ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-৫০] :: অল্প খরচে বেশী ভিট এর এম্পলী ফায়ার তৈরী করুন।

ইলেক্ট্রনিক্স এর জাদুগিরি

আল্লাহ সর্ব শক্তিমান 

আশা করি টেকটিউনস এর সকল বন্ধুরা ভালো আছেন।

অল্প খরচের মধ্যে বেশী ভিট এর এম্পলী ফায়ার অনেকেই ফোন করে

তাই আপনাদের কথা ভেবে আজ ছোট একটি সার্কিটর দিলাম যাদের
প্রয়োজন তারা নিজের হাতে এমপ্লিফায়ার বানাতে পারেন

সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালই।

এগার পিনের এই A2009 আইসিটি মূলত ষ্টেরিও
যদি কেহ আইসিটি দিয়ে ষ্টেরিও সার্কিট বানাতে
চান তা হলে আইসিটির আউট পুট থেকে  10Wx2=20w আউট পুট পাবেন।
এই আইসিটি দিয়ে যদি মনো সিষ্টেম বানিয়ে
নেন তা হলে আপনি আউট পুট থেকে 25W পাবেন
ষ্টেরিওর জন্য দুইটা সার্কিট বানালে আপনি আউট পুট
পাবেন 25x2=50W আজ ষ্টেরিও এবং মনো দুইটি
সার্কিট দেখাব আপনাদের পছন্দ মত বানিয়ে নিবেন।

এই সার্কিটটি হল ষ্টেরিও দুইটা স্পিকার থেকে 10x2 = 20 w আউট পুট পাবেন যদি এই আইসিটি দিয়ে

আরো বেশী ভিট চান তাহলে  মনো সিষ্টেমে দুইটি আইসি দিয়ে তৈরী করবেন এবার আসুন মনো সার্কিটটি দেখি

এই সারকিটটি হল মনো সিষ্টেম সার্কিটটিতে আউট পুট পাবেন 25w এরকম দুইটি সার্কিট তৈরী করলে আউটপুট পাবেন

25x2=50w  পাউয়ার সাপ্লাই যে ভাবে কানেকশন করবেন

আশা করি সবাই সার্কিটটি তৈরী করতে পারবেন

আজকের মত এখানেই বিদায় নিলাম

আইসিটির সাথে অবশ্যই ভাল মানের হিটসিং লাগিয়ে নিবেন না হয় অতিরিক্ত গরম হয়ে আইসিটি নষ্ট হয়ে যাবে।

Level 3

আমি সেন্টু খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 23 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ। বাজারের মতো সাবউফার যুক্ত অ্যামপ্লিফায়ারের কোন সার্কিট থাকলে দিন প্লিজ।

এর পিসিবি বোর্ড পাওয়া যায়?
আর আমাদের পিসিবি বোর্ড বানানো শিখাবেন?
সার্কিট ডায়াগ্রাম থেকে পিসবি লে-আউট কনর্ভাট করার কোন softwir আছে আপনার কাছে থাকলে ডাউনলোড লিংটা দিবেন প্লিজ।

    @ইমরান হোসেন: পিসিবি বোর্ড আপনার একটি করে বানিয়ে পোষাবে না বাজারে কিনতে পাওয়া যায় ১৫ থেকে ২০ টাকার মত দাম নিতে পারে কিনে নিবেন।

আমার একটি বক্স আছে।কিন্তু শুধু স্পীকার কেটে যায়্।একটু যদি সলুসন দেন।

    Level New

    ভালো এবং দামি জাপানি স্পিকার কিনুন। মনে রাখবেন, “সস্তার তিন অবস্থা”

      Level New

      আমেরিকান স্পিকারওঁ খুব ভালো।

Thanks bai, darun hoycha

ভাই আপনাকে অসখ্য ধন্যবাদ । ভাই য়দি পারেন একটা USB থেকে TV Circuit তৈরী করে দিবেন ।