানির পাম্প মেশিন তৈয়ার করুন

ইলেক্ট্রনিক্স এর জাদুগিরি

আসসালামু আলাইকুম সালাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন আমিও আল্লার রহমতে ভালো আছি আজ আপনাদের কে দেখাব কি ভাবে একটি ১২ ভোল্ট মোটর দিয়ে একটি পানি সেছ এর পাম্প মেশিন তৈরী করবেন।প্রথমে আমাদের লাগবে একটি প্লাস্টিক বক্স ভিসিডি ডিক্স প্লাস্টিক বেন একটি ইনজেকশান সিরিঞ্জ অল্প প্লাস্টিকনল এই কয়টি জিনিস দিয়েই হয়ে যাবে পানি সেছ জন্য একটি পাম্প মেশিন।

মিনি পাম্প মেশিনের ছবি
তৈরী করতে যা লাগবে দেখে নেই
ছোট  প্লাস্টিক বক্স একটি
ভিসিডি ডিক্স একটি
ইনজেকশান সিরিঞ্জ একটি
হাফ ইঞ্চি প্লাস্টিক বেন একটি
প্লাস্টিক নল প্রায় দুই ফুট
১২ ভোল্ট DC মটর একটি
এবার আসুন একটি ভিডিও দেখি পাম্প মেশিন কিভাবে তৈয়ার করব

১২ ভোল্ট মটর দিয়ে একটি পানি সেছ এর পাম্প মেশিন তৈরী করবেন। প্রথমে আমাদের লাগবে একটি প্লাস্টিক বক্স ভিসিডি ডিক্স প্লাস্টিক বেন একটি ইনজেকশান সিরিঞ্জ অল্প প্লাস্টিকনল এই কয়টি জিনিস দিয়েই হয়ে যাবে পানি সেছ জন্য একটি পাম্প মেশিন। ভিডিওটি দেখে পাম্প মেশিন তৈরী করুন সবাইকে ধন্যবাদ।

 আল্লাহাফেজ।

Level 3

আমি সেন্টু খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 23 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস