আমার সকল বন্ধুদের কে সালাম ও আন্তরিক ভালোবাসা জানাই।ভিডিও টিউটোরিয়াল সহ আজ আপনাদের কে খুবই প্রয়োজনীয় একটা যন্ত্র তৈরী করা শিখাব যা দিয়ে আপনার কম্পিউটারের সিপিইউ ভিতর এবং কি বোর্ডের ধুলাবালি পরিস্কার করতে পারবে।
উপরে দেওয়া BLOWER মেশিন কিনতে গেলে বেশি টাকা লাগবে, যদি নিজের হাতে তৈরি করুন তাহলে অল্প খরচে তৈরি করতে পারবেন। খুব সহজেআপনার ঘরে অনেক জায়গা আছে যেখানে ঝাড়ু দেওয়া সম্ভব হয় না এই যন্ত্রটির সাহায্যে ধুলাবালি অনায়াসে পরিস্কার করতে পারবেন এই যন্ত্রটি বাজারে কিনতে পাওয়া যায় কিন্তু একটুক ভাল কিনতে গেলে প্রায় চৌদ্দ থেকে পনের শত টাকা লেগে যায় আর যদি আপনি নিজের হাতে তৈরী করে নেন তাহলে একশত বা দুইশত টাকার মধ্যে বানাতে পারবেন, সব চাইতে বড় মজার বেপার হল নিজের হাতে তৈরী করা।
প্রথমে আমাদের লাগবে যে কোন দুইটা VCD কেসেট, পুরাতন হলেও চলবে,
vcd কেসেট
দোকান থেকে প্লাস্টিক একটি বক্স কিনে নিবেন
VCD কেসেট থেকে প্রায় আধা ইঞ্চি বড় সাইজ প্লাস্টিক বক্স কিনবেন
প্লাস্টিক বক্স
মোটর 12V হাইস্পিড হলে ভাল হয় দাম একটু বেশি নেবে
নরমাল মটর দাম 75 থেকে 80 টাকা মাত্র
বোতল কেনার সময় লম্বা গলা প্লাস্টিকের গোলাপ জলের বোতল নিবেন
যদি আপনার কাছে না থাকে পরিবর্তে প্লাস্টিক গ্লাস ব্যবহার করতে পারবেন। মেশিন তৈরি করতে হলে আমার দেওয়া ভিডিও দেখুন ভিডিও টিউটোরিয়াল
সৌজন্যে:
আমি সেন্টু খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 23 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
khub sundor video + post