কমদামে সিকিউরিটি সিস্টেম?! হাসাইলি MAN!!!
হ্যাঁ, বন্ধুর এই কথাটা টেক্কা দিতে মাত্র ২০০ টাকায় সিকিউরিটি সিস্টেম বানালাম।
কাজটা পানির মত সোজা।
আসো দেখি।
প্রথমে বাজারে যাও, আর ইলেকট্রনিক্সের দোকান থেকে নিচের পার্টস যোগার করো।
এবার তোমাদের চিনতে হবে ট্রানজিস্টর।
ট্রানজিস্টর দেখতে হয় নিচের ছবির মত। তবে এখন ন্যানো ট্রানজিস্টর পাওয়া যায়।
ট্রানজিস্টরের লেগ (পা) কিভাবে চিনবে? নিচের ছবি দেখো। আমাদের দরকার BC547, তাই সেটার ছবিই দিলাম,
কালেক্টার লেগে আমাদের পসিটিভ কানেক্সান দিতে হবে। আর বেস হবে কারেন্ট সেন্সর। আর এমিটার নেগেটিভে যাবে। আর ট্রানজিস্টার অনেকটা অর্ধচন্দ্রাকৃতির। আমি নিচের ডায়াগ্রামে ঠিক যেভাবে কানেকশান দিয়েছি ঠিক সেভাবে কানেকশান দিবে।
১৫০ কিলো ওহম রিসিস্টর এতো বেশি মানের হলেও এই সামান্য পরিমান ইলেকট্রিক কারেন্ট ট্রান্সিস্টারকে একটিভ করার জন্য যথেষ্ট।
আর এখানে সেন্সর হল এলডিআর। যেটা আলোর উপস্থিতিতে পরিবাহী হয়ে যায়, এবং অনুপস্থিতিতে অপরিবাহি হয়ে যায়।
যখন এলডিআর নিষ্ক্রিয় বা অপরিবাহী হয়, তখন ট্রানজিস্টর বাজার বা এলইডি এর সংযোগ চালু করে দেয়। তাই আলো বাধা পাওয়া মাত্র বাজার বেজে ওঠে বা আলো জলে ওঠে।
এবার ছবি দেখো,
(আমি বাজারের জায়গায় এলইডি লাইট বসিয়ে দিয়েছি)
সিস্টেম একটিভ |
বাঁধা পেয়ে আলো জলে উঠেছে। |
আমি ব্লগার তাওসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 97 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি এটা চেষ্টা করে দেখতে চাই