সবাই কেমন আছেন? অনেক দিন পর আজকে টিউন লেখতে বসলাম। কাজের চাপে আগের মত আর সময় পাই না। ইলেকট্রোনিক্স বিভাগে দেখলাম, অনেকেই অনেক অনেক টিউন করেছেন। তাদের এই টিউন করা দেখে আমার মনে একটু সখ জাগলো। তাই লিখতে বসলাম। আজকে আমি যেই টিউন করবো, এটা নিয়ে টিটিতে বেশ কিছু টিউন আছে। আজ আমি LDR এর ছোট একটা প্রজেক্ট উপহার দিবো। সার্কিট দেখার পর অনেকই বলতে পারেন, "এটা আমি অনেক আগে থেকেই জানি" বা " এটা বাচ্চাদের প্রজেক্ট" ইত্যাদি। তবুও টিউন করলাম। যারা শিখতে চায়, তাদের জন্য এই টিউন। এই রকমের টিউন অনেক আগে টিটিতে দেখেছিলাম। কিন্তু দুঃখের বিষয় হল, টিউনে শুধু লেখাই ছিল, সার্কিট ডায়াগ্রাম ছিল না।
আজ আমি অটো স্ট্রিট লাইট এর সার্কিট উপহার দিবো। সার্কিটটির কাজ হলো, সন্ধ্যা হওয়ার সাথে সাথে ২২০ ভোল্টের বাল্ব জ্বলে উঠবে আর সকাল হওয়ার সাথে সাথে বাল্ব বন্ধ হয়ে যাবে। ইন্টারনেটে খুজলে এই রকমের অনেক সার্কিট পাবেন। তবে মনে কিছু প্রশ্ন থেকেই যায়। যেমন, কাজ করবে তো? সব কম্পোনেন্ট পাওয়া যাবে তো? ইত্যাদি। মজার বিষয় হলো, সার্কিটটি আমার ডিজাইন করা। সার্কিটটি কাজ করবে এবং সব কম্পোনেন্ট পাওয়া যাবে।
এই সার্কিটটি তাদেরই সবচেয়ে বেশি কাজে লাগবে, যারা বাড়ির বা দোকানের বাহিরের আলো রাতে জ্বলে রাখেন। আপনারা যদি এই সার্কিট কোন বক্সে সেট করে, সার্কিট থেকে বেড় হওয়া দুই তার বাহিরের আলোর সুইচের সাথে লাগান তাহলে ঐ আলো অটো কাজ করবে।
যাইহোক, যদি কেউ এই সার্কিটটি তৈরি করতে চান, তাহলে নিচের কম্পোনেন্টগুলো সংগ্রহ করুন:
এবার নিচের ডায়াগ্রাম অনুযায়ী সংযোগ দিন।
একটু লক্ষ্য করুন:
যদি বুঝতে সমস্যা হয় তাহলে নিম্বাজ, ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে ADD দিন আর মেসেজ পাঠান ! আপনার সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করবো ! সবাই ভাল থাকবেন !
বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পান কি না ! যদি না পান তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে আমাকে জানাবেন, সঠিক তথ্য কি হবে ! আমার মোবাইল নম্বর 8801716218847 .
আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!
দেখি কাজ করে কি না।