আসসালামু আলাইকুম সালাম
আশা করি আমার সকল বন্ধুরা ভালোই আছেন। আপনাদের জন্য আজ একটা কম ওয়াট এমপ্লিফায়ার সার্কিট দিব সামান্য কয়েকটি পার্টস দিয়ে তৈরি করতে পারবেন সুবিধা হল সার্কিটের জন্য আলাদা কোন পাওয়ার সাপ্লাই দেওয়ার প্রয়োজন নেই আপনার পিসি অথবা ল্যাপটপ এর USB পোর্ট থেকে পাওয়ার সাপ্লাই দিতে পারেন, কারণ সার্কিট 6v পাউয়ার দিলেই চলবে। কম্পিউটার দিয়ে বাজানোর জন্য 2822 আইসিটি কম খরচের মধ্যে ভালো হয়।
আশা করি আমার সকল বন্ধুরা ভালই আছেন। আপনাদের জন্য আজ একটা কম ওয়াট এমপ্লিফায়ার সার্কিট দিব সামান্য কয়েকটি পার্স দিয়ে তৈরী করতে পারবেন সুবিধা হল সার্কিটের জন্য আলাদা কোন পাওয়ার সাপ্লাই দেয়ার প্রয়োজন নেই আপনার পিসি অথবা ল্যাপটপের USB পোর্ট থেকে পাওয়ার সাপ্লাই দিতে পারবেন, কারণ সার্কিট 6v পাওয়ার দিলে চলবে। কম্পিউটার দিয়ে বাজানোর জন্য 2822 আইসিটি কম খরচের মধ্যে ভালো হয়।
আমি সেন্টু খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 23 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এই এম্পিফায়ার কি হেডফোনের জন্য??