আমার যত মজার ইলেকট্রনিক্সের সার্কিট! [পর্ব-৩৬] :: খুব সহজে অল্প খরচে ভালমানের একটি মিনি পকেট অ্যামপ্লিফায়ার তৈরী করুন!

সবাই কেমন আছেন?আজ আমি আপনাদের মাঝে খুব ছোট এবং ভাল মানের মিনি পকেট অডিও অ্যামপ্লিফায়ার সার্কিট উপহার দিব। এই সার্কিটের অনেক সুবিধা আছে। যেমন

  • মোবাইলের ব্যাটারি দিয়ে চলে।
  • পাওয়ার ব্যাংক দিয়ে চলে।
  • মোবাইলের চার্জার দিয়ে চলে।
  • ৯ভোল্টের Alkaline ব্যাটারি দিয়ে চলে
  • USB পাওয়ার দিয়ে চলে।
  • আপনি ৩ থেকে ১৫ ভোল্টের ভিতরে যেকোন ধরনের পাওয়ার সাপ্লাই ব্যবহার করে এটি চালাতে পারবেন।
  • হেডফোন অ্যামপ্লিফায়ার হিসেবে ব্যবহার করতে পারবেন।
  • এটি সাইজে খুব ছোট বলে আপনি মোবাইলের মত এটাকেও সাথে নিয়ে ঘুরতে পারবেন।
  • সার্কিটটিতে কোন নয়েজ হয়না।
  • এছাড়াও আরো অনেক সুবিধা আছে।
    যদি কারো দরকার হয় তাহলে নিচের কম্পোনেন্টগুলো সংগ্রহ করুনঃ

  • একটি 0.01uF ননপোলারিস্ট ক্যাপাসিটর যার কোড 103।
  • একটি 0.1uF ননপোলারিস্ট ক্যাপাসিটর যার কোড 104।
  • একটি 100uF 25v পোলারিস্ট ক্যাপাসিটর।
  • একটি 4.7uF 50v পোলারিস্ট ক্যাপাসিটর।
  • একটি 10 ওহম রেজিস্ট্যান্স যার কালার বাদামী কালো কালো সোনালী
  • একটি LM386 নাম্বারের আইসি।
  • যেকোন রেডিও'র মাইক বা ছোট সাইজের যেকোন মাইক একটি।
  • এবার নিচের মত করে সংযোগ দিন।

    TTC Tunes

    আইসি'র পিনের নাম্বার দেখুন।

    TTC Tunes

    আমি তিন মিনিটে এটি ভেরোবোডে বানিয়েছি।

    TTC Tunes

    একটু লক্ষ্য করবেনঃ

  • চার্জার দিয়ে বা USB পাওয়ার দিয়ে চালানোর সময় যদি কোন নয়েজ হয় তাহলে সার্কিটের ব্যাটারির লাইনের সাথে 1uF থেকে 1000uF এর ভিতরে যেকোন মানের, যেকোন ভোল্টেজের পোলারিস্ট ক্যাপাসিটর লাগিয়ে দিবেন।
  • সার্কিটটিতে সঠিকভাবে সংযোগ দিবেন। ভুল সংযোগ হলে আইসি কেটে যাবে। এক্ষেত্রে আমাকে দ্বায়ী করতে পারবেন না।
  • আপনি চাইলে audio input এ 10k মানের ভলিউম বা ভেরিয়েবল লাগিয়ে সাউন্ড কমবেশি করতে পারবেন।
  • যদি বুঝতে সমস্যা হয় তাহলে নিম্বাজ, ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে ADD দিন আর মেসেজ পাঠান ! আপনার সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করবো ! সবাই ভাল থাকবেন !

    বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পান কি না ! যদি না পান তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে আমাকে জানাবেন, সঠিক তথ্য কি হবে ! আমার মোবাইল নম্বর 8801716218847 .

    Level 2

    আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

    অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!


    টিউনস


    আরও টিউনস


    টিউনারের আরও টিউনস


    টিউমেন্টস

    ভাল… কিন্তু এসব যোগাড় করা অনেক কষ্টের হয়

    ভাই খুব সুন্দর পোস্ট, কিন্তু এই পার্স পাব কোথায় একটু জানালে ভাল হত [email protected]

    আপনি যেকোন পার্টসের দোকানে পাবেন। যদি কোথাও না পান তাহলে আমার কাছে পাবেন। তবে সেক্ষেত্রে কিছু শর্ত আছে।

    Level 2

    Thanks for share.mobile ar laptop diye ei circuit ti gan sonar janno kivabe connect korbo bistarito bolle valo hoto.

    ভাই সুন্দর টিউন ..আমি একটা সাউন্ড সিস্টেম বানেতে চাই
    ৮” ২ টা মাইক দিয়ে। কোন সারগিট ব্যবহার করা জাই বা কি মাইক কিনা জাই কতো দাম পরবে জানেলে খুব উপক্রিত হবো ভাই।

    [email protected]

    ভাই সার্কিট টা ভালভাবে দেন please
    [email protected]

    সার্কিট/ টা ভালভাবে দেন ………..

    Level 2

    রুবেল ভাই যদি সম্ভব হয় একটা working Audio Sub-woofer preamplifier এর circuit Diagram দেন.

    রুবেল ভাই একটু সাহায্য করবেন প্লিজ

      আমি অনেক চেষ্টা করেও আপনার ডায়াগ্রাম টা বুঝতে পারছি না।একটু হেল্প করেন প্লিজ। কিভাবে পার্টস গুলো সংযোগ দেবো।