ইলেক্ট্রনিক্স এর মজার সব কাজ শিখুন আর বাড়ির সকল ইলেকট্রিক কাজ নিজে নিজে করুন

সবাইকে সালাম জানাই | এটি আমার নতুন পোস্ট | টিটি এর প্রতি ধন্যবাদ জানাই যে আমার টিউনার শিপ চালু করে দেয়া হয়েছে | আশা করি এবার নতুন কিছু সবাইকে উপহার দিতে পারব | আমি চেইন টিউন করতে চাই তাই টিটি কে এটাই বলার যে আমাকে যেন চেইন টিউনার এর অন্তর্ভুক্ত কড়া হয় |আজকে ক্ষমা চাইছি যে আজ আমি আপনাদের কোন পোস্ট উপহার দিতে পারব না | তবে আজ আমি আমার সুচিপত্র বলে দিব |আর আপনাদের সাড়া পেলে আমি নিয়মিত পোস্ট করে জাব ইনশাআল্লাহ্‌ |আমি আসলে বাড়ির যে ইলেকট্রনিক্স জিনিস আছে সে গুলু ঠিক করা যায় কি ভাবে সেই পোস্ট গুলু দিব |যেমন ঃ চার্জ লাইট , টিউব লাইট , এনারজি ভাল্ব, ফ্যান , ups ইত্যাদি |সব গুলু জিনিস অনেক সময় দেখা যায় যে বাজার থেকে কিনার কিছু দিন পর নষ্ট হয়ে যায় | সে গুলু কি করে ঠিক করা যায় সেই সকল পোস্ট নিয়ে হাজির হব খুব তাড়াতাড়ি | যদি আপনাদের সাড়া পাই |আমাকে ফেইসবুক এ পাবেন

Level 1

আমি এমডি পাভেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 108 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সময় হলে আমার সাইতে একটু ঘুরে আসবেন|


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

পোস্ট এ সমস্যার কারণে আমার ফেইসবুক আইডি দিতে পারি নি এখানে দিলাম
http://www.goo.gl/voVJlm

Level 0

ভাই UPS নিয়ে আগে করবেন… আমার UPS টা নষ্ট হয়ে পড়ে আছে…. লাইন লাগালে বিপ দিয়ে ছেড়ে দেয়… কোনো লইট জ্বলেনা… এর উপর আপনার পরিপূর্ণ টিউন আশা করছি…

Opekkhay thaklam… 🙂

Level 0

apni asun . i want to you

ইনশাআল্লাহ্‌ আমি সবার সকল চাওয়া মেটানোর চেষ্টা করব | ধন্যবাদ সবাইকে | কমেন্ট করার জন্য |

আমার সাউন্ড বক্সের এমপ্লিফায়ার টা নষ্ট। আশাকরি এটা নিয়ে একটা ভালো টিউন করবেন………………..

আপনার আসার অপেক্ষায় রইলাম

আমার একটি ইউপিএস নষ্ট। প্লিজ, ইউপি এর নিয়ে একটি টিউন করিয়েন। যেমন- সম্পূর্ন ডেড, কোন লাইট জলে না, পাওয়ার লাইন জ্বলে বাট চার্জ হয়না, চার্জ হয় কিন্তু আউনপোর্ট নাই। মানে ইউপিএস এর মাধ্যমে মনিটর চলে না।এগুলো সমাধান দিয়েন। প্লিজ।

Level 2

আগে UPS এর টিউন চাই, আমার ইউপিএসটা নষ্ট, বিদ্যুৎ লাইন থেকে খুলে পাওয়ার দিলে বীপ সাউন্ড করে ছেড়ে দেয়, কোন ব্যাকাপ দেয়না। নতুন ব্যাটারী পাল্টানোর পরও একই সমস্যা। এসবের সমাধান চাই। সাথে চার্জ লাইট যেসব ইলেক্ট্রনিক যন্ত্রাংশ ও পার্টস সমূহ থাকে সেগুলোর কার্যপ্রণালী ও সেগুলো কিভাবে মিটার দিয়ে পরিমাপ করতে হয় বিস্তারিত আকারে টিউন চাই।….. অপেক্ষায় থাকলাম।
ধন্যবাদ।

tara tari suru karen

ok .টিটি কে বলতেছি এবং আপনাদের কে ও পোস্ট দেয়ার সময় ছবি দিতে হয় কিন্তু ছবি এর লিঙ্ক দিলে পোস্ট কড়া যায় না | এটা কি শুধু আমার হইতেছে? আর কেউ জানলে আমাকে বলেন কি করে পোস্ট এর মধ্যে ছবি দিব ? আর আমার ফেইসবুক আইডি দিতে চাইছিলাম শেষের দিকে কিন্তু যে কোন লিঙ্ক দিলেই পোস্ট প্রকাশিত হয় না ? কেন ?

ভাই আপনাকে অসখ্য ধন্যবাদ । ভাই য়দি পারেন একটা USB থেকে TV Circuit তৈরী করে দিবেন ।