ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-৫২]:: ওয়ারলেস সিষ্টেমে, কেবল সংযোগ ছাড়া মোবাইল ফোন চার্য করুন।

ইলেক্ট্রনিক্স এর জাদুগিরি

আল্লাহ সর্ব শক্তিমান

আসসালামু আলাইকুম

আমার প্রান প্রিয় টেকটিউনসের বন্ধুরা সবাই কে জানাই আন্তরিক ভালবাসা

এবার নিজের হাতে তৈরী করুন ওয়ারলেস মোবাইল চার্যার
কেবেল ছাড়া মোবাইল চার্য করার মজাটাই আলাদা যে কোন মোবাইল
চার্য করুন কেবেল ছাড়া। আসুন এবার দেখি ওয়ারলেস
সিষ্টেমটি তৈরী করতে আমাদের যা লাগবে, দেখে নেই =

  1. প্রথমে একটি মোবাইল চার্যার
  2. একট MAGNET,(চুম্বক)
  3. একটি USB CABLE, (চার্যার কেবেল)
  4. COPPER WIRE, (কপার যুক্ত তামার তার)
  5. ALUMINIUM FOIL

আসুন দেখি কি ভাবে ওয়ারলেস সিষ্টেমটি তৈরী করব।

প্রথমেই একটি মোবাইল চার্যার

নিচে দেয়া ছবি গুলি ভাল করে লক্ষ্য করুন খুব সহজেই আপনি নিজেই তৈরী করতে পারবেন।

প্রথমে usb চার্যার কেবলটি 3.5 ইঞ্চি লম্বা  করে কাটুন।

usb অপর মাথাটি 3.5 ইঞ্চি লম্বা করে কাটুন।

usb কেবলটি কাটার পর এরকম চারটি তার দেখা যাবে শুধু লাল এবং কাল তারটি রেখে বাকি তার গুলি কেটে ফেলে দিব

প্লাসটিক কপার থেকে তারের মাথা গুলি এভাবে বের করে নিব

ALUMINIUM FOIL  পেপার দিয়ে এভাবে তারের মাথা গুলি ভাল করে পেচিয়ে দিব

কপার যুক্ত তামার 34 N প্রতিটি  30T দিব

কসটেপ দিয়ে ভাল করে পেচিয়ে দিব তার পর

চার্যারের মাথার অংশটিতে আবার 34N প্রতিটি 30T দিব

এবার চার্যারের ঠিক উপরে ডেন্ডরাইট আঠা দিয়ে চুম্বকটি বসিয়ে দিব

চার্যরটি বিদ্যুৎ এর সকেটে লাগান, মোবাইলটি পাশে কোথাও রাখুন, দেখুন কেবেল সংযোগ ছাড়াই মোবাইল ফোনটি চার্য শুরু হয়ে যাবে,

হয়ে গেল আপনার ওয়ারলেস সিষ্টেম মোবাইল চার্যার এবার আপন মনে চার্য করুন সারা জীবন।

মোঃ-সেন্টু খান কিশোরগঞ্জ বাংলাদেশ

 

Level 3

আমি সেন্টু খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 23 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কপার যুক্ত তামার 34 N প্রতিটি 30T দিব” bhai eita to bujlam na,ektu bistarito bolen na sentu bhai please,

    আমিও এই জিনিসটা বুঝতে পারি নাই
    আশা করি সেন্টু ভাইজান একটু বুঝিয়ে বলবেন। আমরা যারা ইলেক্ট্রনিক্সের তেমন কিছু বুঝিনা, তাদের একটু বেশী সমস্যা হয়ে যায় এইসব ছোট-খাট জিনিস বুঝতে।

      সব গুলি ছবি খুব ভাল করে লক্ষ্য করু আশাকরি বুঝতে পারবেন

    এটা হলো সুপার এনামেল ৩৪নং তার ৩০টি পেচ দিতে হবে এই কথা বলা হয়েছে ।

      সাদেক ভাই, সুপার এনামেল ৩৪নং তার দাম কত ? দোকানে সুপার এনামেল ৩৪নং তার বললেই বুঝবে?এই কাজের জন্য কত গজ তার লাগবে?

    34 নাম্বার তামার তার দিয়ে 30 টি পেচ দিবেন ধন্যবাদ।

      34 নাম্বার তামার তার কি জিনিস বুঝিয়ে বলেন। আর এই সিস্টেমে ফুল চার্জ দিতে কত সময় লাগে? আলুমিনিউম ফয়েল কোন মারকেটে পাওয়া যায়?

    34= নাম্বার তামার তার দিয়ে 30= টি পেচ দিবেন ধন্যবাদ

R ekta Katha bhai koto tuku durotto theke charge kora have,please please

Level New

amar duta prosno silo, ans pabo ki?? 1. apnar photo onujai 30t dia coil pechalam ok fole charger pranto r phone er cabol er pranto mot 4 ti coil holo kintu potiti coiler tarer du pranto kiser sate songjog korte hobe ta bolen ni? 2. chumbok ta charger er opor kivabe set korte hobe ta clear noy?

    চুম্বকটি চার্যারের উপরের অংশে আঠা দিয়ে বসিয়ে দিবেন, কয়েল হবে মোট ছয়টি উপরের ছবি গুলি ভাল করে দেখুন ধন্যবাদ।

      চুম্বক যে কোন টা হলেই হবে? আপ্নী যে গোল চুম্বক লাগাইছেন এটা কি গোল আকার হতে হবে? আমার কাছে pc hardisk এর ভিতরে যে শক্তিশালী চুম্বক থাকে অই গুলা লাগালে হবে?

        ভাই pc er hard disk চুম্বক দিয়া battery বানানো জায়।youtube এ search দেন।how to make battery with nemodium magnet………

সেন্টু ভাই,আপনার কাছে একটি জটিল অনুরোধ।অবশ্যই করার চেষ্টা করবেন প্লিজ।নষ্ট মোবাইল যেটার সুধু স্ক্রিন এবং ক্যামেরা ভাল আছে,বাকীগুলো না থাকলেও হবে।আমার বিশ্বাষ আপনি একটু চেষ্টা করলেই পাবেন। তাহলো মোবাইলের এই ছোট ক্যামেরা খুলে, তার দিয়ে লম্বা করে বাসার গেটে ব্যবহার করা যাবে, যেটা ওই মোবাইলেই ঘরের ভিতর থেকে যখন খুশি অন করে দেখা যাবে।আপনি এটা করার একটি উপায় তৈরি করেন ।আমি জানি হবে। কিন্তু মোবাইলের জ্ঞান না থাকায় ,পারছি না।আমি জানি আপনার কাছে এটা কিছই না।কিন্তু ভাবুন, এটা দিয়ে কি উপকারই না হবে।আশাকরি এটা করে বাংলাদেশে হইচই ফেলে দিবেন।

34N প্রতিটি 30T দিব- ভাই এটা একটু বুজিয়ে বলবেন? আর চার্জাররের কোন অংশে চুম্বক লাগাবো?

Level New

shentu vai to reply korena,ami ektu matobbari kori, 34N bolte bojhai 34 gaje er tar(tar kamon mota sei man) 30T bolte bojhai 30 pach dite hobe. সাদেক ভাই foel jody na pan ak kaj koren, sigaret pack er vetor je kagoj ta thake ota vaj kore chokchoke pith ta dupase kore use korte paren hahahahahaha

ভাই আমি যদি ডিস লাইনের তারের ভিতরে থাকা পেপার দিয়ে তার গুলো পেচিয়ে দি তাহলে কি ALUMINIUM FOIL পেপার এর কাজ করবে?

    সিগারেট পেকেটের ভিতর থাকা কাগজটি বাজ করে পেচিয়ে দেখতে পারেন।ধন্যবাদ

আর একটা প্রশ্ন…. খাটের এক প্রান্তে চার্যার রেখে খাটের অন্য প্রান্তে মোবাইল রেখে কি চার্য করা সম্ভব?

    ভাইয়া আপনি আরো দূর থেকে চার্য করতে পারবেন কিন্ত কয়েলের সাথে একটি ট্রান্জেষ্টর লাগাতে হবে।
    আপনি এই লিংক থেকে ছবিটি দেখতে পারেন http://i.imgur.com/KGsfP3P.jpg

      Level 2

      ভাইয়া প্রথমেই আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর একটা বিষয় আমাদের মধ্যে শেয়ার করার জন্য। আমারও এসব বিষয়ে অনেক ইন্টারেস্ট তাই ২টা প্রশ্ন করবো আশা করি আপনার উত্তর খুব তারাতারি পাবো।
      ১। http://i.imgur.com/KGsfP3P.jpg আপনি এখানে যে ছবি তা দিয়েছেন এখানে দেয়া (15+15) এটার একটু বিস্তারিত বলবেন। আর C,B এই দুটো connection কিভাবে কয়েলের সাথে দিব আব্র positive এ দিব একটু বিস্তারিত বলবেন।
      ২। চুম্বকটার ওজন বা সাইজ কত টুকু হতে হবে।

        সময় পেলে ট্রান্জেষ্ট দিয়ে একটি টিউনস করব, ধন্যবাদ আপনাকে।

      ট্রান্জেষ্টর কি ভাবে লাগাবো উপরের ছবি গুলোর মতো একটা ছবি দিলে ভালো ভাবে বুঝতে পারতাম

        দয়া করে অপেক্ষ্য করুন সময় পেলে ট্রান্জেষ্ট দিয়ে একটি টিউনস করব।

কিছুই বুঝলাম না । বিশেষ করে গোলাকৃতির চৈম্বক টা কি করবো । তার কিছুই লেখা নাই । 34N 30T এর মানে গুলা আগে থেকে ভালো ভাবে বলে নিলে ভালো হতো । শিখানোর ইচ্ছে থাকলে ভালো ভাবে পরিষ্কার করে টিউন করুন । অর্ধেক কাজ শিখিয়ে কারো বিপদে ফেলবেন না । আর প্রশ্নের উত্তর দেন না কেন???

    ধন্যবাদ ভাই কারো কাছ থেকে কিছু জানতে হলে হাত নিচে রখতে হয়,দেখুন বিনা পয়সা আলকাতা মধু মনে করে খেয়ে নিবেন ।এটা আমার পেশা না ডিজিটাল ফকিরের অভাব নাই বাংলাদেশে।

    Level 0

    ইউটিউবে একটি ভিডিও আছে এ সংক্রান্ত, এবং আমি যতোদূর জানি, আজ পর্যন্ত কয়েক কোটি মোবাইলের চার্জিং কেবল নষ্ট হয়েছে ওই ভিডিওটা দেখে, কিন্তু ওয়ারলেস চার্জার তৈরী করতে কেউ সফল হয়নি। আরে ভাই পুরা ব্যাপারটিই মজা করে বানানো হয়েছে, এখন পর্যন্ত এটা করা সম্ভব হয়নি।

আমি বানাতে পেরেছি। আপনারা কে কে বানাতে পেরেছেন জানান। দারুন একটা জিনিস সেন্টু ভাই। চালিয়ে যান। আমরা আপনার সাথে আছি।

Level New

সেন্টু খান vaia ami 6 ta coil pelam na, 4 ti coil hoy, r amar main prosnotir ans den ni, প্রশ্ন হল, একটি কয়েল এ একটি তারের দুটো প্রান্ত হয়, সেই প্রান্ত দুটি কিসের সাথে সংযোগ করব?

    কয়েলের পা গুলি কোথাও সংযোগ করতে হবে না শুধু পেচিয়ে দিলেই হবে। কেবল যে মাথাটি মোবাইলে যাবে এটাতেই চারটি কয়েল হবে। অপর মাথাটিতে দুইটি মোট ছয়টি।

সেন্টু ভাই আপনাকে অনেক ধন্যবাদ ! আসলে ভাই একটা IPS এর Transformer এর কয়েল কিভাবে বানতে হয় ।
প্রথমে ‍AC Coil না DC Coil দিতে হয় । প্লিজ জানাবেন ।

সেন্টু ভাই আপনাকে অনেক ধন্যবাদ !

সেন্টু ভাই, পিসি ওয়েবকেম কে নাইট ভিশন ইনফ্রারে ওয়েব কেম রুপান্তর করার কোন টিঊন কি আপ্নার আছে? আমি ৫০% করতে পারছি এখন দরকার IR led light source টা তৈরি করা।ওয়েবকেম এর এর যে LED light গুলা আছে ওগুলার জায়গায় IR led লাইট দিয়ে replace করব চিন্তা করছি।

    ভাইয়া চেষ্টা চালিয়ে যান।

      আমার কাজ শেষ। হয়েছে ইনফ্রারে কেম, ir led দিয়ে আলাদা লাইট সোর্স বানাতে হয়েছে। আর কেম বানানোর জণ্য ওয়েব কেম বা মবাইলের কেমেরা লেন্স থেকে ir filter টা শুধু বাদ দিলেই কাজ শেষ

সেন্টু ভাই অনেক ধন্যবাদ। তবে আপনি যখন এগুলো বানান তখন ভিডিও করে নিলে পারেন এবং পোস্টের সাথে ভিডিও দিয়ে দিলে সবাই সহজে বুঝে যেত।

    ভাই এ জন্য অনেক সময়ের দরকার এই সময় টা আমি দিতে পারি না।

ভাই ক্যাবলের তার ৩.৫ ইঞ্চি এর বেশি রাখলে হবে কিনা?

টেকটিউনসে ইদানিং কিছু নব্ভ শয়তান বেড় হয়েছে তাদের কাজ শুধু টিউনারদের
বিরুদ্দে বাজে মন্তব্য করা টিউনস করার যোগ্যতা তাদের নেই ।
চুপ চাপ নামের মানুষ পৃথিবীতে খুজে পেলাম না এটা কি কোন জানুয়ারের নাম
না কি শয়তনের নাম চিন্তার বিষয় । কপার যুক্ত তামার তার নাকি পৃথিবীতে
খুজে পায়না ।GOOGLE সার্চ দিয়ে যদি সব পাওয়া যেত তা হলে কোন শিক্ষ্য
প্রতিষ্টানের দরকার ছিল না GOOGLE এই যতেষ্ট ছিল।

Level 0

vai plz apnar nijer hate banano akta vedio den…try korlam hossa na