আসসালামু আলাইকুম,
কেমন আছেন? আজকে সল্ডারিং আয়রন মেইন্ট্যানেন্স নিয়ে একটু বলবো। আমি আমার যন্ত্রপাতি একটু অযত্নে রাখি। আমি কোনো ফিউজ বা সিরিজে কোনো প্রোটেকশান লোড(যেমন ১০০ ওয়াট বাল্ব) ব্যবহার করি না। ফলাফল স্বরুপ, সল্ডারিং আয়রন ফিউজড 😛 এবং চাইনিজ জিনিস তো আরও খারাপ -_-
কোন জিনিসই ভালো বা নিরাপদ না কিন্তু গায়ে সস্তা সিই ফড্ড কিউসি সার্টিফাইড লেখা স্টিকার মেরে দিচ্ছে। -_- আমার সল্ডারিং আয়রন গ্রাউন্ড করা ছিলো না, কাজেই আমার নিজেরই লাইফ রিস্ক ছিলো এখানে এরপরের বার পারলে আমি নন গ্রাউন্ড সল্ডারিং আয়রন কিভাবে গ্রাউন্ড করা যায় সেটাই দেখাবো।
আসলে আমি কিছুই করি নাই, কাজ করতে ভালো লাগে না, দেখলাম, ফিউজ কেটে গেছে, আগেরটা রিসাইকেল বিনে ফেলে দিয়ে নতুন একটা ফিলামেন্ট কিনে লাগালাম। খরচও কম, মাত্র ২০ টাকা। সেটাই উত্তম সমাধান বলে মনে হলো 😛
এখানে আমি পুরো কার্যপদ্ধতি ভিডিও করে রেখেছি
সবাই কে বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিটির সাথেই থাকবেন। সবাইকে খোদা হাফেজ
আমি ব্লগার তাওসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 97 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
kjer video vai