RUET এ অনুষ্ঠিত রোবটিক্স কম্পিটিশনে চ্যাম্পিয়ান IUT; আর অসাধারণ দক্ষতা দেখিয়ে DUET ২য় এবং ৩য় অবস্থান নিজেদের করে নিয়েছে

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (RUET)  এর  IEEE RUET Student Branch এবং Electrical and Electronic Engineering ডিপার্টমেন্টের আয়োজনে ১৯মার্চ  এবং ২০ মার্চ অনুষ্ঠিত হয়ে গেলো Robo Tour & Programming Contest । কম্পিটিশনে BUET,DUET,CUET,KUET,SUST এবং আযোজক RUET সহ বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি থেকে  মোট ১০১ টি রোবটিক্স টিম রেজিস্ট্রেশন করলেও রাজনৈতিক অস্থিরতা এবং অন্যান্য প্রতিকূলতা পার করে অংশ গ্রহণ করে ৫৬ টি রোবটিক্স টিম।

কম্পিটিশনের গেম ফিল্ড এবং রোবট

কম্পিটিশনটি ছিলো লাইন ফলোইং রোবটের। যেখানে প্রতিটা রোবট কালো রঙের মাঝে সাদা রঙের দাগ অনুসরণ করে রোবট গুলো চলে । রোবট সমূহকে গেম ফিল্ডের মাঝের একটা ব্রিজ অতিক্রম করতে হয়, এবং সাদা দাগের উপর থাকা এক বা একাধিক অবজেক্টকে পাশ কাটিয়ে যেতে হয়। এছাড়া পুরো গেম ফিল্ড জুড়ে অনেকগুলো L,U,T এবং + আকৃতির টার্ন ছিলো। গেমফিল্ডের বিভিন্ন স্থানে পয়েন্ট করা ছিলো ঐ স্থান গুলো অতিক্রম করতে পারলে নির্দিষ্ট পয়েন্ট অর্জন করা যাবে। এছাড়া গেমফিল্ডের মাঝে একটা গুহা তৈরি করা হয়েছিলো রোবটগুলোকে ঐ গুহাকে অতিক্রম করে যেতে হয়েছে।

গেম ফিল্ড

প্রত্যেক টিমের রোবট সমূহ তৈরি করা হয়েছিলো, ডি সি গিয়ার মটর, মটর ড্রাইভার কন্ট্রোল সার্কিট, লাইন ফলোইং সেন্সর, প্রক্সিমিটি সেন্সর/আল্ট্রাসাউন্ড সেন্সর ইত্যাদি ব্যবহার করে। অনেকেই কন্ট্রোল সিস্টেম হিসেবে Arduino ব্যবহার করেছেন আবার কেউ কেউ সরাসরি মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করেছেন।

কম্পিটিশনের ১ম রাউন্ড

১ম রাউন্ডে মোট ৫৬ টি টিম অংশ গ্রহণ করে যেখানে ১ম হয়েছিলো DUET এর টিম Curious 7 of DUET এবং ২য় হয়েছিলো IUT এর টিম BLUE । ১ম রাউন্ড শেষে মোট ২০ টা টিম কোয়ালিফাই করেছিলো ২য় রাউন্ডের জন্য। এই ২০ টা  টিমের মধ্যে ১ম,৪র্থ এবং ১০ ম মোট তিনটি অবস্থানে ছিলো DUET । সম্পূর্ণ রেজাল্ট নিচের ছবি থেকে দেখে নিতে পারেন।

কম্পিটিশনের ২য় রাউন্ড

কম্পিটিশনের ২য় রাউন্ডেও একই রকম উজ্জল ছিলো DUET এর Curious 7 of DUET এবং  IUT এর  BLUE । একই রেজাল্ট ১ম হয়েছিলো DUET এর টিম Curious 7 of DUET এবং ২য় হয়েছিলো IUT এর টিম BLUE । ২য় রাউন্ড শেষে মোট ১০ টা টিম কোয়ালিফাই করেছিলো ফাইনাল রাউন্ডের জন্য। এর মধ্যেও ১ম,৪র্থ এবং ৭ম অবস্থান নিয়ে সর্বোচ্চ সংখ্যক টিম ছিলো DUET এর ।  সম্পূর্ণ রেজাল্ট নিচের ছবি থেকে দেখে নিতে পারেন।

কম্পিটিশনের ফাইনাল রাউন্ড

কম্পিটিশনের ফাইনাল রাউন্ড ছিলো দারুন উত্তেজনাপূর্ণ এবং আকর্ষণীয়। সবাই ধরেই নিয়েছিলো DUET এর Curious 7 of DUET ফাইনালে প্রথম হবে। DUET এর Curious 7 of DUET এর রোবট ROBO CU 7 এর সুক্ষভাবে লাইন অনুসরণ করে চলা, নিখুতভাবে টার্ন নেয়া, না থেমে একই গতিতে চলা, বিষয় গুলো সবাইকে মুগ্ধ করেছিলো। অন্যদিকে IUT এর BLUE টিমের রোবটে ব্যবহৃত মটরের গতি ছিলো সবচেয়ে বেশি। তারা Curious 7 of DUET এর থেকে অনেক বেশি স্পিডের মটর ব্যবহার করেছিলো। শেষ পর্যন্ত ফাইনালে Curious 7 of DUET কে BLUE টিমের রোবটের গতির কাছে হার মানতে হলো। Curious 7 of DUET এর থেকে মাত্র ৩ সেকেন্ড কম সময় নিয়ে সম্পূর্ণ টাস্ক সম্পূর্ণ করে প্রথম হয় IUT এর টিম BLUE। এরপর ২য় চমক দেখায় DUET এর অপর টিম Harbinger তারা ২য় রাউন্ডের ৪র্থ অবস্থান থেকে এক ধাপ এগিয়ে ৩য় স্থানে উঠে আসে। ফাইনাল রাউন্ডে ৪র্থ হয় BRAC এবং ৫ম হয় KUET, ৬ষ্ঠ স্থানে ছিলো DUET এর অন্য টিম DUET STORMY ।

কম্পিটিশনে চ্যাম্পিয়ান IUT এর BLUE

কম্পিটিশনে চ্যাম্পিয়ান IUT র BLUE টিমের  সদস্যরা হলেন

  • Abu Shaid Sujon (Team leader)
  • Md Hamjajul Ashmafee
  • Raihan Arnob
  • Samiul Bashar Anan

কম্পিটিশনে চ্যাম্পিয়ান টিম পুরস্কার হিসেবে পায় ৪০,০০০ টাকা।

কম্পিটিশনে চ্যাম্পিয়ান ১ম রানার আপ DUET এর Curious 7 of DUET

কম্পিটিশনে ১ম রানার আপ DUETএর Curious 7 of DUET টিমের  সদস্যরা হলেন

  •  Ashim Kumar Pall (Team leader)
  • Md. Abdur Rahim
  • Md. Nuruddin Al Masud Khan
  • Md. Alauddin

কম্পিটিশনে ১ম রানার আপ টিম পুরস্কার হিসেবে পায় ৩০,০০০ টাকা।

Curious 7 of DUET টিমের রোবট

কম্পিটিশনে চ্যাম্পিয়ান ২য় রানার আপ DUET এর Harbinger

কম্পিটিশনে ২য় রানার আপ DUET এর Harbinger টিমের  সদস্যরা হলেন

  • Md. Shariful Islam (Team leader)
  • Md. Sumon Ali
  • Md. Tanvir Ahamed
  • Md. Rasel Rana

Harbinger টিমের রোবট

কম্পিটিশনে ২য় রানার আপ টিম পুরস্কার হিসেবে পায় ১০,০০০ টাকা।

ছবি গ্যালারী

আমার নিজের কথা

আমি ব্যক্তিগতভাবে এই কম্পিটিশনের সরাসরিভাবে সম্পৃক্ত ছিলাম।  আমি Curious 7 of DUET টিমের টিম লিডার ছিলাম। এই কম্পিটিশনে আমাদের জয় পরাজয় যাই হোক না কেন এটা সত্যি যে বাংলাদেশ রোবটিক্সে অনেক এগিয়েছে। আমি প্রায় ১ বছর আগে একটা কম্পিটিশনে অংশ নিয়েছিলাম, তখনকার অভিজ্ঞতা এবং এখনকার অভিজ্ঞতার মধ্যে অনেক পার্থক্য। রোবট তৈরির যন্ত্রাংশ, সেন্সর,প্রোগ্রামিং কৌশল, চিন্তা চেতনা, বাস্তবতার সাথে তুলনা ইত্যাদি দিক গুলোতে অনেক পরিবর্তন এসেছে, অনেক সমৃদ্ধ হয়েছে। এটা ছিলো Curious 7 of DUET এর কোন প্রতিযোগিতায় প্রথম অংশগ্রহণ । আমরা অনেক কিছু শিখেছি, যা পরবর্তীতে কাজে দেবে। এছাড়া অনেক টিমের সাথে আমাদের পরিচয় হয়েছে। ফেসবুকে অনেকের সাথে বন্ধুত্বও হয়েছে।বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলীরা উপস্থিত ছিলেন , উনারা নিজেদের মধ্যে আলোচনা করেছেন, বাংলাদেশে রোবটিক্সের অগ্রগতি, গবেষণা এবং ভবিষ্যৎ নিয়ে। তাই একটা রোবটিক্স কম্পিটিশন শুধুমাত্র একটা কম্পিটিশন নয় আরো অনেক কিছু।

সবাইকে ধন্যবাদ । শুভকামনা রইলো ।

Level 2

আমি অসীম কুমার পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 147 টি টিউন ও 469 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি অসীম কুমার পাল। ইলেকট্রনিক্স এবং ওয়েব ডিজাইনকে অন্তরে ধারণ করে পথ চলতেছি। স্বপ্ন দেখি এই পৃথিবীর বুকে একটা সুখের স্বর্গ রচনা করার। নিজেকে একজন অতি সাধারণ কিন্তু সুখী মানুষ ভাবতে পছন্দ করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

cngrts & Best of luck…..

এগিয়ে নিয়ে যাও তোমরা।