ইলেকট্রনিক্স প্রজেক্ট [পর্ব-১০] :: আপনার বাসার বিদ্যুৎ অপচয় অনেক কম হবে।

ইলেক্ট্রনিক্স প্রোজেক্ট

আল্লাহ সর্বশক্তিমান
আসসালামু আলাইকুম সালাম

আমার প্রান প্রিয় টেকটিউনসের বন্ধুরা সবাইকে জানাই আন্তরিক ভালবাসা আজ অনেক দিন পর আপনাদের কে খুব ছোট একটি সার্কিট দিলাম।

এই সার্কিট মাত্র তিনটি ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে আশা করি সবাই তৈরি করতে পারবেন।আমাদের বাসায় পানির ট্যাংকে পানি উঠানোর জন্য

220v Ac মোটর ব্যবহার করে থাকি, আমরা হয়ত অনেকেই জানি না বাসায় সব মিলিয়ে যা বিদ্যুৎ বিল আসে মটর একাই তার চাইতে অনেক বেশি বিদ্যুৎ বিল আসে।এ জন্যই আজকের এই সার্কিট ব্যবহার করলে আপনি ছাদের পানির ট্যাংক ভরে গেছে বাসায় নিচ তলায় থেকে এলার্ম শুনে

মটরের সুইচ অফ করে দিলে অতিরিক্ত বিদ্যুৎ অপচয় হবে না।আসুন এবার কথা আর না বাড়িয়ে সার্কিট তৈরির জন্য আমাদের

যে পার্স গুলি লাগবে তা একবার দেখে নেই

BC 558 অথবা BC158 ট্রান্জষ্টর একটি  PNP

BC ট্রান্জেষ্টর বেইজ ইমিটর কালেক্টর যে ভাবে পা গুলি চিনে নিব

BC557 অথবা BC157 ট্রান্জষ্টর একটি NPN

AC 128 ট্রান্জষ্টার একটি PNP

পানির ট্যাংক

এবার আসুন আমাদের সার্কিটটি একবার দেখে নেই

 

এখানে সম্পূর্ণ সার্কিটটি দেখানো হল, ট্রান্জেষ্টর 1 এর বেইজ এবং গ্রাউন্ড অথবা নেগেটিভ -vol সাথে দুইটা তামার পাত লাগানো হয়েছে এই পাত দুটি যখন পানির ট্যাংক এর ভিতরে পানি ভরে  উপরের স্তরের আসে এবং তামার পাত দুটি পানির সংস্পর্শে আসে তখনই TR1 বেইজ সুইচিং হয়ে এলার্ম বাজবে শুরু করবেন।

পাওয়ার সাপ্লাই হিসেবে 6v DC দেবেন। সারকিটটি সাপ্লাই লাইন মটরের সুইচ এর সাথে দিবেন মটরের সুইচ অফ করলেই এলার্ম যেন বন্ধ হয়ে যায়।

6Vol পাউয়ার সাপ্লাই

আজ এখানেই বিদায় নিলাম= মোঃসেন্টু খান কিশোরগঞ্জ বাংলাদেশ।

Level 3

আমি সেন্টু খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 23 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ আপনাকে, অনেকদিন পর আপনার টিউন দেখে ভালো লাগলো।

সেন্টু ভাই… আপনার পোস্টগুলার আমি নিয়মিত পাঠক! ভাই ডিশ সিগনাল ক্নিয়ার করবার জন্য একটা সার্কিট দিছিলেন সেটা যদি একটু ক্লিয়ার করে আবার দিতেন খুবই উপকার হত! অনেক ধন্যবাদ! ভালো থাকবেন!

সেন্টু ভাই, আপনাকে অনেক মিস করি, অনেক দিন পরে পেয়ে খুব ভালো লাগছে।
।।,,,,,,,,,,ধন্যবাদ,,,,,,,,,,।।

বিদ্রঃ- সার্কিট রেজিষ্টরের মান গুলি এখানে দেওয়া হল।
R1=33K
R2=1K
R3=470K
R4=100K
R5=2.2K
R6=47

C1=.01
C2=.1
C3=1000mf/16v

TR1=BC558
TR2=BC547
TR3=128

প্রিয় টিউনার,

আপনার টিউনটি টেকটিউনস চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিনন্দন আপনাকে!

টেকটিউনসে চেইন টিউন কীভাবে প্রক্রিয়া হয় তা জানতে টেকটিউনস সজিপ্র এর https://www.techtunes.io/faq “চেইন টিউন” অংশ দেখুন।

নিয়মিত চেইন টিউন করুন। এখন থেকে আপনার নতুন করা চেইন টিউন গুলো টেকটিউনস থেকে চেইন এ যুক্ত করা হবে। চেইন টিউনে যুক্ত হবার ফলে চেইনের প্রতিটি পর্ব একসাথে থাকবে।

চেইনে নতুন পর্ব যুক্ত হলে তা টেকটিউনসের প্রথম পাতায় দেখা যাবে এবং “সকল চেইন টিউনস” https://www.techtunes.io/chain-tunes/ পাতায় চেইন টিউনটি যুক্ত হবে।

নিয়মিত চেইন টিউন করে নতুন নতুন টিউন আপনার চেইনে যুক্ত করুন এবং অসম্পূর্ণ না রেখে আপনার চেইন টিউনে নিয়মিত পূর্ণাঙ্গ রূপ দিন। ধন্যবাদ আপনাকে।

মেতে থাকুন প্রযুক্তির সুরে আর নিয়মিত করুন চেইন টিউন!

    ধন্যবাদ জানাই টেকটিউনসকে, কিন্তু দুঃখ লাগে তখনি টিউনার যদি কোন প্রশ্ন করে তা কোন দিন টেকটিউনসের পক্ষ থেকে কোন উত্তর পাওয়া যায় না।ভাল হত যদি টিউনারদের জন্য টেকটিউনস মেন্টর এর সাথে মোবাইল ফোনে কথা বলা যেত তাহলে টিউনারদের যে কোন সমস্যার কথা বলা যেত।

অনেকদিন পর আপনার টিউন পেলাম অনেক কিছু জানতে পারলাম |
আপনার মত টিউনাররা আছেন বলেই প্রতিদিন একবার হলেও টেকটিউনস এ আসি।

ভাই ওয়্যারলেস ওয়াটার লেভেল কোন সার্কিট আপনার কাছে আছে?

    ভাই ওয়্যারলেস ওয়াটার লেভেল / ভাই আপনার প্রশ্নটি ভাল করে বুঝতে পারি নাই।

      ভাই আমি বুজাতে চাচ্ছি, কিভাবে ওয়াটার লেভেল রিমোটলি মনিটর করা যায়। আমরা সাধারনত যে ওয়াটার লেভেল সার্কিট ব্যবহার করি তা তারযুক্ত। এটি অনেক উচু ভবনের জন্য সমস্যা। আপনার কাছে কি ওয়ারলেস ওয়াটার লেভেল সার্কিট ডায়াগ্রাম আছে?

সেন্টু ভাই আপনাকে আমি অনেক মিচ করি ।
ভাই আসলে ডিশ সিগনাল ক্নিয়ার করবার জন্য যে চার্কিট দিয়েছিলেন সেখানে যে ট্রানসিস্টর গুলো দিয়ে ছেন । সে গুলো কোথাও পাওয়া যায়নি । তো অন্য কোন ট্রানসিস্টর দিয়ে যদি করা যায় তাহলে জানাবেন প্লিজ ,,,,প্লিজ ,,,,প্লিজ ।

    ভাই আপনাকে অনেক ধন্যবাদ, ডিস সার্কিটে যে ট্রান্জেষ্টর ব্যবহার করা হয়েছে তার পরি্বর্তে অন্য ট্রান্জেষ্টর ভাল কাজ করবে না।
    আপনি ইচ্ছে করলে বাজারে কিনতে পাওয়া যায় ডিস পাউয়ার সার্কিট ব্যবহার করতে পারেন ভাল থাকেন।

প্রিয় সেন্টু ভাই,
আমি আপনার একজন ভক্ত। আপনার পোষ্টগুলো অনেক ভাল লাগে।

আপনার সময় থাকলে সার্কিটটির অপারেশন (পার্ট বাই পার্ট) যদি দিতে খুব খুশি হতাম। (বোঝার জন্য)

প্লিজ!!!!!!!!!!!

প্রিয় টিউনার,

আপনাকে এই চেইনটি চলমান করার জন্য অনুরোধ করা গেল। দয়া করে আপনার চেইন টিউনটি নতুন পর্ব যুক্ত করুন এবং নিয়মিত আপডেট করুন। ধন্যবাদ।