ড্রিল করা ছাড়াই সহজে দেয়ালে লাগাও রাউটার

আসসালামু আলাইকুম,

কেমন আছো সবাই?
আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি তাওসিফ তুরাবি তোমাদের কিভাবে দেয়ালে রাউটার ঝুলাতে হয় তা দেখাবো। এজন্যে তোমাদের ড্রিল মেশিনে বা দেয়ালে ফুটো করার কাজ করা লাগবে না। কেবল টু সাইডেড ডাকট টেপ দরকার হবে।
কেনো রাউটার দেয়ালে ঝুলাবে?
  • ভালো সিগন্যাল ব্রডকাস্টিং করার জন্য
  • তারের জঞ্জাল টেবিল থেকে সরানোর জন্য
  • সৌন্দর্যবর্ধনের জন্য
  • রাউটারের কোনো ক্ষতি হবার থেকে রক্ষা করার জন্য

তো আমাদের সব কাজের ধাপ সাজানো রয়েছে ভিডিওটি ইংলিশে, কারো বুঝতে অসুবিধা হলে বাংলা সাবটাইটেল ব্যবহার করতে পারো। আরো প্রোজেক্ট আসছে, থাকুন আমাদের সাথেই 🙂

 আমার অন্যান্য টিউন,

Level 0

আমি ব্লগার তাওসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 97 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব ভালো।