লেক্সমার্ক প্রিন্টারঃ আসুন কিছু সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করি


যারা লেক্সমার্ক প্রিন্টার ব্যবহার করেন তারা জানেন প্রিন্ট কোয়ালিটি অন্যন্য প্রিন্টারের চেয়ে তুলনামুলক ভালো হলেও এটির রিফিল করার ঝামেলা অনেক বেশী। ব্যক্তিগত কাজের জন্য আমি লেক্সমার্ক z1320 মডেলের কালার প্রিন্টার ব্যাবহার করি। এর দুটি কার্টিজ আছে। 28A Black এবং 29 Colour. বলে রাখা ভালো লেক্সমার্কের A চিহ্নিত কার্টিজগুলোতে রিফিল করা সম্ভব অন্যগুলো নয়। যেমনঃ 28A Black টি রিফিল করা যাবে, কিন্তু 28 Black টি রিফিল করা যাবেনা। যারা শিঘ্রই কার্টিজ কিনতে যাচ্ছেন তারা অবশ্যই শিয়র হয়ে নেবেন A চিহ্নিত কার্টিজ কিনছেন কি না।

লেক্সমার্কের রিফিল করার ক্ষেত্রে ছোট একটি টিপস দেই। বাজারে লেক্সমার্ক লোগো যুক্ত যে কালি ১২০ টাকায় পাওয়া যায় তা থেকে ১০ হাত দূরে থাকুন।কালি খুব পাতলা , প্রিন্ট কোয়ালিটি খুব খারাপ মানের হবে। আপনি চলে যান ফুজিকালার বা এধরণের কোনো ছবি প্রিন্টকারী প্রতিষ্ঠানে।ওদের কাছে ছবি প্রিন্ট করার প্রফেশনাল কালি পাবেন মাত্র ৭০ টাকায়! কালির প্রিন্ট কোয়ালিটি ওরজিনাল লেক্মমার্কের কালির চেয়ে হাজারগুন ভালো

রিফিল টিপসঃ

* সম্পূর্ণ খালি হবার আগেই রিফিল করুন। কার্টিজ সম্পূর্ণ খালি হলে এর ভেতরের স্পন্জটি শুকিয়ে যায় ফলে কার্টিজের আয়ু কমে যায়।
* 28A Black (কালো) কার্টিজটিতে মোট ২৭ সিসি কালি ধরার ব্যবস্থা রয়েছে। খুব আস্তে আস্তে ৫ সিসি করে কালি ঢোকান
* কার্টিজের হেড জ্যাম হয়ে গেলে বা শুকিয়ে গেলে প্রিন্ট হয়না। এ ক্ষেত্রে গরম পানিতে হেডটি ডুবিয়ে দিন কালি গলে বের হয়ে না আসা পর্যন্ত। তারপর টিস্যুপেপার দিয়ে কালি শুষে শুষে বের করে হেড পরিষ্কার করুন।
* কার্টিজ ঝাকাবেন না। এতে ভেতরের চিপসে কালি লেগে ব্যবহার অনুপযোগী হয়ে যেতে পারে।
* প্রতি সপ্তাহে অন্তত ১টি প্রিন্ট করুন। প্রিন্টার ফেলে রাখবেন না।

তবে সমস্যা হল রিফিল করার পর কালি রিসেট করার কোনো উপায় আমি এখনো পাইনি।
লেক্সমার্ক প্রিন্টারের কার্টিজে চিপ দেয়া থাকে সেটি কালির লেভেল ও সিরিয়াল নম্বর মনে রাখে। একটি স্পাইওয়্যারের মাধ্যমে প্রিন্টার প্রতিনিয়ত কালির লেভেল স্পাইং করতে থাকে। তাই কালির লেভেল ঠিক করার উপায় পাচ্ছিনা। এ ব্যাপারে মুক্ত আলোচনা করার জন্য টিউনারদের আমন্ত্রণ জানাচ্ছি। লেক্সমার্কের রিফিল করার ব্যাপারে যতটুকু জানুন আমাদের সাথে শেয়ার করুন।

Author: Dr. Tanzil

Level 2

আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি লেক্সমার্ক z1320 মডেলের কালার প্রিন্টার ব্যাবহার করি। এই টিউন্টির জন্য অনেক ধন্যবাদ

    আপনাকেও ধন্যবাদ। রিফিল সংক্রান্ত কোনো তথ্য জানা থাকলে শেয়ার করবেন।

আমি z645 ব্যবহার করতেছি। ঝামেলা করতেশে এখান। কিন্তু আপনার টিউন টি কাজে আসবে আমার। ধন্যবাদ আপনাকে।

Level 0

খুব ভাল লাগলো ভাই,
আমি লেক্সমার্ক x2650 ব্যবহার করতাম, A লেবেলের কার্টিজ কিনে রিফিল করতে গেলাম, করলাম, হলনা। পরে আবার কিনলাম, তবে আর না কিনে শেষমেশ HP Deskjet D1660 কিনলাম। রিফিল করে একবার চালাইলাম, এখন আর রিফিল হয় না।

কারো কাছে কোন সমাধান কি হবে?

    A লেভেলের কার্টিজ অবশ্যই রিফিল হবে। তবে কালির লেভেল সম্পূর্ণ দেখাবে না। লেক্সমার্ক এ রিফিল করার পর কিছু ঝামেলা দেয়। ওরজিনাল ইন্ক রিপ্লেসড বা লো ইন্ক ইরর মেসেজ দেয়, তবে এগুলো কোন সমস্যা নয়। প্রিন্ট ঠিকই হবে। আপনি সম্ভবত ইররগুলো দেখে ভেবেছিলেন রিফিল হয়নি। এ ব্যাপারে আরো বিস্তারিত জানালে মন্তব্য করতে সুবিধা হত।

সমস্যা শুরু হইছে বেশ কিছু দিন আগে থেকে। ১১৬ পেজ প্রিন্ট দিলাম, কিন্তু মাত্র ৪ পেজ প্রিন্ট হয়ে বলতাসে কমিউনিকেশন প্রব্লেম, প্রিন্টারের ইউএসবি ক্যাবল, পাওয়ার ক্যাবল পুনরায় লাগিয়ে কম্পু রিস্টার্ট করতে। তাই করলাম, কিন্তু কোন কাজ হয় নাই।

আমার প্রিন্টার Lexmark X1270 all in one মডেলের। বাকী সব মানে স্ক্যানার, ফ্যক্স কাজ করে, শুধু প্রিন্ট করে না।
বিঃদ্রঃ আমার মনে হয় কালিও পাইতাসে না, কারন Lexmark Solution Center এ কার্টিজের জায়গা সাদা মানে খালি দেখাচ্ছে। আমি ড্রাইভার ইন্সটল দিছি, এমনকি windows ও সেটাপ দিছি। কিন্তু কোন লাভ হয় নাই।

তাছাড়া আপনার রিফিল টিপস এর ৩নং টাও করেছি। তবুও কাজ হয় নাই।

বিঃদ্রঃ আমি সপ্তাহে ২/৩ দিন পরপর প্রিন্ট দিতাম, কিন্তু এখন আর দিতে পারছি না। প্লিজ একটু সাহায্য করেন।

    Communication Error দেখায় যদি ফায়ারওয়াল বা এন্টিভাইরাস প্রিন্টারকে ব্লক করে রাখে। আপনার কথা থেকে আমার ধারণা আপনার এন্টিভাইরাস বা উইনডোজের ডিফল্ট ফায়ারওয়াল প্রিন্টারটিকে ব্লক করে রেখেছে। এ ক্ষেত্রে অভিজ্ঞ কারো সহায়তা নিন বা এন্টিভাইরাস ও ফায়ারওয়াল দুটোকেই ডিজেবল করে পুনরায় ড্রাইভার সেটআপ দিন।

Level 0

vai ami lexmark er x2650 model use kori. kintu print dite gele shudhu sample page print ney.
er shomadhan ki

    Sample page print নিবে যদি কার্টিজকে প্রিন্টার থেকে বের করা হয়। তবে Sample page শুধুমাত্র 1 বারই নেয়ার কথা। আপনি 1 বার Sample page print করে সফটওয়্যারের OK বাটনটিতে ক্লিক করবেন। তাহলেই আর সমস্যা হবেনা।

Level New

amar printer canon….kintu cartidge apnar tar moto……..refill korar por kali halka and quality valo na temon…..ink er problem????