ইলেকট্রনিক্স প্রজেক্ট [পর্ব-9] :: এখন থেকে আপনার মোবাইল ফোন চার্জ করুন নিজের হাতে তৈরী করা বিদ্যুৎ দিয়ে। বাংলাদেশ সরকারের 220V বিদ্যুৎ এর প্রয়োজন হবেনা DC বেটারি 12V অথবা পেনসিল বেটারি অথবা পাওয়ার ব্যাংক কিছুই লাগবে না।

ইলেক্ট্রনিক্স প্রোজেক্ট

আল্লাহ সর্ব শক্তিমান

বন্ধুরা সকলেই কেমন আছেন ? আশা করি ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আপনাদের কে এমন সুন্দর একটি প্রয়োজনীয় সার্কিট উপহার দিব আশাকরি  কি ভাবে মোবাইল চার্য করবেন বেশ কয়েকটি টিউনস করেছি কিন্তু আজকের টিউনটি একটুক ভিন্ন রকম আপনি যে কোন মডেলের মোসকলের এই কাজে লাগবে। এর আগে অবশ্যই বিদ্যুৎ ছাড়া মোবাইল চার্য করতে পারবেন খুব সহজ সিষ্টেমে  মোবাইল ফোনের কোন সমস্যা হবেনা।


আপনার মোবাইল ফোন চার্য করতে 220v বিদ্যুৎ লাগবেনা। DC কোন বেটারী লাগবেনা। আপনি যদি কোথাও বেড়াতে যান হয়তোবা নদী পথে যেখানে বিদ্যুৎ নাই, কোন 12vঅথবা 6vঅথবা পেনসিল বেটারি কিছুই খুজে পাওয়া যায়নি তখন আপনি কি ভাবে মোবাইল ফোন চার্য করবেন ?
বিপদের সাথী হিসেবে সার্কিট সাথে রাখুন কাজে লাগবে। বিশেষ করে এই সার্কিট সৈনিকের যুদ্ধ ক্ষেত্রে জঙ্গল বা যুব ঝারে থেকে অনায়াসে মোবাইল ফোন সব সময় স্থায়ী ভাবে চার্য করতে পারবেন এতে করে কোন
সমস্যা হবে না। বর্তমানে বাজারে পাওয়ার ব্যাংক কিনতে পাওয়া যায় কিন্তু বেশ কিছুক্ষন চার্জ দেওয়ার পরে পাওয়ার ব্যাংক নিজেরেই চার্জ থাকেনা এ জন্যই আজকের এই সার্কিটটি যাই হোক কথা আর না বাড়িয়ে কাজের কথায় আসা যাক প্রথমে আমরা সার্কিটটি তৈরী করতে যে সব পার্স গুলি প্রয়োজন হবে আসুন দেখে নেই=

এটি হলো একটি রেক্টীফায়ার ডায়ড

 

 

 

এটি হল একটি pnp ট্রান্জেষ্টর

 

এটি হল pnp ট্রানজিস্টর ভাল হয় সার্কিটে ট্রানজিস্টর ব্যবহার করলে। কিন্তু আজকের সার্কিকটে ট্রান্জেষ্টর ব্যবহার করব না কারণ সকলেই হয়তো পারবেন না। আসুন প্রজেক্ট অতি সহজে সকলেই যেন তৈরি করতে পারেন প্রজেক্ট এ ভাবেই দেখাব।

বর্তমানে বাজারে এখন বিভিন্ন সাইজ এবং ডিজাইনের, সোলার পেনেল বিভিন্ন ওয়াট, এবং এম্পিয়ার, সোলার পেনেল সুলভ মূল্যে কিনতে পাওয়া যায়। আজকের মোবাইল চার্জের জন্য আমরা 6w 3a একটি সোলার প্যানেল কিনব তাহলে খুব সহজ সিষ্টেমে মোবাইল চার্জার তৈরি করতে পারি

এটি হল 6w  6V সোলার পেনেল। খুচরা মূল্য মাত্র ৬৯০ টাকা। এবার আসুন নিচের ছবিটি দেখি =

এভাবে শুধু একটি মাত্র রেক্টীফায়ার ডায়ড,  ফিল্টারের জন্য একটি ইলেক্ট্রলাইটিক কেপাসিটর হয়ে গেল মোবাইল চার্জার

অথসোলার পেনেল টি আপনার ঘড়ে জানালার পাশে বা যে কোন স্থানে রৌদ্রে রাখতে পারেন। এখন কথা হল

যখন আপনি স্থায়ী ভাবে মোবাইল ফোন চার্জ দিবেন আর বেশি দামি মোবাইল চার্জ দিবেন এখানে আপনাকে একটু ভাবতে হবে। সোলার পেনেল থেকে যে কোন কারণে যান্ত্রিক ত্রুটির জন্য সাপ্লাই ভোল্টেজ বেড়ে আপনার মোবাইল ফোনের চার্য আইসিটি নষ্ট হয়ে যেতে পারে। এ জন্য ভয়ের কোন কারণ নেই। এখানে যদি আমরা একটি 7805 আইসি ব্যহার করি তাহলে  যদি কোন কারণে ভোল্টেজ বেড়ে যায় তার পরও মোবাইল ফোনের কোন সমস্য হবে না এবার আসুন 7805 আইসিটি কি ভাবে কানেকশন লাগাবেন প্রজেক্টটি দেখে নেই

যদি এই সার্কিট ব্যবহার করেন তাহলে আপনার মোবাইল ফোনটি নিরাপদ

সোলার প্যানেল এ ভাবে রৌদ্রে দিবেন তাহলে ভাল ভোল্ট এবং এম্পীয়ার পাবেন।

বাংলাদেশ সরকারের বিদ্যুৎ আর লোডশেডিং এর জন্য অপেক্ষায় থাকতে হবে না ঘন্টার পর ঘন্টা এবার আপন মনে মোবাইল ফোন চার্য করুন সারা জীবন।

আজ এখানেই বিদায়নিলাম =মোঃ সেন্টু খান কিশোরগঞ্জ।

Level 3

আমি সেন্টু খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 23 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks………….
onak din pora post korlan.

Level 0

ধন্যবাদ ভাইয়া .আমার এগুলো ভাল লাগে. মাঝে মাঝে একটু আমাদের সময় দিয়েন

সরাসরি প্রিয়তে রাখলাম। অসাধারণ আপনার সার্কিট গুলো। সুন্দর সুন্দর সার্কিট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপনার মতো একজন জনপ্রিয় টিউনার সময়ের দোহাই দিলে আমরা যে কিছু শিক্ষা থেকে বঞ্চিত হই এটা কি আপনি বুঝতে পারেন না? সবাই তো নিজেকে নিয়ে ব্যসত থাকে আপনি না হয় আমাদের জন্য একটু কষ্ট করুন। প্লিজ।

অনেক অনেক দিন পর আপনার পোস্ট পাইলাম ভাইয়া, বরাবরের মতোই কাজের। প্রিয়তে তো রাখলামই, আবার আপনাকে দেখে খুব ভালো লাগল। যখন টিটিতে আইদি ছিলো না, তখন আপনার পোস্ট এর পেজ সেভ করে রাখতাম।

অনেক দিন পর আপনার পোস্ট পাইলাম ভাইয়াভ। আপনাকে ধন্যবাদ আমাদের জন্য সময় বের করে টিউন করার জন্য।

thanks ato sundor akta jinis share korar jonno 🙂

ভাই আমার কাছে ৫ ওয়াট সোলার আছে ওটা দিলে কি হবে।

good post

শান্ত ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর টিউন উপহার দেওয়ার জন্য। ভাই আমি একটা পরামর্শ চাচ্ছিলাম ১২ ভোল্ট ৯ আম্পায়ার ব্যটারি থেকে কিভাবে নিরাপদে মোবাইল চারজ দিতে পারবো? তার একটা টেকসই ছারকিট দিন প্লিজ।আমি ৭৮০৫ দিয়ে করেছিলাম কিন্তু এত গরম হয় যে কিছুক্ষন পরে পুড়ে যায়। হিটসিংক দিয়েও টেকাতে পারিনি ভাই। সুন্দর ছারকিটের অপেক্ষায় থাকলাম, ধন্যবাদ :)।

অসাধারণ একটি পোষ্ট সত্যিই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ

tari kul vi ami apnar sathe akmoat. ami 12 volt battery theke 7805 ic diyea charger banate giyea problem a porsi. mobile charge dile charging hoea but kisu khon poar sayre dea. SHANTOA VI apnar circuit dekhe vi banisi. VI amon akta circuit den jetate valo kaj korbe.

খুব ভালো লাগে আপনার টিউন গুলি,

অসাধারণ আপনার সার্কিট গুলো। সুন্দর সুন্দর সার্কিট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।আশা করি আাপনি আমাদের আরো ভালো ভালো টিউন উপহার দিবেন।

কিশোরগঞ্জের বিঙ্জ্ঞানি ভাই ধন্যভাত টিটিতে এবং Ashiktech.com এরকম post চাই

    ধন্যবাদ ভাইয়া প্রান ভরে দোয়া করবেন আমার জন্য।

দারুন পোস্ট। ভাই পাওয়ার ব্যাংক এর usb 1a কে 2.1a করার কোন পদ্ধতি আছে???? থাকলে জানান অনেক উপকৃত হব।

    আপনার প্রশ্নটি বিস্তারিত লিখুন ধন্যবাদ।

দারুন পোস্ট। ভাই পাওয়ার ব্যাংক এর usb 1a কে 2.1a করার কোন পদ্ধতি আছে???? থাকলে জানান অনেক উপকৃত হব।

    আপনার প্রশ্নটি বিস্তারিত লিখুন ধন্যবাদ।

ভাইয়া আপনার পোষ্ট গুলো সবসময়ই অসাধারন।

Level 0

চাপাতো ভালই জানেন! কিছুই লাগবেনা আবার সোলার প্যানেল এটা কি? যত সব!

    এত সুন্দর আলোচনার জন্য আপনাকে লাল গোলাপের শুভেচ্ছা অশংক্ষ্য ধন্যবাদ।

খাজনার চেয়ে বাজনা বেশি । তারপরও ধন্যবাদ

সেন্টু ভাই আমি প্রাই ২ বসর দরে টিটিটে আছি আপনার পোস্ট গোলো সবসময় দেখি। আপনার পোস্ট গোলো অনেক ভালো হয় । আপনি ভালই গোছিয়ে অপস্থাপন করতে পারেন তবে পাশা পাশি ভিডিও টিটুরিয়াল এর বাবস্থা করলে ভাল হত। আপনি যে পোস্ট গোলো করেন সব গোলোই কাজের। ইদানিং আমি খবি প্রব্লেমে পরসি বাশার টিভি টা খবি জিযির করে কারন ঠাটা পরে ডিশের পাওয়ার পুরে গেছে তাই ভালো ভাবে টিভি দেখতে পারছেনা পরিবারের লোকজন। এই নিএ সারাখন গেনর গেনর করে। আমি আপনার একটা পোস্ট দেখেছি লাম কিন্ত ভাল ভাবে বূজতে পারিনাই। পানে কি এই বিসয়ে আমাকে হেল্প করতে পারবেন/ করবেন?। আর আমি সোরবিদ্দুত স্থাপন করতে চাই আমার বাসায়। আপনি যদি আমাকে সাহায্য করেন তাহলে হয়ত কম টাকায় আমি আপনার সাহাজ্জে নিজেই সোলার প্যানেল স্থাপন করতে পারব। সবসময় আপনাকে আমাদের পাশে পাব বলে আশা করি ভালো থাকবেন।

অনেক শিখতে পারি আপনার টিউন থেকে

ধন্যবাদ টিউন করার জন্য।আমার কিছু জানার রয়েছে:-
১.রেক্টিফারের মান বা নাম্বার কত?
২.ক্যাপাসিটরের মান কত?
৩.এখানে ট্রানজিস্টর ব্যবহার করা হলে ট্রানজিস্টর কি
কাজ করবে?
৪.কত নাম্বারের ট্রানজিস্টর ব্যবহার করতে হবে?
৫.সার্কিটে ট্রানজিস্টর কিভাবে কানেকশন দিতে হবে?

    1. যে কোন নরমাল রেক্টিফায়ার ডাইয়ড চলবে যেমন =4100/4007 ইত্যাদি
    2. 100MF 25V লাগাতে পারেন, মান এবং ভোল্ট সামান্য কিছু কম বেশী হলে সমস্য হবে না।
    3.7805 এর পরিবর্তে
    4.NPN PNP যে কোন নাম্বার দিয়ে করা যাবে কিন্তু ট্রান্জেষ্টর এর এম্পিয়ারটা দেখে নিতে হবে।
    5.এটা আপনাকে বুঝাতে গেলে ডায়গ্রাম আকারে দেখাতে হবে
    ধন্যবাদ।

অনেক দিন পর আপনাকে দেখতে পেলাম ভলো লাগছে

আপনাকে অনেক বার ফেসবুক এ এসএমএস দিছি,,
অনেক দিন হল,,, এসএমএস দেওয়ার পরে কোন উত্তর পাইনা,,
যদি ফেসবুক এ হেল্প করতে না পারেন,, তবে ফেসবুক এড্রেস দেন কেন,,,

    মনে কষ্টি নিবেনা আমার জায়গাতে আপনি হলে বুঝতে পারতেন । ফেসবুকের সব উত্তর যদি আমি দেই তা হলে আমি আমার সংসারের জন্য কিছুই করতে পারবনা বিবি বাচ্ছা না খেয়ে মরবে । না হয়ত একজন বেতন ভূক্ত কর্মচারি রাখতে হবে শুধু বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।অপেক্ষ্যা করুন আল্লাহ চাহেত পর্যাক্রমে সবার ঐ উত্তর দেয়ার চেষ্টা করব।ধন্যবাদ

টিভি জির জির সমস্যা দূর করার জন্য একটা পোস্ট করছিলেন,, আমি ওই আইছি গুলা পাইনি,,,
আপনি আমাকে বানিয়ে কুরিয়ার করে দিবেন,,
আমি খরচ বিকাসে দিয়ে দিব

    এমন কিছু প্রশ্ন করেন যা উত্তর দেয়ার কোন ভাষা থাকে না । নিজের সময় নষ্ট করে নিজের পয়সা ইন্টারনেট mb কিনে মানুষের কিছুটা
    উপকারের জন্য সামান্য কিছু লিখার চেষ্টা করি । এখানে যদি অডার প্রয়োগ করেন তা হলেত সমস্য।

Level 0

o dada valo likhchen

tt te joto gulo apnar post ase shob amar pora apnar post theke onek kisu shekhar ase.eita o porlam o priote rakhla… super thanks..

আপনার টিউন গুলি খুব ভালো লাগে|

ধন্যবাদ ভাইয়া আপনার সাইট ঘুরে আসলাম ভালই লাগল ।

অসাধারণ টিউন
খুবই ভালো লাগলো thanks for share

Level 2

সেন্টু ভাই যদি সম্ভব হয় একটা working Sub-woofer preamplifier এর circuit Diagram den.