ইলেকট্রনিক্স প্রজেক্ট [ পর্ব-০২] :: দেওয়ালের অপর পাশ থেকে রিমুট কন্ট্রোল দিয়ে নিয়ন্ত্রন করুন আপনার টেলিভিশন।

ইলেক্ট্রনিক্স প্রোজেক্ট

আল্লাহ্ সর্ব শক্তিমান

আসসালামু আলাইকুম সালাম

টেকটিউনসের সকল বন্ধুদের কে জানাই প্রাণভরা শুভেচ্ছা আশা করি সকল বন্ধুরা ভালোই আছেন,আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। দেয়ালের অপর পাশ থেকে নিয়ন্ত্রন করুন রিমোট চালিত যা কিছু সব ডিভাইস,শুনে হয়তো অবাক হচ্ছেন এটা কিভাবে সম্ভব হাই বন্ধুরা এটা আসলেই সম্ভব,আপনি যদি পাশে রুমে থাকেন আর আপনার রিমোট চালিত TV অথবা পাখা এয়ার কন্ডিশন রিমোট চালিত যাই কিছু হোক না কেন যদি পাশে রুমে থাকে তাহলে ও অনায়াসেই নিয়ন্ত্রন করতে পারবেন, অন্য রুম থেকে। এ জন্য আপনাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে। প্রথমেই আমরা দেখব রিমোট কন্ট্রোল কিভাবে কাজ করে তাহলে বিষয়টি অতি সহজেই বুঝতে পারবেন। আসুন আমরা কয়েকটি পার্টস এর সাথে একটু পরিচিত হয়ে নেই=

এটি হল LED IR রিমোট কন্ট্রোল সামনের দিকে লাগানো থাকে।

এটি হল IR RECEIVER টেলিভিশনের সামনের দিকে লাগানো থাকে

একটি রিমোট কন্ট্রোল LED IR কিভাবে টিভি তে লাগানো IR RECEIVER টির সাথে কাজ করে।রিমোট কন্ট্রোলার এর সামনের মাথায় লাগানো [ IR LED ] যখনই আমরা রিমোট কন্ট্রোল যে কোন পুশ বাটনে চাপ দেই তখন রিমোট কন্ট্রোল সামনের মাথায় লাগানো [ IR LED ] থেকে একটি সিগনাল TV অথবা যে কোনো ডিভাইসের সাথে লাগানো [IR RECEIVER ] এর উপর যখন পড়ে [IR RECEIVER ] টি সিগনাল গ্রহণ করে [IR RECEIVER ] সাথে লাগানো কন্ট্রোলার সার্কিট দিয়ে ডিভাইস কে নিয়ন্ত্রণ করে। আমরা এখন দেখব অন্য রুম থেকে কিভাবে টিভি চালাব এর জন্য দরকার হবে আমাদের একটি লুকিং গ্লাস

 

আর লুকিং গ্লাসটি এমন জায়গায় সেট করবেন আপনার রুম থেকে টিভি IR RECEIVER যেন দেখা যায়, যেমন ভেন্টিলেটর উপর সেট করতে পারেন আসুন একটি চিত্র দেখে নেই =

 

আজকের মত এখানেই বিদায় নিলাম,সকলেই ভালো থাকুন আল্লাহাফেজ

 

Level 3

আমি সেন্টু খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 23 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার পোস্টগুলো আমার খুব ভালো লাগে কিন্তু আপনি খুবিকম পোস্ট করেন কেন

সেন্টু ভাই এই টিউনের https://www.techtunes.io/electronics/tune-id/139594 সেন্সর বা Proximity সুইচ এর ব্যবহার – এটি কোন কাজে ব্যবহিতো হয়…?

    ভাইয়া এই সেন্সরটি বিষয় আমার কোন ধারণা নাই ধন্যবাদ।

thanks vai apnar theka onek kisu sikhtesi . u r a good teacher!

Level 0

ভাই একটা গেমস খেলার USB গেয়ার বক্স কিভাবে তৈরি করা যায় এর বেপারে একটা টিপস দিলে উপকৃত হব।

awesome vai….. IR somporko e kisu shiklim…. Thanks sentu vai