ইলেকট্রনিক্স প্রজেক্ট [পর্ব-০৯] :: আপনার কথা শুনা যাবে মিডিয়াম ওয়েভ রেডিওতে।

ইলেক্ট্রনিক্স প্রোজেক্ট

মহান আল্লাহ সর্ব শক্তিমান,

আমার প্রিয় টেকটিউনস বন্ধুরা সবাই কেমন আছেন,আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি আজ অনেক দিন পর আপনাদের জন্য একটি টিউন নিয়ে হাজির হলাম,

ট্রান্সমিটার বা কর্ডলেস ওয়াকি টকির কথা ভাবতেই মনে শিহরণ জাগে, আর তা তৈরি করতে পারলে তো কথাই নেই। হ্যা বন্ধুরা এবার আপনাদের কে
যে সার্কিট উপহার দিব স্পিকারের সামনে কথা বললেই তা আশেপাশের রেডিওতে শোনা যাবে। এবার আসুন পার্টস গুলোর সাথে পরিচিত হয়ে নেই।

 

PNP যে কোন নাম্বার ট্রান্জিষ্টর দুইটি

 

 

ইলেক্ট্রলাইটিক কেপাসিটর 10mf 16v একটি

 

 

সিরামিক কেপাসিটর দুইটি

 

 

রেজিষ্টর দুইটি

 

 

ট্রিমার ক্যাপাসিটর একটি তবে এর দূরত্ব খুব বেশি নয়। সার্কিটের দুটি PNP ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে। কথা বলার জন্য স্পিকার হিসেবে 8 ওহম 0.5w ছোট স্পিকার ব্যবহার করা যাবে। কিন্তু আরো ভালো হয় যদি টেলিফোন মাউথ স্পিকার ব্যবহার করলে। এর দূরত্ব ও বৃদ্ধি পায় যদি আরো দূরত্ব বাড়াতে চান তাহলে আউটডোর এন্টেনা ব্যবহার করলে দূরত্ব বৃদ্ধি পায়। সার্কিটটিতে মিডিয়াম ওয়েভ রেডিওর গ্যাং কেপাসিটর ব্যবহার করা হয়েছে রেডিও ওয়েভ বা ফ্রিকোয়ন্সি পরিবর্তনের জন্য।

 

 

 

কয়েল মাক্রফোন অথবা =

 

 

এরকম স্পিকার একটি

 

সম্পূর্ন সার্কিট ডায়গ্রামটি দেয়া হল। মাত্র অল্প কয়েকটি পার্স আসা করি সবাই তৈরী করতে পারবেন।

  • রেজিষ্টর= 27k
  • রেজিষ্টর= 330k
  • গেং অথবা ট্রিমার
  • pnp যে কোন নাম্বার ট্রান্জষ্টর দুইটি
  • সিরামিক কেপাসিটর দুইটি C-xxxx

আজকে এখানেই বিদায় নিলাম।

মোঃ সেন্টু খান কিশোরগঞ্জ বাংলাদেশ।

Level 3

আমি সেন্টু খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 23 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারু লিখেছেন ভাই… আপনার পোষ্ট করার সিস্টেম, টিওটোরিয়াল গুলো ভালোলাগে… চালিয়ে যান।

Level 0

ছোট বেলায় সার্কিট নিয়ে কাজ করতাম। খুব মজার জিনিস এইটা। খুব ভালো লাগলো ভাইয়া।

দুর্দান্ত টিউন হয়েছে ভাই… চেষ্টা করে দেখবো সফল হতে পারি কিনা। এফ.এম ট্রান্সমিটারের জন্য কিছু দিন, এখন তো এফ.এম এর যুগ।

Level New

সেন্টু খান ভাই আপনাকে ধন্যবাদ নতুন কিছু উপহার দেওয়ার জন্য ৤ সেন্টু ভাই FM রেডিও সম্পকে কিছু লিখেন৤ হাই রেজুলেসন FM

রেঞ্জ কতটুকু ভাইয়া?

অনেক সুন্দর হয়েছে এত সুন্দর পোস্ট উপহার দেয়ার জন্য ধন্যবাদ । আশাকরি পরের পোস্ট লং রেন্জ এফ এম ট্রান্সমিটার সম্পর্কে হবে ।

Level 0

অসাধারণ, অনেক অনেক ধন্যবাদ ভাই এই রকম একটি টিউন উপহার দেওয়ার জন্য।

দয়া করে সাহাজ্য করুন একটা সার্কিট বানাতে, যেই ডায়োগ্রাম এ 3 ভোল্ট dc থেকে সার্কিট এর মাধ্যমে যেই দুটি তার বের হবে। সেই তার দুইটিতে এক সাথে স্পস করলে ছোট খাটো একটা শকট লাগবে বয় পাওয়ার মতো, কিন্তু মানুষ মারা যাবেনা, ও গেয়ানো হারাবেনা, কেবলই মাত্র বয় পাবে। সার্কিটটিতে ট্রাস্পারমার ব্যবহার করা যাবেনা, সার্কিটটি ছোট করে বানাতে চাই, তাই ট্রাস্পারমার ব্যবহার করতে চাইনা।

প্রিয় টিউনার,

আপনার টিউনটি টেকটিউনস চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিনন্দন আপনাকে!

টেকটিউনসে চেইন টিউন কীভাবে প্রক্রিয়া হয় তা জানতে টেকটিউনস সজিপ্র এর https://www.techtunes.io/faq “চেইন টিউন” অংশ দেখুন।

নিয়মিত চেইন টিউন করুন। এখন থেকে আপনার নতুন করা চেইন টিউন গুলো টেকটিউনস থেকে চেইন এ যুক্ত করা হবে। চেইন টিউনে যুক্ত হবার ফলে চেইনের প্রতিটি পর্ব একসাথে থাকবে।

চেইনে নতুন পর্ব যুক্ত হলে তা টেকটিউনসের প্রথম পাতায় দেখা যাবে এবং “সকল চেইন টিউনস” https://www.techtunes.io/chain-tunes/ পাতায় চেইন টিউনটি যুক্ত হবে।

নিয়মিত চেইন টিউন করে নতুন নতুন টিউন আপনার চেইনে যুক্ত করুন এবং অসম্পূর্ণ না রেখে আপনার চেইন টিউনে নিয়মিত পূর্ণাঙ্গ রূপ দিন। ধন্যবাদ আপনাকে।

মেতে থাকুন প্রযুক্তির সুরে আর নিয়মিত করুন চেইন টিউন!