ইলেকট্রনিক্স প্রজেক্ট [পর্ব-০৬] :: দুইটি পেনসিল ব্যাটারী দিয়ে তৈয়ার করুন বারটি গানের সুরের মিউজিক

ইলেক্ট্রনিক্স প্রোজেক্ট

আসালামু আলাইকুম সালাম

আশা করি টেকটিউনসের সকল বন্ধুরা ভালোই আছেন আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আপনাদের দোয়া বেশ ভাল আছি, সময়ের অভাবে ইচ্ছে থাকা সত্বেও টিউনস করতে পারি না। TT তে দেখি অনেক বন্ধুরাই নিয়মিত টিউনস করে যাচ্ছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। যা আগে কখনো জানতাম না নতুন অনেক কিছু শিখেছি। আজ আপনাদের কে সুন্দর একটি সার্কিট উপহার দিব, দুটি পেন্সিল ব্যাটারি দিয়ে বারটি গানের সুর শুনতে পারবেন সার্কিটটি ইচ্ছে করলে ছোট বাচ্চাদের সাইকেল অথবা মটর সাইকেলে লাগাতে পারবেন ইচ্ছে করলে বাসায় কলিং বেল হিসেবে ও লাগাতে পারবেন, সার্কিটিতে একটি আইসি ও সামান্য কয়েকটি পার্স দিয়ে তৈয়ার করা হয়েছে একটু ভালো করে লক্ষ্য করে আমার মনে হয় সকলেই তৈয়ার করতে পার বেন এবার আসুন সকলে মিলে এক বার চেষ্টা করি, আসুন তাহলে সার্কিটটি দেখে নেই:

আইসিটির পাঁচ ছয় সাত আট নাম্বার পিন নেগেটিভ বা গ্রাউন্ড এর সাথে সংযুক্ত করতে হবে, আইসিটির 2 -3-এবং 16  নাম্বার পিন ব্যাটারির পজেটিভ লাইন সাথে সংযুক্ত করতে হবে, আইসিটিতে 9 এবং 12 নাম্বারের পিন শর্ট কানেকশন করতে হবে, আইসিটির 13 নাম্বার পিন থেকে এক টি 47p 15 নাম্বর পিনে সাথে কানেকশন লাগাতে হবে, আইসিটির 14 নাম্বার পিন থেকে 100k রেজিষ্টর 15 নাম্বার পিনের সাথে কানেকশন লাগাতে হবে আইসিটির 4 নাম্বার পিনের সাথে একটি 15k রেজিষ্টর নেগেটিভ ভোল্ট হতে আসা রেক্টিফায়ার ডায়ডের প্রজেটিভ মাথার সাথে পুশ সুইচ লাগাতে হবে পুশ সুইচ টি চাপ দিয়ে ছেড়ে দিলেই আইসিটির 11 নাম্বার পিনের সাথে লাগানো স্পিকার থেকে বারটি গানের সুর বাজবে। সার্কিটটি দেখুন মাত্র অল্প কয়েকটি পার্স দুইটি রেজিষ্টর, একটি  ট্রান্জেষ্টর, একটি  ডায়ড, একটি কেপাসিটর,ও একটি স্পিকার সার্কিটটি তৈয়ার করতে যা লাগবে আসুন দেখে নেই =

  1. R1= 15k
  2. R2= 100k
  3. C1= 47pf  সিরামিক কেপাসিটর
  4. D1= 4001  নরমাল ডায়ড
  5. TR= 1815   NPN
  6. IC= 34815a

হয়ে গেল আপনার বারটি গানের সুরের মিউজিক সার্কিট

দেখা হব বেচে থাকলে আগামি টিউনসে

Level 3

আমি সেন্টু খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 23 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

সবি মাথার উপর দিয়া গেল।। 😀

VALO LAGLO,
TV TRANSMITER NIYE TUNE CHAI

খুব ভাল হইছে।
সেট অপ বক্স দিয়ে বিভিন্ন টিভিতে শেয়ার করা যায় না। ( বর্তমান ডিস কেবল টিভির মতো) একটি ডিস সেট অপ বক্স দিয়ে, কয়েকটি টিভিতে শেয়ার করতে চাই রিমোট সহ। অনুগ্রহ করে ছবি সহ সেটআপ দেখতে চাই। ভাল থাকবেন।

অনেক ধন্যবাদ

হিন্দি গান নাকি বাংলা

ধন্যবাদ শেয়ার করার জন্য

vai apner tune er kaj ar name ekebarei sothik 100% jadu

আপনার পোষ্টগুলো পড়ে অনেক কিছু জানতে পেরেছি। তাই এই সমস্যাটা নিয়ে আপনারই কাছে হাজির হলাম। সমস্যাটা অবশ্য উপরের পোষ্ট সংক্রান্ত নয়। আর সমস্যাটার কথা এখানে জিজ্ঞেস করা ছাড়া আমার আর কোন উপায় ছিল না। তাই আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি….
আমার ৬৫০ভিএ এর ১টা কম্পিউটারের ইউপিএস আছে। সেটাতে ১২ভোল্ট ৭.৫এম্পিয়ার এর ১টা ড্রাই সেল ব্যাটারি ছিল। এখন সেটা অকেজো। আমি কি এখন ইউপিএসটিতে সাধারন আইপিএস এর এসিড ব্যাটারিগুলো ব্যাবহার করতে পারব? যদি সম্ভব হয় তবে ১২ভোল্ট কত এম্পিয়ারের এসিড ব্যাটারি ব্যবহার করতে পারব? এছাড়া অন্য কোন যন্ত্রাংশ প্রয়োজন হতে পারে কিনা? যেমন আমি একজনে মুখে শুনেছি এভাবে ব্যাবহার করলে নাকি অ্যাডাপটারও লাগে। আপনার মুল্যবান উত্তরের অপেক্ষায় থাকলাম। অাপনাকে অগ্রিম ধন্যবাদ আর অন্য সবাইকে বিরক্ত করার জন্য আবারও দুঃক্ষিত।