আল্লাহ্ সর্ব শক্তিমান
একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের জন্য তৈরী করুন সুন্দর একটি সাউন্ড বক্স
টেকটিউনসের সকল বন্ধুদের কে জানাই প্রাণ ভরা ভালবাসা।
অল্প খরচে অল্প টাকায় 4422 আইসি দিয়ে আসুন সবাই মিলে একটি
সুন্দর সাউন্ড কোয়ালিটি এম্পলিফায়ার তৈরি করি সার্কিটের
মাত্র ছয়টি ইলেক্ট্রলাইটিক ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে
একটি মাত্র মাইলার ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে ৮" ছোট মেগনেট
স্পিকারের ব্যবহার করলে বেশ ভাল সাউন্ড হয়। যদি ও আইসিটি
ওয়াট কম 5.8W কিন্তু এমপ্লিফায়ার তৈরি না করে বুঝতে পারবে না
সাউন্ড কোয়ালিটি কত সুন্দর। দশ পিনের এই ছোট আইসিটি 12V 2A
ট্রান্সফরমার ব্যবহার করলে আউটপুট ভালো সাউন্ড পাওয়া যায়।
তাহলে আসুন এবার আইসিটির ছবি দেখে নেই=
দশ পিনের 4422 আইসি
এবার কথা আর না বাড়িয়ে আসুন এম্পলিফায়ার সার্কিট ডায়াগ্রাম দেখে নেই=
মাত্র অল্প কয়েকটি পার্স দিয়ে তৈরী করা হয়েছে এম্পলিফায়াটি। আসা করি নতুন বন্ধুদের তৈরি
করতে কোন সমস্য হবে না।
সার্কিটটি তৈয়ার করতে আপনার যে পার্স গুলি লাগবে=
IC=4422
Vr1=10k
C1=10mf
C2=100mf
C3=100m
C4=100m
C5=100mf
C6=1000mf
C7=.1
নিজের হাতে এম্পলিফায়ার তৈরী করার পর দেখা যায়
ভলিয়াম কন্ট্রোলার এবং BASS TONE কন্ট্রোলার
সার্কিট অনেকে এই বানাতে পারে না যে কারণে যদি ও
এম্পলিফায়ার সার্কিটটির সাউন্ড কোয়ালিটি ভাল থাকে
তার পর ও আপনি স্পিকারে অথবা আউটপুটে কোন দিন
ভাল সাউন্ড পাবেন না, যদি আপনি ভলিয়াম কন্ট্রোলার এবং BASS TONE কন্ট্রোলার
সার্কিট ভাল করে তৈরী করতে না পারেন। এ জন্য এখানে একটি
BASS TONE কন্ট্রোলার সার্কিট অতি সহজ আকারে
মনু সার্কিট দিলাম যদি আপনি ষ্টেরিও কোন এম্পলিফায়ারের সাথে লাগাতে চান
তা হলে আপনাকে এ রকম দুইটা সার্কিট তৈরী করতে হবে।
স্পিকারটি অবশ্যই ভাল বক্স এর মধ্য লাগাতে হব না হয়ত ভাল ভিট পাওয়া যাবে না
আশা করি সার্কিটটি সকলেই ভালো করে তৈরি করতে পারবেন।
আজকের মত এখানেই বিদায় নিলাম দেখা হবে বেঁচে থাকলে আগামী টিউনসে
আমি সেন্টু খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 23 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টোটাল কত হবে ? আমাকে একটি বানিয়ে দিবেন?