অ্যাান্ড্রয়েড ফোনে ইলেক্ট্রিক গীটার কানেক্ট করো সহজেই!

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? জিল্যাবের আরেকটি পর্বে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে একটা নষ্ট হেডফোনের জ্যাক হ্যাক করার মাধ্যমে আমরা ওইটা দিয়ে আমাদের ইলেক্ট্রিক গিটার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে কানেক্ট করে গিটারের সাউন্ড রেকর্ড বা অ্যামপ্লিফাই করতে পারি।

এটার জন্য আমাদের কোনো সার্কিট তৈরি করা লাগবে না। চাইলে যদিও আমরা একটা প্রি অ্যাম্প সার্কিট ব্যবহার করতে পারি এই প্রোজেক্টের জন্য আমাদের লাগবে,

  • গীটার
  • গিটার ক্যাবল
  • হেডফোন জ্যাক(তারসহ) এবং
  • একটি স্মার্টফোন।

হেডফোন জ্যাকটি টিআরআরএস বা অ্যান্ড্রয়েডে সাপোর্টেড হতে হবে। এই জ্যাক আমরা কিনে নিতে পারি কিংবা পুরানো হেডফোন থেকে খুলে নিতে পারি।

আমরা যদি হেডফোনের তার এর উপরের কভার খুলে ফেলি তবে আমরা সাধারনত চারটা তার দেখতে পাই। এই চারটা তার তাদের নির্দিস্ট টার্মিনালের সাথে ঝালাই করে লাগানো থাকে। আমি নিচে একটা ছবিতে টিআরআরএস কনফিগারেশন দেখিয়েছি।

টিপের সাথে বাম কান, লাল রিং এর সাথে ডান কান, হলুদ রিং কানেক্ট হবে গ্রাউন্ড বা নেগেটিভ এবং স্লিভ কানেক্ট হবে মাইকের সাথে। এবং আমাদের প্রোজেক্টে কাজ হবে খালি গ্রাউন্ড এবং মাইকের তারে।

আমার একটা অফিয়া ব্র্যান্ডের হেডপিস ছিলো যাতে চারটে তার ছিলো ভিতরে। আমি তাদের কানেকশান মাল্টিমিটার দিয়ে টেস্ট করে বের করেছি। অফিয়া (সাধারণ যেকোনো অ্যান্ড্রয়েড হেডফোন) হেডফোনের সবুজ তারটি বাম কানে, নীল তারটি ডান কানে, সোনালী তারটি গ্রাউন্ড বা নেগেটিভ এবং লাল তারটি মাইকের জন্য।

তার সংযোগের আগে কিছুটা আগুনে পুড়িয়ে নিয়ে ইন্সুলেশন দূর করতে হবে। রঙ চলে গেলে বুঝবেন ইন্সুলেশন নেই। এবার খালি গিটারের ক্যাবলের এক মাথার সাথে ঐ জ্যাকের তার লাগাতে হবে। গিটারের ক্যাবলের টিপের সাথে মাইকের তার এবং স্লিভের সাথে গ্রাউন্ড বা নেগেটিভের তার লাগাতে হবে। জ্যাক্টি হ্যাক হয়ে গেছে। এবার ৩.৫ মিমি জ্যাকটি ফোনের কানেক্ট করো। এবার ফ্রিকুয়েন্সি রেস্পনস চেক করতে যেকোনো স্পেকট্রাম মনিটর অ্যাপের সাহায্য নাও। আমি এখানে অডিও স্পেকট্রাম মনিটর ব্যবহার করেছি।


এবার খালি বাজাও আর ফোনের রেকর্ডীং অ্যাপ দিয়ে রেকর্ড করো!

Level 0

আমি ব্লগার তাওসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 97 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস