চলুন নষ্ট মোবাইলের ব্যটারী দিয়ে টর্চ লাইট তৈরী করি মাএ ১৫ টাকায়

আসসালামু আলাই কুম৷আজ আমরা মজার একটি লাইট বানাবো মাত্র ১৫ টাকায় ৷

লাইটটা দেখতে slim ব্যবহার করতে আরও সুন্দর৷

তাহলে চলো বন্ধুরা শুর করা যাক

যা যা লাগবে

  • 1) নষ্ট মোবাইলের ব্যটারী- 0 /=

  • 2) তিনটা LED বাল্প- ৯/=

  • 3) ১টি সুইচ + চার্জ পিন- ৫/=

  • 4) 1 k ohm রেজিটেন্স- ১/=

  • 5) অনিক টেলিকম এর নষ্ট চার্জারের বডি/ কেনা বডি দিয়েও হবে

 

যেভাবে শুরু করবঃ-আমি চার্জারের বডিকেই কাজে লাগিয়েছি

  • প্রথম অনিক চার্জারের বডিকে একট স্লিপ করে কেটে নিই।

  • চিত্রের মত

  • মাথার দিকে তিনটা ছিদ্র করুন৷
  • ছিদ্রটা যেন LED বাল্পের মত হয়৷
  • এবার LED বাল্পের Positive পিনের সঙ্গে Positive এবং Negative পিনের সঙ্গে Negative অপর বাল্পটি শুধু Wire দিয়ে same way তে যুক্ত করি৷

  • এবার চার্জ পিনের

    নীচটা Positive প্রান্— এবং Negative তে আছে৷

  • বেটারী Positive এর সাথে চার্জ পিনের

    Positive এবং Negative এর সাথে Negative প্রান্— যুক্ত করি৷

  • আর একটি ছিদ্র করি, চার্জ দেয়ার জন্যে।

    চার্জ পিন Super glue দিয়ে আটকিয়ে দিই চিত্রের মত করে৷

  • এবারে বেটারী থেকে বাল্পের সংযোগ দিই৷

  • সুইচ লাগাই চিত্রের মত করে৷ সুইচটা যেন বাল্পের পেছনে লাগানো হয় চিত্রের মত করে৷

  • ব্যস কাজ শেষ৷

  • ব্যাক প্যাকেটটা বালো যোন পে­ন প্লাষ্টিক

    দিয়ে লাগিয়ে দিয়ে হয়ে গেল একটি স্লিম লাইট৷

কেনা বডি দিয়ে বানানো

সাবধানতাঃ

  • ১) চার্জ ঘড়ি ধরে ২০ মিনিট দিতে হবে।

  • 2) একটু ভালো করে বুঝে লাগাতে হবে৷

  • 3) নিজে লা পারলে কোন মেকার/টেকনিশিয়ানের সাহায্য নিতে হবে৷

আমাকে ফেসবুকে পেতে পারেন Maruf Cse অথবা  Whatsapp- 01714-744947

আমার আরো টিউন দেখতে

  1. চলুন নষ্ট মোবাইলের ব্যটারী দিয়ে টর্চ লাইট তৈরী করি মাএ ১৫ টাকায়
  2. খুব সহজেই Reset করুন Canon 2772/2770 ড্রাম/নরমাল প্রিন্টার আর প্রিন্টি প্রবলেম সমাধান করুন
  3. খুব সহজেই নস্ট Rice cooker ঠিকঠাক করুন তাও আবার নিজে নিজেই, মাত্র ২৫ টাকায়
  4. খুব সহজেই নস্ট হেড ফোনকে ঠিকঠাক করুন তাও আবার নিজে নিজেই,না দেখলে খুবই মিস করবেন
  5. লোডশেডিংও পূরোদমে পড়তে চান??? তা আবার নিজের বানানো লাইট দিয়ে,তাহলে তো টিউনটা দেখতেই হয়
  6. 1.5V বেটারি দিয়ে ছোট্ট টুনিমুনি লাইট বানাই মাত্র ২০ টাকাই (ইলেক্ট্রনিক্স প্রেমীরা এই দিকে আসুন)
  7. আসুন খুব সহজেই নিজের বায়োগ্রাফি এপস বানাই কোন রকম প্রোগরামিং জ্ঞান ছাড়াই এন্ড্রয়েড ফোনের জন্য

 

Level 0

আমি Maruf CSE। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 183 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

No I am not along i know one day You will be Back....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভেরি গুড 🙂

    Level 0

    ধন্যবাদ ভাই