আল্লাহ সর্বশক্তিমান
আসসালামু আলাইকুম সালাম
আমার প্রান প্রিয় টেকটিউনসের বন্ধুরা সবাইকে জানাই আন্তরিক ভালবাসা আজ অনেক দিন পর আপনাদের কে খুব ছোট একটি সার্কিট দিলাম।
এই সার্কিট মাত্র তিনটি ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে আশা করি সবাই তৈরি করতে পারবেন।আমাদের বাসায় পানির ট্যাংকে পানি উঠানোর জন্য
220v Ac মোটর ব্যবহার করে থাকি, আমরা হয়ত অনেকেই জানি না বাসায় সব মিলিয়ে যা বিদ্যুৎ বিল আসে মটর একাই তার চাইতে অনেক বেশি বিদ্যুৎ বিল আসে।এ জন্যই আজকের এই সার্কিট ব্যবহার করলে আপনি ছাদের পানির ট্যাংক ভরে গেছে বাসায় নিচ তলায় থেকে এলার্ম শুনে
মটরের সুইচ অফ করে দিলে অতিরিক্ত বিদ্যুৎ অপচয় হবে না।আসুন এবার কথা আর না বাড়িয়ে সার্কিট তৈরির জন্য আমাদের
BC 558 অথবা BC158 ট্রান্জষ্টর একটি PNP
BC ট্রান্জেষ্টর বেইজ ইমিটর কালেক্টর যে ভাবে পা গুলি চিনে নিব
BC557 অথবা BC157 ট্রান্জষ্টর একটি NPN
AC 128 ট্রান্জষ্টার একটি PNP
পানির ট্যাংক
এবার আসুন আমাদের সার্কিটটি একবার দেখে নেই
এখানে সম্পূর্ণ সার্কিটটি দেখানো হল, ট্রান্জেষ্টর 1 এর বেইজ এবং গ্রাউন্ড অথবা নেগেটিভ -vol সাথে দুইটা তামার পাত লাগানো হয়েছে এই পাত দুটি যখন পানির ট্যাংক এর ভিতরে পানি ভরে উপরের স্তরের আসে এবং তামার পাত দুটি পানির সংস্পর্শে আসে তখনই TR1 বেইজ সুইচিং হয়ে এলার্ম বাজবে শুরু করবেন।
পাওয়ার সাপ্লাই হিসেবে 6v DC দেবেন। সারকিটটি সাপ্লাই লাইন মটরের সুইচ এর সাথে দিবেন মটরের সুইচ অফ করলেই এলার্ম যেন বন্ধ হয়ে যায়।
6Vol পাউয়ার সাপ্লাই
আজ এখানেই বিদায় নিলাম= মোঃসেন্টু খান কিশোরগঞ্জ বাংলাদেশ।
আমি সেন্টু খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 23 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ আপনাকে, অনেকদিন পর আপনার টিউন দেখে ভালো লাগলো।