আল্লাহ সর্ব শক্তিমান
বন্ধুরা সকলেই কেমন আছেন ? আশা করি ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আপনাদের কে এমন সুন্দর একটি প্রয়োজনীয় সার্কিট উপহার দিব আশাকরি কি ভাবে মোবাইল চার্য করবেন বেশ কয়েকটি টিউনস করেছি কিন্তু আজকের টিউনটি একটুক ভিন্ন রকম আপনি যে কোন মডেলের মোসকলের এই কাজে লাগবে। এর আগে অবশ্যই বিদ্যুৎ ছাড়া মোবাইল চার্য করতে পারবেন খুব সহজ সিষ্টেমে মোবাইল ফোনের কোন সমস্যা হবেনা।
আপনার মোবাইল ফোন চার্য করতে 220v বিদ্যুৎ লাগবেনা। DC কোন বেটারী লাগবেনা। আপনি যদি কোথাও বেড়াতে যান হয়তোবা নদী পথে যেখানে বিদ্যুৎ নাই, কোন 12vঅথবা 6vঅথবা পেনসিল বেটারি কিছুই খুজে পাওয়া যায়নি তখন আপনি কি ভাবে মোবাইল ফোন চার্য করবেন ?
বিপদের সাথী হিসেবে সার্কিট সাথে রাখুন কাজে লাগবে। বিশেষ করে এই সার্কিট সৈনিকের যুদ্ধ ক্ষেত্রে জঙ্গল বা যুব ঝারে থেকে অনায়াসে মোবাইল ফোন সব সময় স্থায়ী ভাবে চার্য করতে পারবেন এতে করে কোন
সমস্যা হবে না। বর্তমানে বাজারে পাওয়ার ব্যাংক কিনতে পাওয়া যায় কিন্তু বেশ কিছুক্ষন চার্জ দেওয়ার পরে পাওয়ার ব্যাংক নিজেরেই চার্জ থাকেনা এ জন্যই আজকের এই সার্কিটটি যাই হোক কথা আর না বাড়িয়ে কাজের কথায় আসা যাক প্রথমে আমরা সার্কিটটি তৈরী করতে যে সব পার্স গুলি প্রয়োজন হবে আসুন দেখে নেই=
এটি হলো একটি রেক্টীফায়ার ডায়ড
এটি হল একটি pnp ট্রান্জেষ্টর
এটি হল pnp ট্রানজিস্টর ভাল হয় সার্কিটে ট্রানজিস্টর ব্যবহার করলে। কিন্তু আজকের সার্কিকটে ট্রান্জেষ্টর ব্যবহার করব না কারণ সকলেই হয়তো পারবেন না। আসুন প্রজেক্ট অতি সহজে সকলেই যেন তৈরি করতে পারেন প্রজেক্ট এ ভাবেই দেখাব।
বর্তমানে বাজারে এখন বিভিন্ন সাইজ এবং ডিজাইনের, সোলার পেনেল বিভিন্ন ওয়াট, এবং এম্পিয়ার, সোলার পেনেল সুলভ মূল্যে কিনতে পাওয়া যায়। আজকের মোবাইল চার্জের জন্য আমরা 6w 3a একটি সোলার প্যানেল কিনব তাহলে খুব সহজ সিষ্টেমে মোবাইল চার্জার তৈরি করতে পারি
এটি হল 6w 6V সোলার পেনেল। খুচরা মূল্য মাত্র ৬৯০ টাকা। এবার আসুন নিচের ছবিটি দেখি =
এভাবে শুধু একটি মাত্র রেক্টীফায়ার ডায়ড, ফিল্টারের জন্য একটি ইলেক্ট্রলাইটিক কেপাসিটর হয়ে গেল মোবাইল চার্জার
অথসোলার পেনেল টি আপনার ঘড়ে জানালার পাশে বা যে কোন স্থানে রৌদ্রে রাখতে পারেন। এখন কথা হল
যখন আপনি স্থায়ী ভাবে মোবাইল ফোন চার্জ দিবেন আর বেশি দামি মোবাইল চার্জ দিবেন এখানে আপনাকে একটু ভাবতে হবে। সোলার পেনেল থেকে যে কোন কারণে যান্ত্রিক ত্রুটির জন্য সাপ্লাই ভোল্টেজ বেড়ে আপনার মোবাইল ফোনের চার্য আইসিটি নষ্ট হয়ে যেতে পারে। এ জন্য ভয়ের কোন কারণ নেই। এখানে যদি আমরা একটি 7805 আইসি ব্যহার করি তাহলে যদি কোন কারণে ভোল্টেজ বেড়ে যায় তার পরও মোবাইল ফোনের কোন সমস্য হবে না এবার আসুন 7805 আইসিটি কি ভাবে কানেকশন লাগাবেন প্রজেক্টটি দেখে নেই
যদি এই সার্কিট ব্যবহার করেন তাহলে আপনার মোবাইল ফোনটি নিরাপদ
সোলার প্যানেল এ ভাবে রৌদ্রে দিবেন তাহলে ভাল ভোল্ট এবং এম্পীয়ার পাবেন।
বাংলাদেশ সরকারের বিদ্যুৎ আর লোডশেডিং এর জন্য অপেক্ষায় থাকতে হবে না ঘন্টার পর ঘন্টা এবার আপন মনে মোবাইল ফোন চার্য করুন সারা জীবন।
আজ এখানেই বিদায়নিলাম =মোঃ সেন্টু খান কিশোরগঞ্জ।
আমি সেন্টু খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 23 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thanks………….
onak din pora post korlan.