যারা লেক্সমার্ক প্রিন্টার ব্যবহার করেন তারা জানেন প্রিন্ট কোয়ালিটি অন্যন্য প্রিন্টারের চেয়ে তুলনামুলক ভালো হলেও এটির রিফিল করার ঝামেলা অনেক বেশী। ব্যক্তিগত কাজের জন্য আমি লেক্সমার্ক z1320 মডেলের কালার প্রিন্টার ব্যাবহার করি। এর দুটি কার্টিজ আছে। 28A Black এবং 29 Colour. বলে রাখা ভালো লেক্সমার্কের A চিহ্নিত কার্টিজগুলোতে রিফিল করা সম্ভব অন্যগুলো নয়। যেমনঃ 28A Black টি রিফিল করা যাবে, কিন্তু 28 Black টি রিফিল করা যাবেনা। যারা শিঘ্রই কার্টিজ কিনতে যাচ্ছেন তারা অবশ্যই শিয়র হয়ে নেবেন A চিহ্নিত কার্টিজ কিনছেন কি না।
লেক্সমার্কের রিফিল করার ক্ষেত্রে ছোট একটি টিপস দেই। বাজারে লেক্সমার্ক লোগো যুক্ত যে কালি ১২০ টাকায় পাওয়া যায় তা থেকে ১০ হাত দূরে থাকুন।কালি খুব পাতলা , প্রিন্ট কোয়ালিটি খুব খারাপ মানের হবে। আপনি চলে যান ফুজিকালার বা এধরণের কোনো ছবি প্রিন্টকারী প্রতিষ্ঠানে।ওদের কাছে ছবি প্রিন্ট করার প্রফেশনাল কালি পাবেন মাত্র ৭০ টাকায়! কালির প্রিন্ট কোয়ালিটি ওরজিনাল লেক্মমার্কের কালির চেয়ে হাজারগুন ভালো
রিফিল টিপসঃ
* সম্পূর্ণ খালি হবার আগেই রিফিল করুন। কার্টিজ সম্পূর্ণ খালি হলে এর ভেতরের স্পন্জটি শুকিয়ে যায় ফলে কার্টিজের আয়ু কমে যায়।
* 28A Black (কালো) কার্টিজটিতে মোট ২৭ সিসি কালি ধরার ব্যবস্থা রয়েছে। খুব আস্তে আস্তে ৫ সিসি করে কালি ঢোকান।
* কার্টিজের হেড জ্যাম হয়ে গেলে বা শুকিয়ে গেলে প্রিন্ট হয়না। এ ক্ষেত্রে গরম পানিতে হেডটি ডুবিয়ে দিন কালি গলে বের হয়ে না আসা পর্যন্ত। তারপর টিস্যুপেপার দিয়ে কালি শুষে শুষে বের করে হেড পরিষ্কার করুন।
* কার্টিজ ঝাকাবেন না। এতে ভেতরের চিপসে কালি লেগে ব্যবহার অনুপযোগী হয়ে যেতে পারে।
* প্রতি সপ্তাহে অন্তত ১টি প্রিন্ট করুন। প্রিন্টার ফেলে রাখবেন না।
তবে সমস্যা হল রিফিল করার পর কালি রিসেট করার কোনো উপায় আমি এখনো পাইনি।
লেক্সমার্ক প্রিন্টারের কার্টিজে চিপ দেয়া থাকে সেটি কালির লেভেল ও সিরিয়াল নম্বর মনে রাখে। একটি স্পাইওয়্যারের মাধ্যমে প্রিন্টার প্রতিনিয়ত কালির লেভেল স্পাইং করতে থাকে। তাই কালির লেভেল ঠিক করার উপায় পাচ্ছিনা। এ ব্যাপারে মুক্ত আলোচনা করার জন্য টিউনারদের আমন্ত্রণ জানাচ্ছি। লেক্সমার্কের রিফিল করার ব্যাপারে যতটুকু জানুন আমাদের সাথে শেয়ার করুন।
Author: Dr. Tanzil
আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি লেক্সমার্ক z1320 মডেলের কালার প্রিন্টার ব্যাবহার করি। এই টিউন্টির জন্য অনেক ধন্যবাদ